Homeভ্রমণভ্রমণের খবরগঙ্গাসাগর মেলা ২০২৫: তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য চলবে বিশেষ ট্রেন, বাড়তি টিকিট কাউন্টার

গঙ্গাসাগর মেলা ২০২৫: তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য চলবে বিশেষ ট্রেন, বাড়তি টিকিট কাউন্টার

প্রকাশিত

শিয়ালদহ: আসন্ন গঙ্গাসাগর মেলা ২০২৫-এ লক্ষ লক্ষ তীর্থযাত্রীর ভিড় সামাল দিতে রেলওয়ে প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে শিয়ালদহ ডিআরএম কনফারেন্স রুমে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেলা চলাকালীন তীর্থযাত্রীদের জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ভিড় নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়।

১২ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ৭২টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনগুলির সময়সূচি এবং তালিকা সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে। স্টেশন এবং আশেপাশের এলাকায় পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে বিশেষ ট্রেন পরিষেবা সংক্রান্ত ঘোষণা করা হবে। অতিরিক্ত ভিড় সামলাতে রাস্তায় খালি রেক প্রস্তুত রাখা হবে।

শিয়ালদহ সাউথ, প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ এবং নামখানা স্টেশনে তীর্থযাত্রীদের সহায়তার জন্য ‘মে আই হেল্প ইউ’ বুথ খোলা হবে। বুথে হেল্পলাইন নম্বর এবং জরুরি পরিষেবার তালিকা প্রদর্শিত হবে।

শিয়ালদহ সাউথ, কাকদ্বীপ এবং নামখানায় বিশেষ আরপিএফ বাহিনী মোতায়েন করা হবে। এছাড়াও সিভিল ডিফেন্স, স্কাউট এবং সেন্ট জন অ্যাম্বুলেন্সের স্বেচ্ছাসেবকরা নিয়োজিত থাকবেন।

মেলা চলাকালীন স্টেশন এবং এর আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি, পর্যাপ্ত পানীয় জল সরবরাহেরও ব্যবস্থা থাকবে।

কাকদ্বীপ ও নামখানায় ৫টি করে অতিরিক্ত টিকিট কাউন্টার চালু করা হবে। ২৪x৭ পরিষেবা নিশ্চিত করতে অস্থায়ী বুকিং ক্লার্ক নিয়োগ করা হবে।

তীর্থযাত্রীদের জন্য শিয়ালদহ, কাকদ্বীপ এবং নামখানায় চিকিৎসা বুথ ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে। কৌশলগত স্থানে ডাক্তার সহ চিকিৎসা দল মোতায়েন থাকবে।

স্পর্শকাতর এলাকায় কার্যকর সিসিটিভি ক্যামেরা বসানো হবে। শিয়ালদহে ২৮টি এবং নামখানায় ২২টি অতিরিক্ত ক্যামেরা বসানো হবে।

স্টেশনগুলিতে অগ্নি নির্বাপণ বালতি ও যন্ত্র প্রস্তুত থাকবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্টেশন কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

শিয়ালদহ ডিআরএম বলেছেন, “রেলওয়ে প্রশাসন গঙ্গাসাগর মেলার তীর্থযাত্রীদের জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি যাত্রীর নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপে ভারতের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা...

বিশ্বকাপে ছক্কার রেকর্ডে রিচা ঘোষ, ডটিন–লিজেল লিকে ছুঁয়ে ইতিহাস গড়লেন বাঙালি ব্যাটার

ফাইনাল ম্যাচে ছোট ইনিংস হলেও রিচা ঘোষ যা করে দেখালেন, তা ভারতের ক্রিকেট ইতিহাসে...

ব্যাটে-বলে উজ্জ্বল শেফালি-দীপ্তি, একদিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতের মেয়েরা

ভারত: ২৯৮-৭ (শেফালি বর্মা ৮৭, দীপ্তি শর্মা ৫৮, স্মৃতি মন্ধানা ৪৫, আয়াবোঙ্গা খাকা ৩-৫৮) দক্ষিণ...

অর্শদীপের বল আর ওয়াশিংটনের ব্যাটের জোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে সমতা ফেরালেন সূর্যেরা

অস্ট্রেলিয়া: ১৮৬-৬ (টিম ডেভিড ৭৪, মার্কাস স্টয়নিস ৬৪, অর্শদীপ সিংহ ৩-৩৫, বরুণ চক্রবর্তী ২-৩৩) ভারত:...

আরও পড়ুন

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চালু হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

দুর্যোগ কাটিয়ে ছন্দে জলদাপাড়া, কার সাফারিতে উপচে পড়ছে পর্যটক, হাতি সাফারি চালুর তোড়জোড় বনদফতরের

দুর্যোগ কেটে ছন্দে ফিরেছে জলদাপাড়া জাতীয় উদ্যান। চিলাপাতা, শালকুমার ও কোদালবস্তি পয়েন্টে ফের শুরু হয়েছে কার সাফারি। পর্যটকদের ভিড়ে খুশি জিপসি মালিকরা, দ্রুত হাতি সাফারি চালুর উদ্যোগ বনদপ্তরের।