Homeশিক্ষা ও কেরিয়ারসিবিএসই দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৮৭.৩৩ শতাংশ, ফলাফল কী ভাবে দেখবেন

সিবিএসই দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৮৭.৩৩ শতাংশ, ফলাফল কী ভাবে দেখবেন

প্রকাশিত

সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অব এডুকেশন। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। পরীক্ষার্থীরা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in এবং results.cbse.gov.in-এ নিজেদের রেজাল্ট শীঘ্রই দেখতে পারবেন।

সিবিএসই-র অফিসিয়াল ঘোষণা অনুসারে, দ্বাদশ শ্রেণির ফলাফল আজ, (১২ মে, ২০২৩) ঘোষণা করা হয়েছে। আজ প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থীর ফলাফল ঘোষণা করা হয়েছে।

এ বছরের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়। এ বারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ লক্ষ ৯৬ হাজার ৭৭০। মোট পরীক্ষার্থীর মধ্যে ৮৭.৩৩ শতাংশ পড়ুয়া পরীক্ষায় পাশ করেছেন।

উল্লেখযোগ্য ভাবে, বোর্ডের তরফে জানানো হয়েছে, পড়ুয়াদের মধ্য়ে যাতে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি না হয়, তার জন্য এবার মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। শুধুমাত্র যে সমস্ত পড়ুয়ারা কোনো বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছেন, সেই ০.১ শতাংশ পড়ুয়াকে মেরিট সার্টিফিকেট দেওয়া হবে।

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল কী ভাবে দেখবেন-

১. প্রথমে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট results.cbse.nic.in-এ যান

২. এখানে সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল ২০২৩-এর জন্য লিঙ্কে ক্লিক করুন

৩. আপনার বিবরণ লিখুন

৪. আপনার মার্কশিট স্ক্রিনে দেখা যাবে

৫. ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিন।

এ ছাড়াও digilocker.gov.in-এ মার্কশিট দেখা যাবে। এর জন্য সিকিউরিটি পিন এবং পাসকি ইতিমধ্যেই সংশ্লিষ্ট স্কুলে পাঠানো হয়েছে। অফিসিয়াল সাইট এবং ডিজিলকারের পাশাপাশি, রেজাল্ট দেখা যাবে UMANG অ্যাপেও।

সাম্প্রতিকতম

মোটামুটি শান্তিতে কাটল তৃতীয় দফা, ভোটের হার ৬২.৮৭%  

এ দিন সবচেয়ে বেশি ভোট পড়েছে অসমে। সে রাজ্যে ভোটের হার ৭৫.৫৩ শতাংশ। তার পরেই রয়েছে গোয়া, ৭৪.৪৭ শতাংশ। তার পরেই রয়েছে পশ্চিমবঙ্গ।

‘জিতেগা দিল্লি, জিতেগা কেজরিওয়াল’, দিল্লিতে আইপিএলের ম্যাচে উঠল স্লোগান

এই ঘটনায় স্টেডিয়ামের মধ্যে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে বেশ কয়েকজন আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

উড়ান পাঠিয়ে দেওয়া হল বারাণসী, কেকেআর ক্রিকেটারদের কপালে কী জুটল

খবর অনলাইন ডেস্ক: একেই কি বলে ‘কপালের নাম গোপাল’? সন্ধে পৌনে ৬টার উড়ান ধরার...

চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ, বেতন ফেরত নিয়েও বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা...

আরও পড়ুন

শেষ করতে হবে সিলেবাস, গরম ও পুজোর ছটিতেও অনলাইন ক্লাস নেওয়া হোক, চাইছে পর্ষদ

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, যেহেতু মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে বিষয় সংখ্যা বেশি। তাই এই সিদ্ধান্ত।

২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু, ২৪-এর ফল প্রকাশ করে জানিয়ে দিল পর্ষদ

এ বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন। পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৬.৩১ শতাংশ।

রাজ্যে ২৫৩ বিএড কলেজের অনুমোদন বাতিল, নেপথ্যে পরিকাঠামোর অভাব না দুর্নীতি?

রাজ্যে মোট বিএড কলেজের ৬০০টি বেসরকারি এবং ২৪টি সরকারি। এর মধ্যে ৩৭১টি কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। বাকি ২৫৩টি কলেজের অনুমোদন মেলেনি।