Homeখবরদেশবেকারত্ব ১৬ মাসের সর্বোচ্চ, নতুন বছরের প্রথম দিনেই উদ্বেগজনক রিপোর্ট

বেকারত্ব ১৬ মাসের সর্বোচ্চ, নতুন বছরের প্রথম দিনেই উদ্বেগজনক রিপোর্ট

প্রকাশিত

নয়াদিল্লি: ডিসেম্বরে দেশে বেকারত্ব (unemployment) বেড়ে ৮.৩০ শতাংশ। যা গত ১৬ মাসের সর্বোচ্চ। রবিবার প্রকাশিত একটি রিপোর্টে এমনটাই দাবি করেছে সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকনমি (CMIE)।

সিএমআইই-র দাবি

প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ভারতের বেকারত্বের হার গত নভেম্বরে ছিল ৮.০০ শতাংশ। সেটাই সদ্য শেষ হওয়া ডিসেম্বরে আরও কিছুটা বৃদ্ধি পেয়েছে। উল্লেখযোগ্য ভাবে, শহরাঞ্চলে বেকারত্বের হার আগের মাসের ৮.৯৬ শতাংশ থেকে ডিসেম্বরে বেড়ে ১০.০৯ শতাংশে দাঁড়িয়েছে, যেখানে গ্রামীণ এলাকায় এই হার ৭.৫৫ শতাংশ থেকে কমে ৭.৪৪ শতাংশে দাঁড়িয়েছে।

সিএমআইই-এর ম্যানেজিং ডিরেক্টর মহেশ ব্যাসের মতে, বেকারত্বের এই হার বৃদ্ধি যতটা উদ্বেগজনক মনে হতে পারে। তবে ডিসেম্বরে আরও বেশি শ্রমিক কারখানার কাজে অংশগ্রহণ করেছেন। শ্রমিকদের অংশগ্রহণের হার ৪০.৪৮ শতাংশ। যা ২০২২ সালের জানুয়ারি মাসের পর সর্বোচ্চ।

- বিজ্ঞাপন -

সংবাদ সংস্থা রয়টার্সের কাছে ব্যাস জানান, “সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, ডিসেম্বরে কর্মসংস্থানের হার বেড়েছে ৩৭.১০ শতাংশ। যা আবার গত বছরের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ। যদিও এই বিষয়টি কিছুটা আশাব্যঞ্জক হলেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং আরও বেশি সংখ্যক তরুণ-তরুণীর কর্মসংস্থানের বন্দোবস্ত করাই এখন মূল চ্যালেঞ্জ”।

সরকারি দাবি

সরকারি পরিসংখ্যানের সঙ্গে সিএমআইই-র রিপোর্টে সামান্য হলেও ব্যবধান থাকছে। গত নভেম্বরে জাতীয় পরিসংখ্যান কার্যালয় (NSO)-এর প্রকাশিত পৃথক একটি প্রতিবেদনে জানানো হয়েছিল, জুলাই-নভেম্বর ত্রৈমাসিকে বেকারত্বের হার ছিল ৭.২ শতাংশ। যা আগের ত্রৈমাসিকে ছিল ৭.৬ শতাংশ। অর্থাৎ, এনএসও-র শেষ রিপোর্টে বেকারত্ব হ্রাসের দাবি করা হয়েছিল।

সিএমআইই-র তথ্য অনুযায়ী, উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানায় বেকারত্বের হার ডিসেম্বরে ৩৭.৪ শতাংশ বেড়েছে, যেখানে রাজস্থান এবং দিল্লিতে এই হার যথাক্রমে ২৮.৫ শতাংশ এবং ২০.৮ শতাংশ।

আরও পড়ুন: কৃষি কাজে ড্রোনের ব্যবহার, পরীক্ষামূলক প্রয়োগ হয়ে গেল নিমপীঠে

সাম্প্রতিকতম

অধীরের ‘বিজেপিকে ভোট দেওয়া ভালো’ ভিডিয়োর নেপথ্যে কোন রহস্য? কী বলছে রাজ্য পুলিশ

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। আট সেকেন্ডের সেই ভিডিয়োয় প্রদেশ কংগ্রেস সভাপতি...

আইপিএল ২০২৩-২৪: বেঙ্কটেশের ব্যাটিং আর স্টার্কের বোলিংয়ের সুবাদে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ১৬৯ (বেঙ্কটেশ আইয়ার ৭০, মনীশ পাণ্ডে ৪২, জসপ্রীত বুমরাহ ৩-১৮,...

আইএসএল ফাইনাল: মোহনবাগানের কোচ চান ‘বৃত্ত সম্পূর্ণ’ করতে, মুম্বইয়ের কোচ চান যুবভারতীকে নিস্তব্ধ করতে    

খবর অনলাইন প্রতিনিধি: আজ শনিবার দেশীয় ফুটবলে মহারণ। আইএসএল ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার...

সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীর উপস্থিতিতে বেঙ্গল প্রো টি২০ লিগের চ্যাম্পিয়ন্স ট্রফি উন্মোচন

খবর অনলাইন প্রতিনিধি: বেঙ্গল প্রো টি২০ লিগের চ্যাম্পিয়ন্স ট্রফি উন্মোচিত হল। দেশের দুই প্রাক্তন...

আরও পড়ুন

কেন আমেঠীর বদলে রায়বরেলিতে রাহুলকে প্রার্থী করছে কংগ্রেস?

আগামী ২০ মে আমেঠী এবং রায়বরেলিতে নির্বাচন। অমেঠী থেকে বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি। ইতিমধ্যেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। রায়বরেলীতে গেরুয়া শিবিরের প্রার্থী উত্তরপ্রদেশের মন্ত্রী দিনেশ প্রতাপ সিং।

ভারতের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রথম মুখোমুখি হতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নয়াদিল্লি: জুলাইয়ের প্রথম দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন বলে আশা করা...

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...