Homeখবরকলকাতাবিনা মূল্যে আইনি পরামর্শ দিচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারকরা

বিনা মূল্যে আইনি পরামর্শ দিচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারকরা

প্রকাশিত

নীলাদ্রি পাল

সাধারণ মানুষ, বিশেষ করে রাজ্যের অসহায় প্রান্তিক দরিদ্র মানুষদের বিনামূল্যে আইনি পরামর্শ দিচ্ছে অবসরপ্রাপ্ত বিচারকদের রাজ্য সংগঠন ‘রিটায়ার্ড জাজেস অ্যাসোসিয়েশন’-এর পশ্চিমবঙ্গ শাখা। বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে তাঁরা নিয়েছেন ‘আইনি সেবা’ নামে এক কর্মসূচি। 

বর্তমানে তিনটি জায়গা থেকে এই আইনি সেবা দেওয়ার কাজ চলছে। কোভিডের আগে পাঁচটি জায়গা থেকে আইনি পরামর্শ দেওয়া হত। এই তিনটি জায়গার মধ্যে মূল কেন্দ্রটি হল ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে ‘রিটায়ার্ড জাজেস অ্যাসোসিয়েশন’-এর ঘরে। এই কেন্দ্রের মূল দায়িত্বে আছেন সংগঠনের কোঅর্ডিনেটর অরূপ কুমার দাস। প্রত্যেক সোম, বুধ ও শুক্রবার দুপুর দেড়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই আইনি পরামর্শ দেওয়ার কাজ চলে। 

এ ছাড়াও বালিগঞ্জে ‘ভারত সেবাশ্রম সংঘ’-এর পৃষ্ঠপোষকতায় ও সহযোগিতায় সংঘের প্রধান কার্যালয়েই চলে এই ‘আইনি সেবা’ দেওয়ার কাজ। মাসের প্রথম ও তৃতীয় শনিবার বেলা তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আইনি পরামর্শ দেওয়া হয় এখানে। এই কেন্দ্রের দায়িত্বে রয়েছেন ‘রিটায়ার্ড জাজেস অ্যাসোসিয়েশন’-এর অন্যতম সহ-সভাপতি পূর্ণেন্দু ভট্টাচার্য। 

তৃতীয় কেন্দ্রটি চলে ‘রাজাবাজার ফেডারেশন হল’-এ। এই কেন্দ্রের দায়িত্বে রয়েছেন সংগঠনের বরিষ্ঠ সদস্য হরপ্রসাদ চট্টোপাধ্যায়। 

কোভিডের আগে লেকটাউন ও বারাসতে আরও দুটি কেন্দ্র চলত। বর্তমানে বন্ধ থাকা সেই কেন্দ্র দুটির পাশাপাশি অন্যান্য জায়গায় আরও ‘আইনি সেবা’ কেন্দ্র খোলার চেষ্টা করা হচ্ছে বলে জানালেন ‘রিটায়ার্ড জাজেস অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক সুহাস চট্টোপাধ্যায়। ছুটির দিন ছাড়া চালু তিনটি কেন্দ্রে নির্ধারিত দিনগুলোতে আইনি সেবা দেওয়া হয় বলে জানান সংগঠনের কোষাধ্যক্ষ শান্তনু রায়।

আরও পড়ুন

মালঞ্চে ‘জীবন সাথী মহিলা মহল’ আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন ‘বিকেলে ভোরের ফুল’-এর  

সাম্প্রতিকতম

গাজা ইস্যুতে আমেরিকায় ছাত্র বিক্ষোভ, উদ্বেগ প্রকাশ করে যা বলল ভারত

গাজা যুদ্ধের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ আমেরিকার কলম্বিয়া এবং ইয়েল বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়়িয়ে পড়েছে।

এবার তারকা প্রচার তালিকা থেকেও বাদ, অনুগামীদের দেখে কেঁদে ফেললেন কুণাল

বৃহস্পতিবার যে ৪০ জনের তারকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় নাম রয়েছে দলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও দেব, সায়ন্তিকা, সোহম থেকে অদিতি মুন্সির। কিন্তু নাম নেই কুণালের।

সোনার দাম আবারও বাড়ল, জানুন কোথায় কত

গত সপ্তাহে সোনার দাম ক্রমাগত কমার পর এ সপ্তাহে সোনার দাম বাড়তে দেখা যাচ্ছে।...

২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু, ২৪-এর ফল প্রকাশ করে জানিয়ে দিল পর্ষদ

এ বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন। পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৬.৩১ শতাংশ।

আরও পড়ুন

এবার তারকা প্রচার তালিকা থেকেও বাদ, অনুগামীদের দেখে কেঁদে ফেললেন কুণাল

বৃহস্পতিবার যে ৪০ জনের তারকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় নাম রয়েছে দলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও দেব, সায়ন্তিকা, সোহম থেকে অদিতি মুন্সির। কিন্তু নাম নেই কুণালের।

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

চারিদিক জনশূন্য, দুপুরের রোদে খালি মাথায় 'ভিস্তিওয়ালা' চলেছে। এই রোদে মাথা ফেটে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফাটছে। আহার এখনো তার বাকি, তবু এখন জল নিয়ে পৌঁছাবার সময় গন্তব্যে।

হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার রায়, কে কী বললেন?

সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় রায় প্রকাশের পর মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি চাকরিহারাদের পাশে আছেন। আদালের এই রায়ের নেপথ্যে তিনি বিজেপির হাত দেখছেন।