Homeশিল্প-বাণিজ্যশাক-সবজির পর এ বার আবহাওয়ার কারণে বাড়তে পারে চালের দাম

শাক-সবজির পর এ বার আবহাওয়ার কারণে বাড়তে পারে চালের দাম

প্রকাশিত

আকাশছোঁয়া দাম শাক-সবজির দাম। মধ্যবিত্ত নাজেহাল। এ বার আবহাওয়ার কারণে চালের দাম (Rice price) বাড়তে পারে।

বিশ্ববাজারে চালের দাম এমনিতেই চড়া। পরিসংখ্যান বলছে, ১১ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে চালের দাম। এরই মধ্যে আবহাওয়াজনিত আশঙ্কা নতুন করে দাম বাড়ার ইঙ্গিত দিচ্ছে। ‘এল নিনো‘ (El Nino)-র কারণে কৃষকরা উদ্বেগের মধ্যে রয়েছেন। ফলে এশিয়া এবং আফ্রিকার দেশগুলির জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে চালের চাহিদা পূরণ।

বিশ্বের চাল রফতানির ৪০ শতাংশ জোগান দেয় ভারত। ২০২২ সালে ৫ কোটি ৬০ লক্ষ টন চাল রফতানি করেছিল এ দেশ। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং আবহাওয়াজনিত কারণে সে বার রফতানি বেশ কিছুটা কমেছিল। এ বারও আবহাওয়ার কারণে উৎপাদনে ঘাটতি দেখা দিলে চালের দাম বেড়ে যাওয়াটাই স্বাভাবিক।

রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (REA) সভাপতি বিভি কৃষ্ণা রাও সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, “ভারত ছিল সবচেয়ে সস্তার চালের সরবরাহকারী। ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) কারণেই সেটা সম্ভব। কিন্তু নতুন করে ভারতীয় চালের দাম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্য সরবরাহকারীরাও দাম বাড়াতে শুরু করেছে।”

বলে রাখা ভালো, বিশ্বের ৩০০ কোটিরও বেশি মানুষের প্রধান খাদ্যশস্য ধান। এমনকী, বিশ্বের ৯০ শতাংশ চালই উৎপাদিত হয় এশিয়ায়। কিন্তু এল নিনোর কারণে আবহাওয়ার ধরন বদলে গেলে অর্থাৎ, সাধারণত কম বৃষ্টিপাত হলে ধান উৎপাদন কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

তবে আবহাওয়াজনিত ঘটনা উৎপাদন ব্যাহত করার আগেই, খাদ্য ও কৃষি সংস্থার বিশ্বব্যাপী চালের মূল্য সূচক ১১ বছরের সর্বোচ্চ উচ্চতার উপরে চলে গিয়েছে। এরই মধ্যে বিশেষজ্ঞরা বলছেন, “এল নিনোর প্রভাব কোনো একটি নির্দিষ্ট দেশে সীমাবদ্ধ নয়, এটি প্রায় সব উৎপাদনকারী দেশে চালের উৎপাদনকে প্রভাবিত করে।”

আরও পড়ুন: একনাথ শিন্ডের ঘাড়ে নিঃশ্বাস? অজিত পওয়ারের দাবি, ‘আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চাই’

সাম্প্রতিকতম

গর্ভবতী মহিলাদের ৫ হাজার টাকা দেয় কেন্দ্র, জানুন কী এই প্রধানমন্ত্রী মাতৃ বন্দন যোজনা

সাধারণ মানুষের জন্য চালু রয়েছে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প। সমাজের বিভিন্ন স্তরের মানুষের চাহিদার...

তৃতীয় সন্তানের জন্য মাতৃত্বের ছুটিতে মানা সংস্থার, অসন্তুষ্ট আদালত পর্যবেক্ষণে যা বলল

বম্বে হাইকোর্টে নয় বছর ধরে মামলাটি চলছিল। ২০১২ সালে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে (এএআই) কর্মরত ওই মহিলার প্রথমবারের বিবাহ থেকে এক সন্তান ছিল।

আজ থেকে নির্বাচনী প্রচারে অরবিন্দ কেজরিওয়াল, রোড শোয়ে দিল্লির মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি: জেল থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক এবং দিল্লির...

“লজ্জাহীন”: কে এল রাহুলকে অপমান করায় সঞ্জীব গোয়েনকাকে শিক্ষা দিলেন মহম্মদ শামি

খবর অনলাইন ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) বনাম লখনউ সুপার জায়েন্টস (এলএসজি) ম্যাচের পরে মাঠের...

আরও পড়ুন

সংকট কাটল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের, ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহাল, ‘সিক লিভ’থেকে দ্রুত কাজে ফিরবেন বাকিরা

বৃহস্পতিবার শ্রম কমিশনারের কার্যালয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিমান সংস্থার কর্তারা এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিরা।

গণ অসুস্থতাজনিত ছুটি নেওয়ার জের, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৩০ কেবিন ক্রু ছাঁটাই

খবর অনলাইন ডেস্ক: অন্তত ৩০ জন কেবিন ক্রুকে ছাঁটাই করল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এই...

সোনার দাম আবারও বাড়ল, জানুন কোথায় কত

গত সপ্তাহে সোনার দাম ক্রমাগত কমার পর এ সপ্তাহে সোনার দাম বাড়তে দেখা যাচ্ছে।...