Homeখবরদেশযোগীর মুখে উঠে এল রাম মন্দিরের কথা, একহাত নিলেন বাম-কংগ্রেসকে

যোগীর মুখে উঠে এল রাম মন্দিরের কথা, একহাত নিলেন বাম-কংগ্রেসকে

প্রকাশিত

ত্রিপুরা : বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম ত্রিপুরার রাজনৈতিক মহল। আজ, মঙ্গলবার বিজেপির হয়ে প্রচার সারলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন তাঁর কন্ঠে শোনা গেল রাম মন্দিরের কথা। তিনি বলেন, ‘একটা সময় যখন অযোধ্যায় রাম মন্দির গড়ার দাবীতে সরব হয়েছিলেন সকলেই তখন বিরোধিতা করেছিল কংগ্রেস। বর্তমানে সেই কাজ শেষের মুখে। কংগ্রেস সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করে’। দুর্নীতির প্রসঙ্গ তুলে কংগ্রেসকে এক হাত নিয়ে তিনি বলেন,’কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে কমনওয়েলথ গেমস ক্যাম্প। সবেতেই যুক্ত ছিলেন কংগ্রেসের নেতা মন্ত্রীরা’।

নরেন্দ্র মোদির নেতৃত্বে কিভাবে ডবল ইঞ্জিন সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সে কথা শোনা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন,’কাজ পাচ্ছেন বেকার যুবক-যুবতীরা। কিষান নিধি সম্মান স্কিমের সুবিধা পাচ্ছেন কৃষকেরা’। ডবল ইঞ্জিন সরকারকে সমর্থন করার আবেদন তিনি জানান ত্রিপুরাবাসীর কাছে

বিজেপি সরকারের ভুয়সী প্রশংসা করে তিনি বলেন,’বিগত পাঁচ বছরে ত্রিপুরায় একটা নতুন পরিচিতি এসেছে। প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে উন্নয়নের হাওয়া। মোদির সবকা বিকাশ সবকা সাথ মন্ত্রের প্রকাশ দেখা যাচ্ছে ত্রিপুরায়’।

বাম-কংগ্রেস জোটকে এক হাত নিয়ে তিনি বলেন, বাম আর কংগ্রেস হাত ধরাধরি করে ভোটে লড়ছে। তার মানে ত্রিপুরায় আরও বেশি করে নৈরাজ্য ছড়াতে চাইছে তারা। সাধারণ মানুষ সরকারের দিক থেকে যা যা সুবিধা পাচ্ছে সে সমস্ত সুবিধা কেড়ে নেবে বাম কংগ্রেস। সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে তাদের সাথে বঞ্চনা করা হবে’।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।