আগামী ১৫ অক্টোবর গুজরাতের অমদাবাদে হাই-ভোল্টেজ ক্রিকেট ম্যাচ। আইসিসি এক দিনের বিশ্বকাপ ২০২৩ (icc odi world cup 2023)-এ মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই ঘোষণার পর থেকে শহরে হোটেলের ভাড়া প্রায় দশগুণ বেড়েছে।
এক দিনের ক্রিকেট বিশ্বকাপের ক্রীড়াসূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC)। এ বারের বিশ্বকাপে ভারতের মোট ১২টি স্টেডিয়ামে খেলা হবে। বিশ্বকাপের দু’টি সেমিফাইনালের দায়িত্ব পেয়েছে কলকাতা ও মুম্বই। উদ্বোধনী ম্যাচ ৫ অক্টোবর অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ওই মাঠেই ১৫ অক্টোবর ভারতের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান।
আরও পড়ুন: ১৫ অক্টোবর অমদাবাদে ভারত বনাম পাকিস্তান, দেখুন ওডিআই বিশ্বকাপের সম্পূর্ণ ক্রীড়াসূচি
এই ঘোষণার পরেই অমদাবাদের বিভিন্ন হোটেলের বুকিং ওয়েবসাইটের চড়চড় করে বাড়তে শুরু করে ভাড়ার হার। জানা গিয়েছে, অভূতপূর্ব চাহিদার কারণে ১৫ অক্টোবরের জন্য হোটেল ভাড়ায় নজিরবিহীন বৃদ্ধি হতে পারে।
ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুযায়ী, শহরের কিছু বিলাসবহুল হোটেল একটি ঘরের জন্য ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত নিচ্ছে। মজার কথা, সাধারণ দিনে এই বিলাসবহুল হোটেলগুলিতে একটি ঘরের ভাড়া থাকে ৫ হাজার থেকে ৮ হাজার টাকা!
আইসিসি-র সূচি অনুযায়ী, এ বারের বিশ্বকাপের ফাইনাল-সহ পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে অমদাবাদে। এই প্রথম এত অল্প সময়ের মধ্যে শহরে এ ধরনের বড়ো ক্রিকেট ম্যাচ আয়োজন করা হচ্ছে।
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রায় এক লক্ষ আসন রয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে শহরের বাইরে থেকে প্রায় ৪০ হাজার দর্শক আসতে পারেন। সেই জায়গায় শহরে হোটেল রুম মেরেকেটে মাত্র হাজার দশেক। এই অভূতপূর্ব চাহিদার কারণে, ১৫ অক্টোবর শহরের কিছু বিলাসবহুল হোটেলে রুম পাওয়া যাচ্ছে না।