Homeভ্রমণভ্রমণের খবরগঙ্গাসাগর মেলা ২০২৫: তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য চলবে বিশেষ ট্রেন, বাড়তি টিকিট কাউন্টার

গঙ্গাসাগর মেলা ২০২৫: তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য চলবে বিশেষ ট্রেন, বাড়তি টিকিট কাউন্টার

প্রকাশিত

শিয়ালদহ: আসন্ন গঙ্গাসাগর মেলা ২০২৫-এ লক্ষ লক্ষ তীর্থযাত্রীর ভিড় সামাল দিতে রেলওয়ে প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে শিয়ালদহ ডিআরএম কনফারেন্স রুমে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেলা চলাকালীন তীর্থযাত্রীদের জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ভিড় নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়।

১২ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ৭২টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনগুলির সময়সূচি এবং তালিকা সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে। স্টেশন এবং আশেপাশের এলাকায় পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে বিশেষ ট্রেন পরিষেবা সংক্রান্ত ঘোষণা করা হবে। অতিরিক্ত ভিড় সামলাতে রাস্তায় খালি রেক প্রস্তুত রাখা হবে।

শিয়ালদহ সাউথ, প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ এবং নামখানা স্টেশনে তীর্থযাত্রীদের সহায়তার জন্য ‘মে আই হেল্প ইউ’ বুথ খোলা হবে। বুথে হেল্পলাইন নম্বর এবং জরুরি পরিষেবার তালিকা প্রদর্শিত হবে।

শিয়ালদহ সাউথ, কাকদ্বীপ এবং নামখানায় বিশেষ আরপিএফ বাহিনী মোতায়েন করা হবে। এছাড়াও সিভিল ডিফেন্স, স্কাউট এবং সেন্ট জন অ্যাম্বুলেন্সের স্বেচ্ছাসেবকরা নিয়োজিত থাকবেন।

মেলা চলাকালীন স্টেশন এবং এর আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি, পর্যাপ্ত পানীয় জল সরবরাহেরও ব্যবস্থা থাকবে।

কাকদ্বীপ ও নামখানায় ৫টি করে অতিরিক্ত টিকিট কাউন্টার চালু করা হবে। ২৪x৭ পরিষেবা নিশ্চিত করতে অস্থায়ী বুকিং ক্লার্ক নিয়োগ করা হবে।

তীর্থযাত্রীদের জন্য শিয়ালদহ, কাকদ্বীপ এবং নামখানায় চিকিৎসা বুথ ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে। কৌশলগত স্থানে ডাক্তার সহ চিকিৎসা দল মোতায়েন থাকবে।

স্পর্শকাতর এলাকায় কার্যকর সিসিটিভি ক্যামেরা বসানো হবে। শিয়ালদহে ২৮টি এবং নামখানায় ২২টি অতিরিক্ত ক্যামেরা বসানো হবে।

স্টেশনগুলিতে অগ্নি নির্বাপণ বালতি ও যন্ত্র প্রস্তুত থাকবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্টেশন কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

শিয়ালদহ ডিআরএম বলেছেন, “রেলওয়ে প্রশাসন গঙ্গাসাগর মেলার তীর্থযাত্রীদের জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি যাত্রীর নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

আরও পড়ুন

পুজোয় এনবিএসটিসি’র বিশেষ ট্যুর প্যাকেজ, সিকিম-দার্জিলিং-ডুয়ার্স ভ্রমণের সুযোগ, খরচ ৭০০–২৫০০ টাকা

পুজোয় এনবিএসটিসি চালু করছে বিশেষ পর্যটন প্যাকেজ। সিকিম, দার্জিলিং, কালিম্পং থেকে ডুয়ার্স ভ্রমণের সুযোগ। খরচ থাকছে মাত্র ৭০০–২৫০০ টাকা।

দুর্গাপুজোয় বিলাসবহুল পুজো পরিক্রমা পরিবহণ দফতরের! লঞ্চে চেপে বনেদি বাড়ি ও বিখ্যাত মণ্ডপ দর্শনের সুযোগ

পুজোর মাসখানেক আগেই রাজ্য ঘোষণা করল বনেদি বাড়ি দর্শনের পরিক্রমা। থাকছে এসি ভলভো বাস, লঞ্চ এবং শহরতলি থেকে বিশেষ ট্যুর প্যাকেজ। ভাড়া শুরু ৫০০ টাকা থেকে।

পুজোর মুখে ফের চালু শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা, মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক

পুজোর মুখে ফের চালু হল শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা। মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক পৌঁছনো যাবে। মাথাপিছু খরচ সাড়ে ৪ হাজার টাকা। পর্যটন দপ্তরের আশা, এতে সিকিম ভ্রমণে আগ্রহ বাড়বে।