Home বিনোদন মাচা অনুষ্ঠানে টেলি অভিনেত্রী রুকমা চরম হেনস্থার স্বীকার, কী জানালেন রুকমা?

মাচা অনুষ্ঠানে টেলি অভিনেত্রী রুকমা চরম হেনস্থার স্বীকার, কী জানালেন রুকমা?

টেলিভিশনের জনপ্রিয় নাম মাম্পি ওরফে রুকমা রায়, দেশের মাটি ধারাবাহিকে সৌজন্যেই তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। অভিনয়ের সাথে গানেও বেশ তুখোড় অভিনেত্রী রুকমা রায়।

প্রায়শই নিজের সোশ্যাল মিডিয়ায় আনন্দে গুনগুন করে গান গেয়েই থাকেন। মাচা অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় তিনি শো করে থাকেন। কিন্তু এইবার হাজারো দর্শকের মাঝে স্টেজ শো করতে গিয়ে চরম হেনস্থার স্বীকার হয়েছেন অভিনেত্রী।

হুগলির খনাকুলে পুজো উপলক্ষে অনুষ্ঠান করতে গিয়েছিলেন অভিনেত্রী। যথারীতি, তাঁকে সামনে দেখে সেলফি তোলার অনুরোধ আসে। অভিনেত্রী অনুরাগীদের কথা রাখতে ছবিও তোলেন। ছবি তোলা নিয়েই বিবাদ, অন্যতম আয়োজকদের মধ্যে একজন তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন। স্টেজ থেকে নেমে যেতে বাধ্য হন রুকমা।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের থেকে না কি অনেক দেরিতে হাজির হয়েছিলেন রুকমা। তার ওপর, সকলের সঙ্গে সেলফি তুলে সময় নষ্ট করছিলেন। সেই কারণেই তাঁর ওপর ক্ষেপে যান আয়োজকরা। এবং তাঁকে স্টেজ থেকে নেমে যেতে বলেন।

অভিনেত্রী সংবাদমাধ্যমে জানিয়েছেন, রাস্তায় যানজটের কারণে সামান্য দেরি হয়েছিল তাঁর। অনুষ্ঠানে পৌঁছাতে পৌঁছাতে রাত ১১টা বেজে যায়। তাঁর কথায়, ‘যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেই রাস্তা এতটাই সরু ছিল যে বলার কথা নয়। অনেক আগেই নেমে যেতে হয় গন্তব্যের আগে। তাঁর থেকেও বড় কথা, আমায় হেঁটে বাইকের পেছনে বসে যাওয়ার কথা বলায় আমি রাজি হইনি। তাতেও অনেকটা সময় নষ্ট হয়। মঞ্চে ওঠার পর, সংবর্ধনা অনুষ্ঠান, গান এসব মিটিয়ে সেলফি তোলার অনুরোধ কম ছিল না। অনেকগুলো সেলফি তুলতে তুলতেই ক্ষেপে ওঠেন আয়োজক। চিৎকার করে বলতে থাকেন, বিজ্ঞাপনের জন্য আপনাকে আনা হয় নি। অনুষ্ঠান করলে করুন নয়তো মঞ্চ নেমে যান।‘

রুকমার কথায়, ‘উনি (রাজু সামন্ত) জানিয়েছেন, রাগের মাথায় ওই কাজ করেছেন। রাগ হলে যা ইচ্ছে করা যায় না কি? যে কোনও ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করা যায়? রাগের মাথায় তো তাহলে খুনও করে ফেলবেন। রাজু সামন্ত নামের ব্যক্তি তাঁকে ফোন করে ক্ষমা চেয়েছেন।‘

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version