Homeখবররাজ্য'অত সহজ নয়', রাজীব সিনহার পদত্যাগ জল্পনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

‘অত সহজ নয়’, রাজীব সিনহার পদত্যাগ জল্পনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

প্রকাশিত

কলকাতা: রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং লেটার সই না করেই তা রাজ্যপাল ফেরত পাঠানোয় রাজ্য রাজনীতিতে শোরগোল। তুঙ্গে রাজীব সিনহার পদত্যাগের জল্পনা। এরই মধ্যে এ বিষয়ে মুখ খুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর পরেই জল্পনা ছড়িয়ে পড়ে যে, পদত্যাগ করতে পারেন রাজ্য নির্বাচন কমিশনার।

পড়ুন: রাজীবের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠালেন রাজ্যপাল, ভোটের মুখে কমিশনার পদে নয়া টানাপোড়েন

বৃহস্পতিবার বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে দু’দিনের পটনা সফরে যাচ্ছেন মমতা। দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “রাজ্য নির্বাচন কমিশনের জয়েনিং রিপোর্ট ফেরতের খবর আমার কাছে নেই”। পাশাপাশি তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনারকে সরানো অত সহজ নয়। জটিল প্রক্রিয়া। মন্ত্রীসভার অনুমোদনে রাজীব সিনহাকে নিয়োগ করা হয়েছিল। তাঁকে নির্বাচন কমিশনার পদে নিয়োগের ফাইলে রাজ্যপালই সই করেছিলেন। কেউ তাঁর উপর চাপিয়ে দেয়নি। ফলে এ ভাবে কোনো দিন নির্বাচন কমিশনারকে পদচ্যুত করা যায় না। সরাতে হবে জাজ-দের মতো ইমপিচমেন্ট করতে হবে। এমন ঘটনা আগে কখনও ঘটেনি, এটা অভূতপূর্ব”।

নির্বাচন কমিশনারের ভূমিকা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “ও ওঁর মতো কাজ করছে। আপনারাও মাথা ঠান্ডা রেখে কমিশনের নির্দেশ মেনে কাজ করুন। এত শান্তিতে মনোনয়ন, এর আগে কখনও হয়নি, মাত্র চারটি বুথে অশান্তি হয়েছে”।

অন্য দিকে, এ দিনই পদত্যাগের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন রাজীব। সকাল ১১টার কিছু আগেই রাজ্য নির্বাচন কমিশনের দফতরে পৌঁছন রাজীব সিনহা। তাঁকে প্রশ্ন করা হয়, স্টেপ ডাউনের কথা বলা হচ্ছে। সেই সম্ভাবনা কি আছে? একটি বাক্যের উত্তরে রাজীব বলেন, ‘আমার কাছে আসেনি…’।

উল্লেখযোগ্য ভাবে, গতকালই আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। এমনকী প্রয়োজনে তাঁকে পদত্যাগ করার ‘পরামর্শ’ দেয় উচ্চ আদালত। কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি কমিশনারের উদ্দেশে বলেন, “চাপ রাখতে না পারলে ছেড়ে দিন, রাজ্যপাল নতুন কমিশনার নিয়োগ করবেন।”

ঘটনায় প্রকাশ, রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট গ্রহণ করেননি। তা রাজ্য নির্বাচন কমিশনারের কাছে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এই আবহে রাজভবনের এই সিদ্ধান্তে রাজীব সিনহার নিয়োগের বৈধতা প্রশ্নের মুখে পড়ে যায়।

আরও পড়ুন: রাজ্য জুড়ে বর্ষার আগমন, কেমন থাকবে আবহাওয়া

সাম্প্রতিকতম

মুম্বইয়ে ভেঙে পড়া বিলবোর্ডের মালিক ধর্ষণে অভিযুক্ত, বিধানসভা ভোটেও লড়েছিলেন

মুম্বই: সোমবারের প্রবল ঝড়ে মুম্বইয়ের ঘাটকোপারে বিলবোর্ড ভেঙে ১৪ জনের মৃত্যুর দায়ে ভবেশ ভিন্ডের...

‘দেশের নিরাপত্তাকে উপেক্ষা করা যায় না’, ভারত-চিন সীমান্ত বিরোধ নিয়ে প্রতিক্রিয়া বিদেশমন্ত্রীর

নয়াদিল্লি: ভারতের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) চিনের বাহিনী মোতায়েনকে অস্বাভাবিক বলে বর্ণনা করলেন...

নাসা জানিয়েছে আর-একটি সৌরঝড় তৈরি হয়েছে, ফের দেখা যেতে পারে মেরুজ্যোতি

খবর অনলাইন ডেস্ক: আজকালের মধ্যে ফের সৌরঝড় আঘাত হানতে পারে পৃথিবীতে। এই সৌরঝড়ের জেরেই...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে নগদ ৫২ হাজার টাকা, ব্যাঙ্ক-ব্যালেন্স কত

নয়াদিল্লি: আজ, মঙ্গলবার উত্তরপ্রদেশের বারাণসী থেকে তৃতীয় বারের জন্য লোকসভা নির্বাচনে মনোনয়ন জমা দিলেন...

আরও পড়ুন

আজ রাজ্যের ভোটে প্রার্থী অভিনেতা থেকে ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি

খবর অনলাইন ডেস্ক: আজ সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের ৮টি কেন্দ্রে ভোট নেওয়া...

হিডকোর জমিতে তৃণমূলের পার্টি অফিস, ভাঙার নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার

কলকাতা: হিডকোর জমি দখল করে গড়ে তোলা পার্টি অফিস সরানো বা ভেঙে ফেলার নির্দেশ...

সুপ্রিম কোর্টে বাতিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়! প্রাথমিকে ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ নিয়ে নতুন নির্দেশ

কলকাতা: ২০২০ সালে প্রাথমিকের ১৬,৫০০ শিক্ষক নিয়োগের পর অবশিষ্ট ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ নিয়ে বড়সড়...