Homeখেলাধুলোআইপিএলপঞ্জাবকে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল রাজস্থান, স্বপ্নে যবনিকা কলকাতার!

পঞ্জাবকে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল রাজস্থান, স্বপ্নে যবনিকা কলকাতার!

প্রকাশিত

শুক্রবার ধরমশালায় আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৭ তুলেছিল পঞ্জাব সুপার কিংস। জবাবে রাজস্থান রয়্যালস তোলে ১৮৯-৬।

টস জিতে পঞ্জাব কিংসকে প্রথমে ব্যাট করতে পাঠান রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। লক্ষ্য ছিল টার্গেট দেখে জয়ের পাশাপাশি নেট রানরেটও বাড়িয়ে রাখা। আগে ব্যাট করতে নেমে বিপর্যয় হয় পঞ্জাবের। ৫০ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল পঞ্জাব। তবে স্যাম কারেনের অপরাজিত ৪৯ এবং জিতেশের ৪৪ রানের জেরে রাজস্থানের বিরুদ্ধে মোটামুটি একটা ভদ্রস্থ জায়গায় পৌঁছোয় পঞ্জাব। শাহরুখ খান ২৩ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন।

অন্য দিকে, রাজস্থানের শুরুটাও খুব একটা ভালো হয়নি। চারটি বল খেলে শূন্য রান করে সাজঘরে ফেরেন জস বাটলার। তবে দেবদত্ত পাড়িক্কল এবং যশস্বী জয়সওয়াল মিলে দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি তৈরি করে ফেলেন। ৫১ করেন পাড়িক্কল। যশস্বীও আবারও একটি অর্ধশতরান পেলেন। ৩৬ বলে ৩০ রান করেন তিনি। রাজস্থানকে জয়ের লক্ষ্যে এগিয়ে দেন হেটমায়ার (‌২৮ বলে ৪৬)‌। ২ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।

রাজস্থানের হয়ে ৪ ওভারে ৪০ রান দিয়ে ৩টি উইকেট নেন নবদীপ সাইনি। এ ছাড়াও অ্যাডাম জাম্পা ও ট্রেন্ট বোল্ট ১টি করে উইকেট নেন। পঞ্জাবের হয়ে ক্যাসিগো রাবাডা ৪ ওভারে ২ উইকেট নেন। ১টি করে উইকেট তোলেন রাহুল চাহার এবং নাথান এলিস।

বলে রাখা ভালো, পয়েন্ট টেবিলের অঙ্ক বলছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পঞ্জাব কিংস জিতলে সুবিধা হয়ে যেত কলকাতা নাইট রাইডার্সের। নীতীশ রানাদের সেই সুযোগ দিল না রাজস্থান। মুম্বই ইন্ডিয়ান্সকে টপকে লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠে এলেন সঞ্জু স্যামসনরা।

উল্টো দিকে, কলকাতা নাইট রাইডার্সের প্লে অফের স্বপ্নে যবনিকা পড়ল। কারণ নাইটদের (-০.‌২৫৬)‌ নেট রানরেটের তুলনায় রাজস্থানের (‌+‌০.‌১৪৮)‌ নেট রানরেট অনেক ভালো জায়গায়। রাজস্থানের জয়ে চাপে পড়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বই ইন্ডিয়ান্সও।

সাম্প্রতিকতম

মঙ্গলবার তৃতীয় দফার ভোটে কাদের ভাগ্য নির্ধারিত হবে, দেখে নিন   

খবর অনলাইন ডেস্ক: মঙ্গলবার লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোটে যে সব কেন্দ্রের দিকে নজর...

শিশুদের উন্নয়নে এগিয়ে এলেন করিনা কপূর, ইউনিসেফের জাতীয় দূত হলেন অভিনেত্রী

কলকাতা: রুপোলি পর্দার জনপ্রিয় বলিউড অভিনেত্রী করিনা কপূর খান ভারতবর্ষের শিশুদের বিকাশের জন্য এগিয়ে...

ভোট দেখতে বিদেশি পর্যটকরা আসছেন, ভারতে ক্রমশই জমে উঠছে নির্বাচন-পর্যটন

২০১৯-এর লোকসভা নির্বাচন বিভিন্ন দেশ থেকে ২৫ হাজারের মতো বিদেশি ভ্রমণার্থীকে ভারতে টেনে এনেছিল।

মঙ্গলবার তৃতীয় দফায় ৯৪ আসনে ভোট, রাজ্যের মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গীপুর ও মুর্শিদাবাদে   

খবর অনলাইন ডেস্ক: ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনে মঙ্গলবার তৃতীয় দফার ভোট গ্রহণ করা হবে। এ...

আরও পড়ুন

আইপিএল ২০২৩-২৪: নারিনের ব্যাটিং এবং হরষিত ও বরুণের বোলিংয়ের দৌলতে লখনউকে গুঁড়িয়ে দিল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৩৫-৬ (সুনীল নারিন ৮১, ফিল সল্ট ৩২, ...

আইপিএল ২০২৩-২৪: বেঙ্কটেশের ব্যাটিং আর স্টার্কের বোলিংয়ের সুবাদে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ১৬৯ (বেঙ্কটেশ আইয়ার ৭০, মনীশ পাণ্ডে ৪২, জসপ্রীত বুমরাহ ৩-১৮,...

আইপিএল ২০২৩-২৪: দিল্লি ক্যাপিটলসকে হেলায় হারাল কলকাতা নাইট রাইডার্স

দিল্লি ক্যাপিটলস (ডিসি): ১৫৩-৯ (কুলদীপ যাদব ৩৫ নট আউট, ঋষভ পন্থ ২৭, বরুণ চক্রবর্তী...