Homeখেলাধুলোআইপিএলরয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ১৮ রানে হার লখনউ সুপার জায়ান্টসের

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ১৮ রানে হার লখনউ সুপার জায়ান্টসের

প্রকাশিত

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১২৬/৯ (ডু’প্লেসি ৪৪, কোহলি ৩১, নবীন ৩০/৩, অমিত ২১/২, রবি ২১/২)

লখনউ সুপার জায়ান্টস: ১০৮ (কৃষ্ণাপ্পা ২৩, অমিত ১৯, হ্যাজলউড ১৫/২, কর্ণ ২০/২)

ঘরের মাঠে নিতান্ত ছোটখাটো টার্গেট তাড়া করতে নেমে ম্যাচ হারল লখনউ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ১৮ রানে হারল লখনউ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করে ব্যাঙ্গালোর তুলেছিল ৯ উইকেটে ১২৬ রান। জবাবে লখনউয়ের ইনিংস শেষ হয় ১০৮ রানে (১৯.৫ ওভারে)।

ওপেন করতে নেমে ৩০ বলে ৩১ রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় বিরাটকে কোহলিকে। ১১ বলে ৯ রান করেন অনুজ রাওয়াত। গ্লেন ম্যাক্সওয়েল ৪, সুয়াশ প্রভুদেশই ৬। আরসিবির হয়ে সব থেকে বেশি ৪৪ রান করেন ক্যাপ্টেন ফ্যাফ ডু’প্লেসি। ৪০ বলের ইনিংসে তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। দীনেশ কার্তিক ১৬ রান করে আউট হন। মহীপাল লোমরোর ৩, ওয়ানিন্দু হাসারাঙ্গা ৮, করণ শর্মা ২ ও জোশ হ্যাজেলউড ১ রান করেন। খাতা খুলতে পারেননি মহম্মদ সিরাজ।

১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে প্রথম থেকেই উইকেট হারাতে শুরু করেন লখনউ। ব্যর্থ দুই ওপেনার কাইল মেয়ার্স (০) এবং আযুষ বাদোনি (৪)। প্রথম ছয় ব্যাটারের কেউই বলার মতো রান পেলেন না। ক্রুণাল (১৪), দীপক হুডা (১), মার্কাস স্টোইনিস (১৩), নিকোলাস পুরানরা (৯)। কৃষ্ণাপ্পা গৌতম লখনউ সমর্থকদের মনে আশা জাগিয়েছিলেন। তবে তিনি ২৩ রান করে রান আউট হয়ে বসেন। ৫ রান করে রান-আউট হন রবি বিষ্ণোই। শেষ বেলায় লখনউয়ের হারের ব্যবধান কিছুটা কমিয়েছে অমিত (১৯) এবং নবীনের (১৩) লড়াই।

চোটের জন্য ওপেন করতে পারেননি লোকেশ রাহুল। একেবারে শেষে ১১ নম্বরে ব্যাট করতে নামেন। লখনউ দলনায়ক যখন মাঠে নামেন, দলের তখন জিততে ৮ বলে ২৪ রান দরকার ছিল। যদিও চোট নিয়ে লোকেশের মাঠে নামাও ভাগ্য বদলাতে পারেনি লখনউয়ের। তিন ৩ বল খেলে শূন্য রানে অপরাজিত থেকে যান।

লখনউয়ের হয়ে ৩০ রানে ৩ উইকেট নেন নবীন উল হক। বিষ্ণোই ২১ রান দিয়ে ২ উইকেট নেন। ২১ রানে ২ উইকেট অমিতেরও। আরসিবির সফলতম বোলার হ্যাজলউড তুলে নেন ১৫ রানে ২ উইকেট। কর্ণ শর্মার ২০ রানে ২ উইকেট। ম্যাক্সওয়েল ছাড়াও ১টি করে উইকেট পেয়েছেন ওয়ানিন্দু হাসরঙ্গ, হর্ষল পটেল।

সাম্প্রতিকতম

মোটামুটি শান্তিতে কাটল তৃতীয় দফা, ভোটের হার ৬২.৮৭%  

এ দিন সবচেয়ে বেশি ভোট পড়েছে অসমে। সে রাজ্যে ভোটের হার ৭৫.৫৩ শতাংশ। তার পরেই রয়েছে গোয়া, ৭৪.৪৭ শতাংশ। তার পরেই রয়েছে পশ্চিমবঙ্গ।

‘জিতেগা দিল্লি, জিতেগা কেজরিওয়াল’, দিল্লিতে আইপিএলের ম্যাচে উঠল স্লোগান

এই ঘটনায় স্টেডিয়ামের মধ্যে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে বেশ কয়েকজন আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

উড়ান পাঠিয়ে দেওয়া হল বারাণসী, কেকেআর ক্রিকেটারদের কপালে কী জুটল

খবর অনলাইন ডেস্ক: একেই কি বলে ‘কপালের নাম গোপাল’? সন্ধে পৌনে ৬টার উড়ান ধরার...

চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ, বেতন ফেরত নিয়েও বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা...

আরও পড়ুন

‘জিতেগা দিল্লি, জিতেগা কেজরিওয়াল’, দিল্লিতে আইপিএলের ম্যাচে উঠল স্লোগান

এই ঘটনায় স্টেডিয়ামের মধ্যে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে বেশ কয়েকজন আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

আইপিএল ২০২৩-২৪: নারিনের ব্যাটিং এবং হরষিত ও বরুণের বোলিংয়ের দৌলতে লখনউকে গুঁড়িয়ে দিল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৩৫-৬ (সুনীল নারিন ৮১, ফিল সল্ট ৩২, ...

আইপিএল ২০২৩-২৪: বেঙ্কটেশের ব্যাটিং আর স্টার্কের বোলিংয়ের সুবাদে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ১৬৯ (বেঙ্কটেশ আইয়ার ৭০, মনীশ পাণ্ডে ৪২, জসপ্রীত বুমরাহ ৩-১৮,...