একের পর এক ভিন্ন গল্পের ছবি। বাংলায় তিনি একজন সফল পরিচালক। তাঁর মস্তিষ্কে যেন বিভিন্ন ধরনের গল্পের ঘুরপাক খায়।
টলিউড খ্যাত পরিচালক অঞ্জন দত্ত এর নতুন ছবি ‘রিভেলভার রহস্য’-এর ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল। ড্যানি ডিটেকটিভের-এর গল্প নিয়েই এই ছবি বানানো হয়েছে।
ছবির গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন সুপ্রভাত দাস, তনুশ্রী চক্রবর্তী। এছাড়াও রয়েছেন সুদীপা বসু, তানিকা বসু, চন্দন সেন, ও ছন্দক চৌধুরী। অন্যান্য শিল্পীরা হলেন সুজয় নীল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, রানা গুহ।
এছাড়া ছবির সুরের দায়িত্বে রয়েছেন নীল দত্ত, চিত্রনাট্য ও ছবি পরিচালনায় অঞ্জন দত্ত।
সুপ্রভাত দাস জানান, ‘’যে কোনও অভিনেতারই স্বপ্ন থাকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার। স্যার (অঞ্জন দত্ত) হঠাৎ একদিন এসে আমাকে বললেন, সুপ্রভাত তৈরি হও। আমার গল্পে কেন্দ্রীয় চরিত্র তুমি। ওইদিন স্যারের কাছ থেকে এইরকম একটা উপহার পেয়ে যেমন একটা উত্তেজনা অনুভব করেছিলাম, ভালোও লেগেছিল।‘’
এর আগে বহু জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন অঞ্জন দত্ত। ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘আমি আসব ফিরে’, ‘সাহেব বিবি গোলাম’ থেকে আরও অনেক ছবি রয়েছে তাঁর ঝুলিতে। দেখা যাক, তাঁর নতুন ছবি ‘রিভেলভার রহস্য’-এ নতুন কোন রহস্যের উদঘাটন হয়।
ভিডিও সৌজন্যে- ইউটিউব।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

