আগ্রা ফোর্টকে হারিয়ে দিল ১৩ শতকে নির্মিত কুতুব মিনার। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ আর্থিক বছরে বিদেশি পর্যটকদের বেড়ানোর নিরিখে ভারতের সৌধ ও পুরাতাত্ত্বিক নিদর্শনের মধ্যে প্রথম স্থানে আছে তাজমহল। দ্বিতীয় স্থানে আছে কুতুব মিনার। আগে দ্বিতীয় স্থানে ছিল আগ্রা ফোর্ট। বিদেশি পর্যটকদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে তাই আগ্রা ফোর্টকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কুতুব মিনার।
দীর্ঘ সময় ধরে তাজমহলের কাছে থাকা আগ্রা ফোর্টকে নিয়ে পর্যটনমহলে তীব্র আকর্ষণ রয়েছে। কিন্তু সম্প্রতি বিদেশি পর্যটকদের কাছে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে কুতুব মিনারের। ২০২৩-২৪ আর্থিক বছরে কুতুব মিনারে ৯০.৯% বিদেশি পর্যটক আর ৭৩.১% দেশীয় পর্যটক বেড়াতে গেছেন। কুতুব মিনারের রক্ষণাবেক্ষণের ওপর জোর দিয়েছে পুরাতত্ত্ব বিভাগ। পর্যটকদের আকর্ষণ করার জন্য লেজার শোয়ের ব্যবস্থাও করা হয়েছে। এসব কারণেই পর্যটকরা বেশি করে কুতুব মিনার দর্শন করছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
অন্যদিকে আগ্রা ফোর্টের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ শিশমহল বন্ধ রয়েছে। ক্যাফে, গিফট শপ নেই। ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় না। এসবের কারণেই পর্যটকদের আগমন কমেছে। আবার বিদেশি পর্যটকদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে রাজস্থানের আভানেরি গ্রামের চাঁদ বাওরি নামের পুরাতাত্ত্বিক নিদর্শন। জনপ্রিয়তার নিরিখে এই প্রাচীন কুয়ো আর সিঁড়ি হারিয়ে দিয়েছে লালকেল্লা আর ফতেপুর সিক্রিকে।
আরও পড়ুন
৭০০ বছরের পুরনো অসমের মৈদামকে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা