Homeখেলাধুলোআইপিএলপঞ্জাবকে ৮ উইকেটে হারিয়ে এ বারের আইপিএলে প্রথম জয় হায়দরাবাদের

পঞ্জাবকে ৮ উইকেটে হারিয়ে এ বারের আইপিএলে প্রথম জয় হায়দরাবাদের

প্রকাশিত

পঞ্জাব কিংস: ১৪৩/৯ (ধাওয়ান ৯৯*, সাম ২২, মারকান্ডে ৪/১৫, মার্কো ২/১৬)

সানরাইজার্স হায়দরাবাদ: ১৪৫/ ২ রাহুল ৭৪, মার্করাম ৩৭, আর্শদীপ ১/২০

২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান করেছিল পঞ্জাব কিংস। ১৭ বল বাকি থাকতে অনায়াসেই লক্ষ্যে পৌঁছল হায়দরাবাদ (১৪৫-২)। এ বারের আইপিএল আসরে কমলা জার্সিধারীদের প্রথম জয় এল ৮ উইকেটে।

টস জিতে রবিবার পঞ্জাব কিংসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক এইডেন মার্করাম। শুরু থেকে কিন্তু ম্যাচে রাশ ছিল হায়দরাবাদের হাতেই। ৮৮ রানেই ৯ উইকেট পড়ে যায় পঞ্জাবের। একশোর গণ্ডি পার হবে কি না, তা নিয়েই দেখা যায় সংশয়। কিন্তু বাদ সাধলেন শিখর ধাওয়ান। তবে শেষরক্ষা অবশ্য তাতে হল না।

কিন্তু সেখান থেকে শিখর ধাওয়ানের অধিনায়কোচিত ইনিংস স্বস্তি এনেছিল শিবিরে। ‘গব্বর’ নিজে অপরাজিত থাকেন ৯৯ রানে। যদিও তাঁর লড়াকু ইনিংস কাজে এল না। ৬৬ বলের ইনিংসে এক ডজন বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি। দলের ৬৯.২ শতাংশ রানই করেন ধাওয়ান। আইপিএলে এর চেয়ে বেশি অবদানের উদাহরণ রয়েছে ২০০৮ সালের উদ্বোধনী ম্যাচে। কেকেআরের ২২২ রানের মধ্যে ব্রেন্ডন ম্যাকালাম করেছিলেন ১৫৮, যা দলের মোট রানের ৭১.২ শতাংশ।

দুরন্ত বোলিং করে মহেশ মারকান্ডে ১৫ রানে তুলে নেন ৪ উইকেট। মার্কো জানসেন ও উমরান মালিক নেন ২টি করে উইকেট।

জয়ের জন্য ১৪৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে রাহুল ত্রিপাঠীই (৪৮ বলে অপরাজিত ৭৪) তফাত গড়ে দিলেন। সঙ্গতে থাকলেন ক্যাপ্টেন আইডেন মার্করাম (অপরাজিত ৩৭)। দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে তাঁরা দু’জনেই। ২০ বলে ২১ রান করেন মায়াঙ্ক আগরওয়াল। পঞ্জাবের হয়ে ২টি উইকেট নেন আর্শদীপ সিং এবং রাহুল চাহার। ১৭.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...