Homeবিনোদনমাচা অনুষ্ঠানে টেলি অভিনেত্রী রুকমা চরম হেনস্থার স্বীকার, কী জানালেন রুকমা?

মাচা অনুষ্ঠানে টেলি অভিনেত্রী রুকমা চরম হেনস্থার স্বীকার, কী জানালেন রুকমা?

প্রকাশিত

টেলিভিশনের জনপ্রিয় নাম মাম্পি ওরফে রুকমা রায়, দেশের মাটি ধারাবাহিকে সৌজন্যেই তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। অভিনয়ের সাথে গানেও বেশ তুখোড় অভিনেত্রী রুকমা রায়।

প্রায়শই নিজের সোশ্যাল মিডিয়ায় আনন্দে গুনগুন করে গান গেয়েই থাকেন। মাচা অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় তিনি শো করে থাকেন। কিন্তু এইবার হাজারো দর্শকের মাঝে স্টেজ শো করতে গিয়ে চরম হেনস্থার স্বীকার হয়েছেন অভিনেত্রী।

হুগলির খনাকুলে পুজো উপলক্ষে অনুষ্ঠান করতে গিয়েছিলেন অভিনেত্রী। যথারীতি, তাঁকে সামনে দেখে সেলফি তোলার অনুরোধ আসে। অভিনেত্রী অনুরাগীদের কথা রাখতে ছবিও তোলেন। ছবি তোলা নিয়েই বিবাদ, অন্যতম আয়োজকদের মধ্যে একজন তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন। স্টেজ থেকে নেমে যেতে বাধ্য হন রুকমা।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের থেকে না কি অনেক দেরিতে হাজির হয়েছিলেন রুকমা। তার ওপর, সকলের সঙ্গে সেলফি তুলে সময় নষ্ট করছিলেন। সেই কারণেই তাঁর ওপর ক্ষেপে যান আয়োজকরা। এবং তাঁকে স্টেজ থেকে নেমে যেতে বলেন।

অভিনেত্রী সংবাদমাধ্যমে জানিয়েছেন, রাস্তায় যানজটের কারণে সামান্য দেরি হয়েছিল তাঁর। অনুষ্ঠানে পৌঁছাতে পৌঁছাতে রাত ১১টা বেজে যায়। তাঁর কথায়, ‘যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেই রাস্তা এতটাই সরু ছিল যে বলার কথা নয়। অনেক আগেই নেমে যেতে হয় গন্তব্যের আগে। তাঁর থেকেও বড় কথা, আমায় হেঁটে বাইকের পেছনে বসে যাওয়ার কথা বলায় আমি রাজি হইনি। তাতেও অনেকটা সময় নষ্ট হয়। মঞ্চে ওঠার পর, সংবর্ধনা অনুষ্ঠান, গান এসব মিটিয়ে সেলফি তোলার অনুরোধ কম ছিল না। অনেকগুলো সেলফি তুলতে তুলতেই ক্ষেপে ওঠেন আয়োজক। চিৎকার করে বলতে থাকেন, বিজ্ঞাপনের জন্য আপনাকে আনা হয় নি। অনুষ্ঠান করলে করুন নয়তো মঞ্চ নেমে যান।‘

রুকমার কথায়, ‘উনি (রাজু সামন্ত) জানিয়েছেন, রাগের মাথায় ওই কাজ করেছেন। রাগ হলে যা ইচ্ছে করা যায় না কি? যে কোনও ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করা যায়? রাগের মাথায় তো তাহলে খুনও করে ফেলবেন। রাজু সামন্ত নামের ব্যক্তি তাঁকে ফোন করে ক্ষমা চেয়েছেন।‘

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

সাম্প্রতিকতম

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

আরও পড়ুন

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে।