Homeখেলাধুলোক্রিকেটজিম্বাবোয়েকে ৯ উইকেটে হারিয়ে ওয়ান ডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল শ্রীলঙ্কা

জিম্বাবোয়েকে ৯ উইকেটে হারিয়ে ওয়ান ডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল শ্রীলঙ্কা

প্রকাশিত

ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের সুপার সিক্সে মুখোমুখি হয়েছিল জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কা। জিম্বাবোয়েকে ৯ উইকেটে হারিয়ে ওয়ান ডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল শ্রীলঙ্কা।

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। জিম্বোবোয়ের হয়ে প্রথমে ব্যাট করতে নামেন জয়লর্ড গুম্বি। কিন্তু শুরুতেই খাতা না খুলে ফিরে যান তিনি। এর পর মাত্র ১৪ রান করে ফিরে যান আর্ভিন। এরই মধ্যে মাত্র ১ রান করে ড্রেসিংরুমের দিকে এগিয়ে যান ওয়েসলি। পরপর তিন উইকেট পড়ে যাওয়ায় বেশ চাপে পড়ে যায় জিম্বাবোয়ে। পরিস্থিতি বদলে দেন সিন উইলিয়ামস (৫৬) এবং সিকান্দার রাজা (৩১)। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে জিম্বাবোয়ে। যদিও আর কোনও ব্যাটারই বড় রান করতে পারেননি। মাত্র ১৬৫ রানে শেষ হয়ে যায় জিম্বাবোয়ের দৌড়।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ, ভারতে খেলতে দেখা যাবে না ক্যারিবিয়ানদের

শ্রীলঙ্কার হয়ে মাহেশ থিকশানা ৪, দিলশান মদুশঙ্ক ৩, মাথিশা পাথিরানা ২ ও দাসুন শনকা ১ উইকেট নেন।

পাল্টা ব্যাট করতে নেমে বেশ হালকা মেজাজে খেলল শ্রীলঙ্কা। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন পাথুম নিশঙ্ক। শ্রীলঙ্কার দুই ওপেনারের মধ্যে ১০৩ রানের জুটি হয়। সেখানেই জিম্বাবোয়ে হেরে যায়। দিমুথ করুণারত্নে ৩০ রান করে আউট হলেও নিশঙ্ক রান করতে থাকেন। তাঁকে সঙ্গ দেন কুশল মেন্ডিস। শেষ পর্যন্ত ৩৩.১ ওভারে ৯ উইকেটে ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা। চার মেরে দলকে জেতান নিশঙ্ক। সেই সঙ্গে নিজের শতরানও করেন তিনি। ১০১ রানে অপরাজিত থাকেন নিশঙ্ক। মেন্ডিস অপরাজিত থাকেন ২৫ রানে।

এ ভাবেই আইসিসি এক দিনের বিশ্বকাপ ২০২৩ (ICC ODI World Cup 2023)-এ খেলার যোগ্যতা অর্জন করে ফেলল শ্রীলঙ্কা। এতদিন বিশ্বকাপের যোগ্যতাঅর্জনকারী ম্যাচগুলোকে অপ্রতিরোধ্য ছিল জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কা। এবার দুই দলের সাক্ষাতে শেষ হাসি হাসল শ্রীলঙ্কা।

তবে এই ম্যাচে হারলেও খুব একটা পার্থক্য তৈরি হল না জিম্বাবোয়ের জন্য। তারা সুপার সিক্সে দ্বিতীয় স্থানে রইল। তবে স্কটল্যান্ডের বিরুদ্ধে জিম্বাবোয়ের পরবর্তী ম্যাচটা গুরুত্বপূর্ণ হল। শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে এবং স্কটল্যান্ডের পয়েন্ট সংখ্যা এখন যথাক্রমে ৮ (পাঁচটির মধ্যে ৪টি ম্যাচ খেলে), ৬ (পাঁচটির মধ্যে ৪টি ম্যাচ খেলে) এবং ৪ (পাঁচটির মধ্যে ৩টি ম্যাচ খেলে)।

আরও পড়ুন: অমদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ, হোটেল ভাড়া ছুঁয়ে ফেলল ১ লক্ষ টাকা!

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

আরও পড়ুন

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

নিউজিল্যান্ড: ২২৭-৯ (ব্রুক হ্যালিডে ৬৯, সোফি ডিভাইন ৬৩, রাবেয়া খান ৩-৩০) বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার)...