Homeবিনোদনকীভাবে শিখলেন বাংলা ভাষা এই টলি সুপারস্টার?

কীভাবে শিখলেন বাংলা ভাষা এই টলি সুপারস্টার?

প্রকাশিত

কে বলবে তিনি অবাঙালি। সেই ছাপ যেন তাঁর মধ্যে এতটুকু পাওয়া যায় না। একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন দর্শকদের।

টলিউডের সুপারস্টার জিৎ মাদনানি ‘সাথী’ সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। তবে তাঁর অভিনয় জীবনের শুরুটা অতটাও সহজ ছিল না। অনেক চড়াই উৎরাইয়ের মধ্যে দিয়ে তিনি বর্তমানে এই জায়গায় পৌছেঁছেন।

ঋতুপর্ণ ঘোষের শো ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’-তে জিৎ বলেছিলেন, ‘’যখন ২০০২ সালে নায়ক হিসেবে ‘সাথী’ সিনেমাতে তিনি কাজ শুরু করবেন ছবির নির্মাতারা বলেছিলেন,  জিতের বদলে তাঁরা অন্য কাউকে দিয়ে ছবির ডাবিং করাতে চান। যেহেতু আমার বাংলা উচ্চারণ অতটা স্পষ্ট ছিল না। কিন্তু বাংলা উচ্চারণের বিষয়ে আমি নিজেই জোর দিয়েই শিখতে চেয়েছিলাম। কিছুটা সময়ও চেয়ে নিয়েছিলাম ওদের থেকে। এরপর বাংলা বলা, উচ্চারণের উপর কাজ করি। বাংলা শেখার এবং উচ্চারণ আরও স্পষ্ট করার জন্য একাধিক বাংলা গল্পের বই পড়তাম। শুধু তাই নয়, জোরে জোরে বাংলা বই পড়তাম। খবর পড়তাম যাতে উচ্চারণ ঠিক হয়। এরপরে একদিন আমার জেঠু আমাকে প্রশ্ন করেন, বাংলা খবর কে পড়ছে? সেই সময় আমি বুঝি যে আমি সফল হচ্ছি।”

কথাতেই আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। তাঁর এই অদম্য জেদ, শেখার ও জানার আগ্রহ তাঁর কেরিয়ারে সফলতা এনে দিয়েছে। একধারে যেমন ছবির নায়ক সেইসঙ্গে  তিনি এখন টলিউডের একজন বড় মাপের ফিল্ম প্রোডিউসার। এছাড়াও নিজেকে সঞ্চালনার ভূমিকাতে নিজেকে দক্ষ করে তুলেছেন।

ছবি সৌজন্যে- ইন্সটাগ্রাম।

বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মহালয়ায় দ্বিগুণ মেট্রো পরিষেবা, সকালেই ট্রেন নামাচ্ছে কর্তৃপক্ষ

২১ সেপ্টেম্বর মহালয়ার দিন বাড়তি মেট্রো পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো। ব্লু লাইনে চলবে ১৮২ ট্রেন, সকাল ৬.৫০ থেকে শুরু হবে যাত্রা।

রাজ্যে বেড়ে গেল জমি-বাড়ির সার্কল রেট, রেজিস্ট্রেশনের খরচ বাড়বে ১২ থেকে ৫০ শতাংশ

২০১৯ সালের পর ফের বাড়ল জমি-বাড়ির সার্কল রেট। এবার ১২ থেকে ৫০ শতাংশ হারে রেজিস্ট্রেশনের খরচ বাড়বে। শহর ও শহরতলিতে বৃদ্ধির হার সর্বাধিক।

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।