Homeখেলাধুলোআইপিএলশুভমনের সেঞ্চুরি, আইপিএল ফাইনালে চেন্নাইয়ের মুখোমুখি গুজরাত

শুভমনের সেঞ্চুরি, আইপিএল ফাইনালে চেন্নাইয়ের মুখোমুখি গুজরাত

প্রকাশিত

আইপিএলের ফাইনালে পর পর দু’বার। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বইকে ৬২ রানে হারিয়ে আইপিএলের ফাইনালে গুজরাত।

ওপেন করতে নেমে ১৬ বলে ১৮ রান করে ঋদ্ধিমান আউট হন। পীযূষ চাওলা গুজরাতের ওপেনিং জুটি ভাঙেন। দু’বার ক্যাচ আউট হওয়ার মুখ থেকে ফিরে এসে ঝড় তুললেন শুভমন গিল। ৬০ বলে করলেন ১২৯ রান। ১০টি চার এবং সাতটি ছক্কা দিয়ে নিজের ইনিংস সাজালেন শুভমন। অন্য দিকে, ৩১ বলে ৪৩ রান করেন সাই সুদর্শন। ১৩৮ রানের জুটি গড়েন শুভমন এবং সুদর্শন। অধিনায়ক হার্দিক পাণ্ড্য করেন ১৩ বলে ২৮ রান। ফাইনালে ওঠার লড়াইয়ে ৩ উইকেটে ২৩৩ রান তোলে গুজরাত।

গুজরাতের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ক্যামেরন গ্রিনরা রান করলেও কেউ বড়ো রান করতে পারেননি। তার জন্যই শেষ পর্যন্ত রান তাড়া করতে পারেনি মুম্বই। খেই হারিয়ে ফেলেছে। প্রথম ওভরেই নেহালকে (‌৪)‌ তুলে নেন মহম্মদ সামি। এক ওভার পরে রোহিতকেও (‌৮)‌ ফেরান তিনি। ২১ রানে ২ উইকেট হারায় মুম্বই। তবুও রানের গতি কমেনি। এরপরই চোট পেয়ে মাঠ ছাড়েন ক্যামেরন গ্রিন। ১৪ বলে ৪৩ রান করে ফেরেন তিলক ভার্মা। এরপর আবার ব্যাট করতে নামেন গ্রিন। তবে তিনিও ২০ বলে ৩০ রান করেই আউট হন। সূর্যকুমার যাদব ৩৮ বলে ৬১ রান করে মোহিত শর্মার বলে তিনি বোল্ড হন। বিষ্ণু বিনোদ (‌২)‌, টিম ডেভিড (‌২)‌, ক্রিস জর্ডানরা (‌২)‌ রান পাননি। ১৮.‌২ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় মুম্বই।

শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পরই এই নিয়ে টানা দ্বিতীয় বার আইপিএল ফাইনালে উঠল হার্দিক পাণ্ড্যর দল। গুজরাতের সামনে এ বার মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। রবিবার সেই লড়াই দেখার জন্য ভিড় হবে অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন

আইপিএল জয়ের উল্লাসে ভাসলেও, কোহলির হৃদয়ে টেস্টই রাজা! তরুণদের দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

আইপিএল ট্রফি হাতে ওঠার আগেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য ফের তুলে ধরলেন বিরাট কোহলি। তরুণদের দিলেন টেস্ট ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ।

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...