প্রকাশ্যে এল প্রভাসের সিনেমার নতুন পোস্টার। ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমার নতুন পোস্টারে প্রভাস, কৃতী শ্যানন ও রাম নবমীকে দেখা গেছে। প্রভাস নিজেকে ‘রাম’, কৃতী শ্যাননকে ‘সীতা’ এবং সানি সিংকে ‘লক্ষণ’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। পোস্টারে তিনজন পাশাপাশি দাঁড়িয়ে আছেন। তাদের সামনে হাঁটু গেঁড়ে বসে আছে হনুমান।
ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’র আঁধারে তৈরি করা হয়েছে ‘আদিপুরুষ’। যা একটি বহুভাষিক সিনেমা। ছবিতে রাবণের ভূমিকায় আছেন সাইফ আলি খান।
হনুমান জয়ন্তির মহোৎসবের দিনকেই পোস্টার উন্মোচনের দিন হিসেবে বেছে নেওয়া হয়েছিল। প্রভু শ্রী রামের একজন সহচর, অভিভাবক এবং ভক্তের প্রতি শ্রদ্ধা, দলটি এই পবিত্র প্রবর্তনের মাধ্যমে হনুমান জন্মোৎসবের উত্সাহকে আরও উচ্চতর করে।
তবে পোস্টারের পাশাপাশি একটি গানও রিলিজ হয়েছে এই ছবির। ‘হনুমান চালিসা’ থেকে বিখ্যাত ভক্তিমূলক লাইনগুলির একটি উপযুক্ত স্মৃতিচারণ “বিদ্যাওয়ান গুণী অতি চাতুর। ঐশ্বরিক মূর্তিটি প্রভাস দ্বারা চিত্রিত রাঘবের গুণাবলীর প্রতি শ্রী বজরং বালীর নিছক উৎসর্গের একটি অনুস্মারক।
প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১৬ জুন।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

