Homeখেলাধুলোআইপিএলশেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা, দিল্লি ক্যাপিটালসের কাছে ৫ রানে হার গুজরাত...

শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা, দিল্লি ক্যাপিটালসের কাছে ৫ রানে হার গুজরাত টাইটান্সের

প্রকাশিত

দিল্লি ক্যাপিটালস: ১৩০/৮ (আমন ৫১, অক্ষর ২৭, রিপল ২৩, শামি ১১/৪, মোহিত ৩৩/২)

গুজরাত টাইটান্স: ১২৫/৬ (হার্দিক ৫৯*, অভিনব ২৬, রাহুল ২০, ইশান্ত ২৩/২, খলিল ২৪/২)

আইপিএল ২০২৩-এর ৪৪তম ম্যাচে ১৩০ রান তাড়া করতে নেমে ব্যর্থ গুজরাত টাইটান্স। মঙ্গলবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৫ রানে ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস। হার্দিক পাণ্ড্যদের হারিয়ে পয়েন্ট তালিকায় কলকাতা নাইট রাইডার্সকে ছুঁয়ে ফেলল দিল্লি। দু’দলেরই পয়েন্ট ৬।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস। শুরু থেকেই একের পর এক উইকেট পতন। ইনিংসের প্রথম বলেই ফিরে যান ফিল সল্ট। এরপরের ওভারেই ২ রান করে ফেরেন ওয়ার্নার। এরপর ২.৫ ওভারে সামির বলে ফেরেন রাইলি রুশো (৮)। ৪.১ ওভারে একইভাবে মণীশ পান্ডেকে ফেরান শামি (১)। একই ওভারে ফেরেন প্রিয় গর্গ। পাওয়ার প্লের মধ্যেই পাঁচটা উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দিল্লি।

এর পর অক্ষর প্যাটেল ও আমন হাকিম খান জুটি ২৩ রান থেকে ৭৩ রানে নিয়ে যায়। ১৩.৬ ওভারে ফেরেন অক্ষর পটেল (২৭)। ৪৪ বলে ৫১ রানের ইনিংস খেলে আউট হন আমন খান। রিপল প্যাটেল ১৩ বলে ২৩ রানে আউট হন। সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান তোলে দিল্লি ক্যাপিটালস।

শামি ৪ ওভারে ১১ রান দিয়ে ৪ উইকেট নেন। শামির চারটে উইকেটের মধ্যে তিনটে ক্যাচ ধরেন ঋদ্ধিমান সাহা। গুজরাতের হয়ে ৩৩ রানে ২টি উইকেট নেন মোহিত শর্মা।

এই কম রানের লক্ষ্য রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করেনি গুজরাতও। ঠিক যেন দিল্লির ইনিংসের রিপ্লে। প্রথম ওভারেই খলিল আহমেদের বলে শূন্য রানে আউট হন ঋদ্ধি। ব্যর্থ শুভমন গিলও (৬)। বিজয় শঙ্করকেও ফেরান ইশান্ত শর্মা। পাওয়ার প্লে-র মধ্যে ৩ উইকেট হারায় গুজরাত। পাওয়ার প্লে-র পরে বল করতে এসে প্রথম ওভারে ডেভিড মিলারকে বোল্ড করেন কুলদীপ যাদব।

তিনে নেমে হার্দিক ৫৩ বলে ৫৯ রান করেন। তিনি শেষ পর্যন্ত অপরাজিতও থাকেন। কিন্তু শেষরক্ষা করতে পারেননি। এ ছাড়া অভিনব মনোহর ৩৩ বলে ২৬ রান করেন। রাহুল তেওয়াটিয়া ৭ বলে ঝোড়ো ২০ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছাননি। নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রান করে গুজরাত।

দিল্লির হয়ে ইশান্ত এবং খালিল আহমেদ ২টি করে উইকেট নিয়েছেন। কুলদীপ যাদব এবং এনরিখ নরকিয়া ১টি করে উইকেট নেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...