ইন্দো-চিন সীমান্তের উঁচু পর্বতাঞ্চল — বিশেষ করে নাথুলা পাস, কাপুপ ও চাঙ্গু (ছাঙ্গু) লেক — শুক্রবার সকালে ঘন তুষারপাতে ঢেকে গেল। মৌসুমের প্রথম বড় তুষারপাতের জেরে সিকিমে পারদ নেমে গেছে হিমাঙ্কের নিচে, বিপর্যস্ত হয়ে পড়েছে পাহাড়ি পথের যোগাযোগ ব্যবস্থা।
ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, শুক্রবার সকাল থেকে অত্যন্ত ভারী তুষারপাত হচ্ছে সিকিমের পূর্ব ও উত্তরাঞ্চলে। আবহাওয়া দফতর ‘লাল সতর্কতা’ জারি করে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা সিকিমে প্রবল শৈত্যপ্রবাহ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকবে।
পর্যটক ও পরিবহণ পরিষেবার সঙ্গে যুক্তদের উচ্চ পার্বত্য এলাকায় যাত্রা না করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ রাস্তা জুড়ে বরফ জমে গেছে এবং চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে। সীমান্ত অঞ্চলের যোগাযোগ স্বাভাবিক রাখতে বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)-এর দল লাগাতার তুষার পরিষ্কার করার কাজ চালাচ্ছে।
রাজ্য প্রশাসন জানিয়েছে, দুর্যোগ মোকাবিলা বাহিনীকে (SDRF) স্ট্যান্ডবাই রাখা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। আবহাওয়াবিদদের মতে, নাথুলা অঞ্চলে শুক্রবার রাতের মধ্যে তাপমাত্রা আরও নিচে নামতে পারে, যা এই মৌসুমের অন্যতম প্রারম্ভিক এবং প্রবল তুষারপাত হিসেবে ধরা হচ্ছে।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us