Homeখবরদেশযন্তর মন্তরে পুলিশ-কুস্তিগির সংঘাত! আসল ঘটনা কী

যন্তর মন্তরে পুলিশ-কুস্তিগির সংঘাত! আসল ঘটনা কী

প্রকাশিত

বুধবার গভীর রাতে যন্তর মন্তরে ধর্নায় বসা কুস্তিগিরদের সঙ্গে সংঘাত দিল্লি পুলিশের কিছু কর্মীর! কুস্তিগিরদের অভিযোগ, দিল্লি পুলিশের কিছু কর্মী মদ্যপ অবস্থায় ধর্নাস্থলে পৌঁছেছিলেন এবং মহিলা কুস্তিগিরদের প্রতি অশালীন মন্তব্য করেছিলেন। যা নিয়ে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। শেষ পর্যন্ত তা হাতাহাতিতে পৌঁছায়।

ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেফতারি চেয়ে দিল্লির যন্তরমন্তরে চলছে কুস্তিগিরদের আন্দোলন। বিক্ষোভকারী কুস্তিগিরদের অভিযোগ, দিল্লি পুলিশের একটি দল মত্ত অবস্থায় বুধবার সন্ধ্যা থেকেই তাঁদের সঙ্গে অভব্য আচরণ করতে শুরু করেন। রাতে তাঁরা আচমকাই এসে মারধর করেন এবং মহিলা কুস্তিগিরদেরও গালিগালাজ করেন। তাঁদের দাবি, এতে দুই আন্দোলনকারী আহত হয়েছেন। এক জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

এক পুলিশকর্মীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। কুস্তিগিরদের অভিযোগ, কিছু দিল্লি পুলিশ কর্মী মদ্যপ অবস্থায় ধর্নাস্থলে পৌঁছে মহিলা কুস্তিগিরদের উদ্দেশে কী ভাবে অশালীন মন্তব্য করেছিলেন, তা ওই ভিডিয়োয় রয়েছে। ৩৫ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে একজন পুলিশকর্মীকে মাটিতে বসে থাকতে দেখা যাচ্ছে। বিনেশ ফোগাটকেও গালিগালাজ করা হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই বিপুল সংখ্যক পুলিশ যন্তর মন্তরে পৌঁছায়, পরে বিষয়টি শান্ত হয়।

সংঘাতের ঘটনার পর মিডিয়ার সামনে মুখ খোলেন কুস্তিগিররা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় চোখে জল ঝরে পড়ে কুস্তিগির বিনেশ ফোগটের। তিনি বলেন, “সারা দিন বৃষ্টি হচ্ছে, আমাদের ঘুমানোর জায়গাও নেই। এরই মধ্যে পুলিশ এসে হামলা চালায়”। তিনি আরও বলেন, “আমরা কোনো দাগি আসামি নই যে পুলিশ আমাদের সঙ্গে এরকম আচরণ করবে। এই দিনটি দেখার জন্যই কি আমরা দেশের হয়ে এত পদক জিতলাম?”

অন্য দিকে, নয়াদিল্লির ডিসিপি প্রণব তায়াল বলেছেন, পুলিশকর্মীরা কোনো কুস্তিগিরকে আক্রমণ করেননি বা কারও সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তাঁর কথায়, “আসলে, সোমনাথ ভারতী (দিল্লির মন্ত্রী) অনুমতি ছাড়াই বিছানা নিয়ে যন্তর মন্তরে এসেছিলেন, তাই পুলিশকর্মীরা তাঁকে বাধা দেন এবং বিছানা পাততে নিষেধ করে। তখন তাঁর সমর্থক এবং কুস্তিগিররা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। কুস্তিগিররা পুলিশকর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনতে শুরু করে”। ডিসিপি আরও জানান, সোমনাথ এবং তাঁর দুই সমর্থককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালকেও।

ঘটনায় প্রকাশ, দিল্লি সরকারের মন্ত্রী সোমনাথ ভারতী বুধবার গভীর রাতে বিনা অনুমতিতে বিছানা নিয়ে যন্তর মন্তরে পৌঁছান। সেগুলি নামানোর সময় পুলিশকর্মীরা বাধা দিতে গেলে কয়েকজন সমর্থক আহত হন। এর পর বাঁধে কুস্তিগির-পুলিশ সংঘর্ষ।

প্রসঙ্গত, ফের ধর্নায় বসেছেন দেশের নামী কুস্তিগিররা। চলতি বছরের শুরুতে ফেডারেশন প্রধান এবং অন্যান্য প্রশিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের প্রতিবাদে ধর্নায় বসেছিলেন তাঁরা। প্রায় মাসতিনেক পর মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতনের অভিযোগ এনে দিল্লির যন্তর মন্তরে ফিরে এসেছেন তাঁরা৷ বিচার না পাওয়া পর্যন্ত তাঁরা এখানেই থাকবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। দেশের শীর্ষ কুস্তিগির বজরং পুনিয়া ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, “ব্রিজভূষণকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।