Homeশিক্ষা ও কেরিয়ারসিবিএসই দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৮৭.৩৩ শতাংশ, ফলাফল কী ভাবে দেখবেন

সিবিএসই দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৮৭.৩৩ শতাংশ, ফলাফল কী ভাবে দেখবেন

প্রকাশিত

সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অব এডুকেশন। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। পরীক্ষার্থীরা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in এবং results.cbse.gov.in-এ নিজেদের রেজাল্ট শীঘ্রই দেখতে পারবেন।

সিবিএসই-র অফিসিয়াল ঘোষণা অনুসারে, দ্বাদশ শ্রেণির ফলাফল আজ, (১২ মে, ২০২৩) ঘোষণা করা হয়েছে। আজ প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থীর ফলাফল ঘোষণা করা হয়েছে।

এ বছরের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়। এ বারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ লক্ষ ৯৬ হাজার ৭৭০। মোট পরীক্ষার্থীর মধ্যে ৮৭.৩৩ শতাংশ পড়ুয়া পরীক্ষায় পাশ করেছেন।

উল্লেখযোগ্য ভাবে, বোর্ডের তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের মধ্য়ে যাতে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি না হয়, তার জন্য এবার মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। শুধুমাত্র যে সমস্ত পড়ুয়ারা কোনো বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছেন, সেই ০.১ শতাংশ পড়ুয়াকে মেরিট সার্টিফিকেট দেওয়া হবে।

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল কী ভাবে দেখবেন-

১. প্রথমে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট results.cbse.nic.in-এ যান

২. এখানে সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল ২০২৩-এর জন্য লিঙ্কে ক্লিক করুন

৩. আপনার বিবরণ লিখুন

৪. আপনার মার্কশিট স্ক্রিনে দেখা যাবে

৫. ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিন।

এ ছাড়াও digilocker.gov.in-এ মার্কশিট দেখা যাবে। এর জন্য সিকিউরিটি পিন এবং পাসকি ইতিমধ্যেই সংশ্লিষ্ট স্কুলে পাঠানো হয়েছে। অফিসিয়াল সাইট এবং ডিজিলকারের পাশাপাশি, রেজাল্ট দেখা যাবে UMANG অ্যাপেও।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলার লোকশিল্প ‘গোমীরা মুখা নাচ’কে পুজো মণ্ডপে তুলে ধরতে প্রস্তুত খিদিরপুর পল্লী শারদীয়া

খিদিরপুর পল্লী শারদীয়া পুজো মণ্ডপে এবার উত্তরবঙ্গের দিনাজপুরের ঐতিহ্যবাহী ‘গমীরা মুখা নাচ’। শিল্পী শঙ্কর পালের সৃজনে ধরা পড়ছে লোকশিল্পের ঐতিহ্য ও দেবীপক্ষের আবাহন।

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

১ অক্টোবর থেকে বদল আসছে অনলাইন টিকিট বুকিং নিয়মে, প্রথম ১৫ মিনিট বরাদ্দ শুধুই আধার-লিঙ্কড ব্যবহারকারীদের জন্য

১ অক্টোবর থেকে আইআরসিটিসি-র নতুন নিয়মে সাধারণ রিজার্ভেশন খোলার পর প্রথম ১৫ মিনিট আধার সংযুক্ত ব্যবহারকারীরাই টিকিট বুক করতে পারবেন। এজেন্টরা প্রথম ১০ মিনিট বুকিং করতে পারবেন না।

আরও পড়ুন

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

নদিয়ায় ৪০ স্নাতকের চাকরি, কমিউনিটি অডিটর নিয়োগে বিজ্ঞপ্তি জারি

নদিয়ায় কমিউনিটি অডিটর পদে ৪০ জন স্নাতক নিয়োগ করবে জেলা প্রশাসন। আবেদন করতে হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে। বিস্তারিত তথ্য মিলবে nadia.gov.in ওয়েবসাইটে।

উচ্চমাধ্যমিকেও স্বচ্ছতার পথে বড় পদক্ষেপ, প্রকাশ হবে পরীক্ষার্থীদের ওএমআর শিট

প্রথম সেমেস্টারের ফল ঘোষণার ৭২ ঘণ্টা পর থেকে দেখা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ওএমআর শিট। সংসদ বলছে, পরীক্ষায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।