Homeখবরদেশরাজ্যের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, বাংলায় ফিরছে ‘দ্য কেরালা স্টোরি’

রাজ্যের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, বাংলায় ফিরছে ‘দ্য কেরালা স্টোরি’

প্রকাশিত

নয়াদিল্লি: হিন্দি ছবি ‘দ্য কেরালা স্টোরি’ নিষেধাজ্ঞা মামলায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে। এই মামলায় প্রধান বিচারপতি জানিয়েছেন, “শুধুমাত্র ভাবনার উপর নির্ভর করে মতামত প্রকাশের মৌলিক অধিকার খর্ব করা যায় না”।

অশান্তির আশঙ্কার কথা বলে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করেছিল রাজ্য সরকার। ছবিতে অসত্য দেখানো হয়েছে, তথ্য বিকৃত করে দেখানো হয়েছে বলেও অভিযোগ করে রাজ্য। শুধু তাই নয়, এই ছবিতে অশান্তি বাঁধানোর সবরকম ইন্ধন রয়েছে বলেও যুক্তি দেয় রাজ্য। এই নির্দেশের বিরুদ্ধে আদালতে যান ছবির নির্মাতা।

তবে এ দিন শীর্ষ আদালত জানায়, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারেরই। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “নির্দিষ্ট কোথাও কিছু হলে সেখানে নিষিদ্ধ করা যেতে পারত, গোটা রাজ্যে কেন? পশ্চিমবঙ্গ সরকারের নিষেধাজ্ঞার কোনো যৌক্তিকতা নেই।”

- বিজ্ঞাপন -

প্রধান বিচারপতি আরও জানিয়েছেন, “শুধুমাত্র ভাবনার উপর নির্ভর করে মতামত প্রকাশের মৌলিক অধিকার খারিজ করা যায় না। মানুষের আবেগ নিয়ন্ত্রিত হওয়া দরকার। যদি আপনার পছন্দ না হয়, তা হলে দেখবেন না। বক্স অফিসের উপর ছেড়ে দিন পুরো বিষয়টা”।

আরও পড়ুন: ভালো-মন্দের সিদ্ধান্ত নেবে মানুষ, ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে রাজ্য সরকারকে তিরস্কার সুপ্রিম কোর্টের

এর আগে একটি নোটিশের জবাবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানায়, ছবিটি পক্ষপাতদুষ্ট। ‘বিদ্বেষমূলক’ ও ‘বিকৃত তথ্য’ থাকার কারণেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে ‘দ্য কেরালা স্টোরি’কে নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের সেই নিষেধাজ্ঞা খারিজ করল শীর্ষ আদালত।

এই ছবি নিয়ে বিতর্কের মধ্যেই ৮ মে ‘দ্য কেরালা স্টোরি’র উপর নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটির প্রদর্শন নিষিদ্ধ করার নির্দেশ দেন। এর পর রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান ছবির নির্মাতারা। অবশেষে এল সেই রায়। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে এই ছবি প্রদর্শনের উপর থেকে নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়েছে আদালত। এ বার ফের পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলেও দেখানো যাবে এই ছবি।

বলে রাখা ভালো, সম্প্রতি মুক্তি পেয়েছে সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’। তবে মুক্তির পর থেকেই বেশ কয়েকটি রাজ্যে জোরদার প্রতিবাদের মুখোমুখিও হয় ছবিটি। আবার বেশ কিছু রাজ্য ছবিটিকে করমুক্ত ঘোষণাও করেছে।

আরও পড়ুন: প্রকাশ্যে আসবে ৩২ হাজার মেয়ের উধাও হওয়ার ঘটনা, মুক্তি পেল ‘দ্য কেরালা স্টোরি’ এর ট্রেলার

সাম্প্রতিকতম

‘কুশীলব’ আয়োজিত ‘বর্ষবরণ, ১৪৩১’-এর অনুষ্ঠানে মন কাড়ল শ্রুতিনাটক ‘প্রথম পার্থ’

অজন্তা চৌধুরী বাইরে গ্রীষ্মের তীব্র দহন, আর ভিতরে চলছে ‘বর্ষবরণ, ১৪৩১’। দক্ষিণ কলকাতার বিড়লা অ্যাকাডেমি...

তাপপ্রবাহ শেষ! বৃষ্টির পালা শুরু হতে চলেছে গোটা পশ্চিমবঙ্গে

শ্রয়ণ সেন শুক্রবার পশ্চিমবঙ্গের বেশির ভাগ জেলা থেকে তাপপ্রবাহ বিদায় নিয়েছে। আশা করা যায় যে...

অধীরের ‘বিজেপিকে ভোট দেওয়া ভালো’ ভিডিয়োর নেপথ্যে কোন রহস্য? কী বলছে রাজ্য পুলিশ

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। আট সেকেন্ডের সেই ভিডিয়োয় প্রদেশ কংগ্রেস সভাপতি...

আইপিএল ২০২৩-২৪: বেঙ্কটেশের ব্যাটিং আর স্টার্কের বোলিংয়ের সুবাদে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ১৬৯ (বেঙ্কটেশ আইয়ার ৭০, মনীশ পাণ্ডে ৪২, জসপ্রীত বুমরাহ ৩-১৮,...

আরও পড়ুন

‘সেরা বাবা-মা’ ধর্মেন্দ্র-হেমার বিবাহবার্ষিকীতে মেয়ে এশার শুভেচ্ছা

ধর্মেন্দ্র ও হেমা মালিনীর ৪৪ তম বিবাহবার্ষিকী আজ । বাবা-মাকে শুভেচ্ছা জানিয়ে কয়েকটি ছবি...

কেন আমেঠীর বদলে রায়বরেলিতে রাহুলকে প্রার্থী করছে কংগ্রেস?

আগামী ২০ মে আমেঠী এবং রায়বরেলিতে নির্বাচন। অমেঠী থেকে বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ স্মৃতি ইরানি। ইতিমধ্যেই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। রায়বরেলীতে গেরুয়া শিবিরের প্রার্থী উত্তরপ্রদেশের মন্ত্রী দিনেশ প্রতাপ সিং।

ভারতের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রথম মুখোমুখি হতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নয়াদিল্লি: জুলাইয়ের প্রথম দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন বলে আশা করা...