Homeখবরদেশযোগীর মুখে উঠে এল রাম মন্দিরের কথা, একহাত নিলেন বাম-কংগ্রেসকে

যোগীর মুখে উঠে এল রাম মন্দিরের কথা, একহাত নিলেন বাম-কংগ্রেসকে

প্রকাশিত

ত্রিপুরা : বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম ত্রিপুরার রাজনৈতিক মহল। আজ, মঙ্গলবার বিজেপির হয়ে প্রচার সারলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন তাঁর কন্ঠে শোনা গেল রাম মন্দিরের কথা। তিনি বলেন, ‘একটা সময় যখন অযোধ্যায় রাম মন্দির গড়ার দাবীতে সরব হয়েছিলেন সকলেই তখন বিরোধিতা করেছিল কংগ্রেস। বর্তমানে সেই কাজ শেষের মুখে। কংগ্রেস সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করে’। দুর্নীতির প্রসঙ্গ তুলে কংগ্রেসকে এক হাত নিয়ে তিনি বলেন,’কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে কমনওয়েলথ গেমস ক্যাম্প। সবেতেই যুক্ত ছিলেন কংগ্রেসের নেতা মন্ত্রীরা’।

নরেন্দ্র মোদির নেতৃত্বে কিভাবে ডবল ইঞ্জিন সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সে কথা শোনা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন,’কাজ পাচ্ছেন বেকার যুবক-যুবতীরা। কিষান নিধি সম্মান স্কিমের সুবিধা পাচ্ছেন কৃষকেরা’। ডবল ইঞ্জিন সরকারকে সমর্থন করার আবেদন তিনি জানান ত্রিপুরাবাসীর কাছে

বিজেপি সরকারের ভুয়সী প্রশংসা করে তিনি বলেন,’বিগত পাঁচ বছরে ত্রিপুরায় একটা নতুন পরিচিতি এসেছে। প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে উন্নয়নের হাওয়া। মোদির সবকা বিকাশ সবকা সাথ মন্ত্রের প্রকাশ দেখা যাচ্ছে ত্রিপুরায়’।

বাম-কংগ্রেস জোটকে এক হাত নিয়ে তিনি বলেন, বাম আর কংগ্রেস হাত ধরাধরি করে ভোটে লড়ছে। তার মানে ত্রিপুরায় আরও বেশি করে নৈরাজ্য ছড়াতে চাইছে তারা। সাধারণ মানুষ সরকারের দিক থেকে যা যা সুবিধা পাচ্ছে সে সমস্ত সুবিধা কেড়ে নেবে বাম কংগ্রেস। সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে তাদের সাথে বঞ্চনা করা হবে’।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।