Homeখবরকলকাতাগ্রেফতার কৌস্তভ বাগচী, প্রতিবাদে পথে নামছে কংগ্রেস

গ্রেফতার কৌস্তভ বাগচী, প্রতিবাদে পথে নামছে কংগ্রেস

প্রকাশিত

ব্যারাকপুর : মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করার জের। টানা জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালানোর পর কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। যদিও এই গ্রেফতারি প্রসঙ্গে জানাতে গিয়ে আইনজীবী বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাকে ভয় পেয়েছে সে কারণেই এহেন সিদ্ধান্ত নিয়েছেন। এটা আমার নৈতিক জয়’।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদে নামবে যুব কংগ্রেস। এদিন সকালেই আইনজীবীর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন যুব কংগ্রেসের কর্মীরা। যদিও আইনের পথে হেটে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে লড়াই করবেন আইনজীবী, এমনটাই জানিয়েছেন তিনি।

শনিবার ভোররাতেই আইনজীবীর বাড়ি পৌঁছে গিয়েছিল বটতলা থানার পুলিশের একটি দল। প্রায় ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় আইনজীবীকে। এরপর তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় বটতলা থানায়। পুলিশের বিরুদ্ধে স্লোগান তোলেন কংগ্রেস কর্মীরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচী। তিনি বলেন, ‘রাত তিনটে নাগাদ আমার বাড়ির কলিং বেল বেজে ওঠে। এমন ভাবে পুলিশ আমার বাড়িতে উপস্থিত হয় যেন আমি কোন বিস্ফোরণ ঘটিয়েছি। অথবা সন্ত্রাসবাদী কাণ্ডের সঙ্গে যুক্ত’।

মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের লড়াই নতুন করে শুরু হল বলেও জানিয়ে দিয়েছেন আইনজীবী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমার নাম কৌস্তভ বাগচী। আমি কাউকে ছেড়ে দেওয়ার মতন পাত্র নই। মুখ্যমন্ত্রীর রাতের ঘুম আমি উড়িয়ে দেব’।

কৌস্তভের গ্রেফতারি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান, “মুখ্যমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না। কৌস্তভের পাশে আছি। পথে নেমে প্রতিবাদ করবে কংগ্রেস”।

পুলিশ সূত্রে খবর, কৌস্তভের মন্তব্যের ভিত্তিতে বড়তলা থানায় লিখিত অভিযোগের কারণেই এই গ্রেফতার। ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ৫০৪, ৫০৫, ৫০৬, ৫০৯, ৩৫৪এ এবং ১২০বি ধারায় কৌস্তভকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : কালো টাকা সাদা করার চেষ্টা! নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃতীয় নারীর হদিশ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা...

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

রবিবার শাহরুখ খানের ৬০, বলিউড বাদশার প্রশংশায় পঞ্চমুখ হলিউডের কোন সুপারস্টার?

খবর অনলাইন ডেস্ক: ৬০ বছর পূর্ণ হল বলিউডের কিং খানের। রবিবার ২ নভেম্বর শাহরুখ...

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

আরও পড়ুন

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।