Homeভ্রমণভ্রমণের খবরপূজো আর শীতে পশ্চিমে নয়, ভ্রমণের গন্তব্য হোক পূর্বের দেশগুলি! নিরাপত্তার খাতিরে...

পূজো আর শীতে পশ্চিমে নয়, ভ্রমণের গন্তব্য হোক পূর্বের দেশগুলি! নিরাপত্তার খাতিরে পরামর্শ ট্র্যাভেল এজেন্টদের

প্রকাশিত

ভ্রমণ হোক নিরাপদ, আনন্দময়—তাই এবার পুজো ও শীতে পশ্চিম নয়, পূর্বেই মন দিচ্ছেন পর্যটকরা। ট্র্যাভেল এজেন্ট ও ট্যুর অপারেটরদের পরামর্শ, বর্তমান আন্তর্জাতিক উত্তেজনার আবহে ইউরোপ কিংবা আমেরিকার সফর আপাতত এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের দোহা, দুবাই ও আবু ধাবির বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বাতিল হওয়ায় প্রায় ৪৮ থেকে ৭২ ঘণ্টা ধরে শত শত যাত্রী আটকে ছিলেন। ইরান-আমেরিকা সংঘাতের জেরে কাতারে মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় এই সঙ্কট দেখা দেয়। কলকাতা থেকে সরাসরি ইউরোপ বা আমেরিকার ফ্লাইট না থাকায় মধ্যপ্রাচ্যের সংযোগকারী ফ্লাইটগুলিই ছিল সবচেয়ে ভরসাযোগ্য। কিন্তু এবার পরিস্থিতি বদলে গিয়েছে।

ট্র্যাভেল এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার জাতীয় নির্বাহী কমিটির সদস্য অনিল পঞ্জাবি বলেন, “যদি ক্লায়েন্ট বিশেষভাবে অনুরোধ না করেন, তাহলে আমি ইউরোপ বা আমেরিকার পরিবর্তে দক্ষিণ-পূর্ব এশিয়া, জাপান-কোরিয়া কিংবা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ভ্রমণের পরামর্শই দেব। এই অঞ্চলেও দেখার অনেক কিছু রয়েছে। যদিও ফ্লাইট স্বাভাবিক হয়েছে, তবুও ইজরায়েল-ফিলিস্তিন সংঘাত এবং ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েন আমাদের ভাবিয়ে তুলেছে।”

একই কথা জানাচ্ছেন ট্র্যাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সদস্য মানব সোনি। তিনি বলেন, “দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির ভিসা ছাড় এবং তুলনামূলকভাবে কম খরচে ভ্রমণ করা যায়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল—নিরাপত্তা। ব্যবসার কাজে কিংবা আত্মীয়দের সঙ্গে দেখা করতে ঝুঁকি নেওয়া যায়, কিন্তু পরিবার নিয়ে বেড়াতে গিয়ে কেউ অনিশ্চয়তার মুখোমুখি হতে চান না।”

চলতি বছর অক্টোবরে শুরু হওয়া ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ এবং জুনে ইরান ও আমেরিকার সংঘাত বহু পর্যটকের মনে আশঙ্কা তৈরি করেছে। তার উপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও স্থিতাবস্থা ফেরেনি। এমন পরিস্থিতিতে উৎসবের ছুটিতে শান্তিপূর্ণ গন্তব্যকেই বেছে নিচ্ছেন অনেকেই।

পঞ্জাবি আরও জানান, “দক্ষিণ-পূর্ব এশিয়ার যেসব দেশে এখনও ভিসার প্রয়োজন হয়, সেখানেও এখন খুব দ্রুত ভিসা প্রসেস হয়ে যাচ্ছে।”

সাম্প্রতিক ট্রেন্ড অনুযায়ী, ১০ জন পর্যটকের মধ্যে ৭ জনই এবার পশ্চিমে নয়, পূর্বেই যেতে আগ্রহী। নিরাপদ, সাশ্রয়ী ও ভিসা-বান্ধব এই গন্তব্যগুলিই হয়ে উঠছে নতুন পছন্দ।

ভ্রমণ সংক্রান্ত প্রতিবেদন, গাইড, ঘোরাঘুরি নিয়ে লেখা পড়ুন ভ্রমণ অনলাইনে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআই-এ ভর করে চাকরির খোঁজ! পড়ুয়াদের জন্য চমক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

পড়ুয়াদের চাকরি খোঁজার সুবিধায় এআই বেসড জব সার্চিং টুল চালু করল মেদিনীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। জায়ান্ট স্ক্রিনে মিলবে দেশ-বিদেশের চাকরির বিজ্ঞপ্তি ও সরাসরি আবেদনের সুযোগ।

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন

১৮২ বছরের ঐতিহ্যবাহী দার্জিলিংয়ের সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সংস্কার সম্পন্ন, ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা

দার্জিলিংয়ের ১৮২ বছরের ঐতিহ্যবাহী সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সংস্কার কাজ সম্পন্ন হল। প্রায় ১.৫৫ কোটি টাকা ব্যয়ে সংস্কার হওয়া এই চার্চের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিদেশি পর্যটকদের আকর্ষণে দেশে দ্বিতীয় স্থানে বাংলা, মুখ্যমন্ত্রীর প্রশংসা—এই খবর আগেই করেছিল খবর অনলাইন

বিদেশি পর্যটকদের আকর্ষণে দেশে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। India Tourism Data Compendium 2025–এ বাংলার সাফল্য, পর্যটন উন্নয়নে মুখ্যমন্ত্রীর বার্তা।

সুন্দরবনে ২৩ জানুয়ারি থেকে শুরু পাখি উৎসব, চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত; আবেদন প্রক্রিয়া শুরু করলো এসটিআর

২০২৬ সালের ২৩–২৭ জানুয়ারি সুন্দরবনে অনুষ্ঠিত হবে পাখি উৎসব। ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে সুন্দরবন টাইগার রিজার্ভ। ১৪৫ প্রজাতির পাখি ও ৫ হাজারের বেশি দর্শনের রেকর্ডের পর এবার আরও বেশি সাড়া আশা করছে বনদফতর। আবেদন করা যাবে ২১ ডিসেম্বর পর্যন্ত।