Homeখবরকলকাতাবিনা মূল্যে আইনি পরামর্শ দিচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারকরা

বিনা মূল্যে আইনি পরামর্শ দিচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারকরা

প্রকাশিত

নীলাদ্রি পাল

সাধারণ মানুষ, বিশেষ করে রাজ্যের অসহায় প্রান্তিক দরিদ্র মানুষদের বিনামূল্যে আইনি পরামর্শ দিচ্ছে অবসরপ্রাপ্ত বিচারকদের রাজ্য সংগঠন ‘রিটায়ার্ড জাজেস অ্যাসোসিয়েশন’-এর পশ্চিমবঙ্গ শাখা। বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে তাঁরা নিয়েছেন ‘আইনি সেবা’ নামে এক কর্মসূচি। 

বর্তমানে তিনটি জায়গা থেকে এই আইনি সেবা দেওয়ার কাজ চলছে। কোভিডের আগে পাঁচটি জায়গা থেকে আইনি পরামর্শ দেওয়া হত। এই তিনটি জায়গার মধ্যে মূল কেন্দ্রটি হল ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে ‘রিটায়ার্ড জাজেস অ্যাসোসিয়েশন’-এর ঘরে। এই কেন্দ্রের মূল দায়িত্বে আছেন সংগঠনের কোঅর্ডিনেটর অরূপ কুমার দাস। প্রত্যেক সোম, বুধ ও শুক্রবার দুপুর দেড়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই আইনি পরামর্শ দেওয়ার কাজ চলে। 

এ ছাড়াও বালিগঞ্জে ‘ভারত সেবাশ্রম সংঘ’-এর পৃষ্ঠপোষকতায় ও সহযোগিতায় সংঘের প্রধান কার্যালয়েই চলে এই ‘আইনি সেবা’ দেওয়ার কাজ। মাসের প্রথম ও তৃতীয় শনিবার বেলা তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আইনি পরামর্শ দেওয়া হয় এখানে। এই কেন্দ্রের দায়িত্বে রয়েছেন ‘রিটায়ার্ড জাজেস অ্যাসোসিয়েশন’-এর অন্যতম সহ-সভাপতি পূর্ণেন্দু ভট্টাচার্য। 

তৃতীয় কেন্দ্রটি চলে ‘রাজাবাজার ফেডারেশন হল’-এ। এই কেন্দ্রের দায়িত্বে রয়েছেন সংগঠনের বরিষ্ঠ সদস্য হরপ্রসাদ চট্টোপাধ্যায়। 

কোভিডের আগে লেকটাউন ও বারাসতে আরও দুটি কেন্দ্র চলত। বর্তমানে বন্ধ থাকা সেই কেন্দ্র দুটির পাশাপাশি অন্যান্য জায়গায় আরও ‘আইনি সেবা’ কেন্দ্র খোলার চেষ্টা করা হচ্ছে বলে জানালেন ‘রিটায়ার্ড জাজেস অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক সুহাস চট্টোপাধ্যায়। ছুটির দিন ছাড়া চালু তিনটি কেন্দ্রে নির্ধারিত দিনগুলোতে আইনি সেবা দেওয়া হয় বলে জানান সংগঠনের কোষাধ্যক্ষ শান্তনু রায়।

আরও পড়ুন

মালঞ্চে ‘জীবন সাথী মহিলা মহল’ আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন ‘বিকেলে ভোরের ফুল’-এর  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আরও পড়ুন

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।