Homeখবরদেশএকনাথ শিন্ডের ঘাড়ে নিঃশ্বাস? অজিত পওয়ারের দাবি, 'আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চাই'

একনাথ শিন্ডের ঘাড়ে নিঃশ্বাস? অজিত পওয়ারের দাবি, ‘আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চাই’

প্রকাশিত

মহারাষ্ট্রের বিজেপি-শিব সেনা সরকারে যোগ দিয়েছেন এনসিপি নেতা শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার (Ajit Pawar)। দলে চওড়া ফাটল ধরিয়ে রবিবার দুপুরেই রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। এখন তাঁর দাবি, “আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চাই”।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারে যোগ দেওয়ার পরে, অবশেষে অজিত পওয়ার নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছেন। জানিয়েছেন, তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চান যাতে রাজ্যের মানুষের কল্যাণের জন্য যে পরিকল্পনাগুলি করেছেন তা বাস্তবায়ন করতে পারেন। একই সঙ্গে কাকা শরদ পওয়ারের কথাও উল্লেখ করেন অজিত। বলেন, “শরদ পওয়ার আমাদের জন্য একজন দেবতা, আমরা তাঁর আশীর্বাদ চাই”।

এর আগেও মহারাষ্ট্রের এনডিএ সরকারে অংশ নিয়েছিলেন অজিত। উল্লেখযোগ্য ভাবে, ২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপির জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে অজিত পওয়ার বলেন, বিজেপি ২০১৪ সালে ক্ষমতায় এসেছিল শুধুমাত্র নরেন্দ্র মোদীর ক্যারিশমার জন্য।

শহরতলির বান্দ্রায় নিজের সমর্থক বিধায়কদের নিয়ে ডাকা বৈঠকে অজিত আরও বলেন, “২০০৪ সালের বিধানসভা নির্বাচনে, কংগ্রেসের চেয়ে এনসিপির বেশি বিধায়ক ছিল। যদি আমরা সেই সময়ে কংগ্রেসকে মুখ্যমন্ত্রীর পদ না দিতাম, তবে আজ পর্যন্ত মহারাষ্ট্রে শুধুমাত্র এনসিপি মুখ্যমন্ত্রীই থাকতেন”।

এর পর নিজেকে এনসিপি প্রধান হিসেবে ঘোষণা করেন অজিত পওয়ার। স্বঘোষিত এনসিপি প্রেসিডেন্ট অজিত পওয়ার কাকা শরদ পওয়ারকে এই পদ থেকে সরিয়ে দিলেন বলেই ধরে নেওয়া হচ্ছে। অজিত-গোষ্ঠীর নেতা ছগন ভুজবল দাবি করেছেন, তাঁদের সঙ্গে ৪০ জনের বেশি বিধায়কের সমর্থন রয়েছে।

২০১৯ সালে বিধানসভা ভোটের পরও দলীয় সিদ্ধান্তের বিপরীতে গিয়ে বিজেপি-র সঙ্গে হাত মিলিয়েছিলেন অজিত পওয়ার। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথও নিয়েছিলেন তিনি। কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগও করেন। ফের তিনি উপমুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, এমন পরিস্থিতিতে অজিত পওয়ারের মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা একনাথ শিন্ডের ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতোই।

আরও পড়ুন: এক দফাতেই পঞ্চায়েত ভোট, অধীরের আবেদনে স্পষ্ট জানাল হাইকোর্ট

সাম্প্রতিকতম

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

সফরে আতঙ্ক! প্রযুক্তিগত ত্রুটি সামাল দিতে দেশজুড়ে ৬,৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত রেলের

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর রেল সফরেও যান্ত্রিক বিভ্রাটের আশঙ্কা। আতঙ্ক দূর করতে ৬৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নিল রেলবোর্ড। শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে RRB।

Samsung-এর Z-আকৃতির Tri-Fold স্মার্টফোন! খুললেই ট্যাবলেট

স্যামসাং নিয়ে আসছে প্রথম Triple-Fold স্মার্টফোন। Z-আকৃতির ডিজাইন, খুললেই বড় ট্যাবলেট স্ক্রিন! ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাজারে আসতে পারে। দাম হতে পারে ২.৫–৩ লক্ষ টাকা।

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় হোটেল ভাড়া বাড়তি, মুখ্যমন্ত্রীর নির্দেশে লাগাম টানতে কড়া পদক্ষেপ

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় হোটেল ও পরিবহণ ভাড়ায় ব্যাপক বৃদ্ধি। পর্যটকদের অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, ডিসপ্লে বোর্ডে হোটেল ভাড়ার তালিকা বাধ্যতামূলক।

আরও পড়ুন

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

জনগণনা এবার নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ, নিজেই তথ্য আপলোড করতে পারবেন পোর্টাল বা অ্যাপে

২০২৭ সালের মার্চে হবে ভারতের অষ্টম জনগণনা। শুরু হল হাউজ লিস্টিং প্রক্রিয়া। এবার ঘরে বসেই আপলোড করা যাবে তথ্য। তবে জাতিগণনা নিয়ে সরকারি নীরবতা ঘিরে প্রশ্ন কংগ্রেসের।

‘ওয়েটিং লিস্টে’ লাগাম! এবার নির্দিষ্ট সংখ্যায় মিলবে টিকিট, আধার বাধ্যতামূলক তৎকাল বুকিংয়ে

রেলযাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত! এবার ‘ওয়েটিং লিস্টে’ টিকিট কাটার ক্ষেত্রেও লাগু হচ্ছে সীমা। পাশাপাশি...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে