Homeখবরদেশএকনাথ শিন্ডের ঘাড়ে নিঃশ্বাস? অজিত পওয়ারের দাবি, 'আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চাই'

একনাথ শিন্ডের ঘাড়ে নিঃশ্বাস? অজিত পওয়ারের দাবি, ‘আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চাই’

প্রকাশিত

মহারাষ্ট্রের বিজেপি-শিব সেনা সরকারে যোগ দিয়েছেন এনসিপি নেতা শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার (Ajit Pawar)। দলে চওড়া ফাটল ধরিয়ে রবিবার দুপুরেই রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। এখন তাঁর দাবি, “আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চাই”।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারে যোগ দেওয়ার পরে, অবশেষে অজিত পওয়ার নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছেন। জানিয়েছেন, তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চান যাতে রাজ্যের মানুষের কল্যাণের জন্য যে পরিকল্পনাগুলি করেছেন তা বাস্তবায়ন করতে পারেন। একই সঙ্গে কাকা শরদ পওয়ারের কথাও উল্লেখ করেন অজিত। বলেন, “শরদ পওয়ার আমাদের জন্য একজন দেবতা, আমরা তাঁর আশীর্বাদ চাই”।

এর আগেও মহারাষ্ট্রের এনডিএ সরকারে অংশ নিয়েছিলেন অজিত। উল্লেখযোগ্য ভাবে, ২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপির জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে অজিত পওয়ার বলেন, বিজেপি ২০১৪ সালে ক্ষমতায় এসেছিল শুধুমাত্র নরেন্দ্র মোদীর ক্যারিশমার জন্য।

শহরতলির বান্দ্রায় নিজের সমর্থক বিধায়কদের নিয়ে ডাকা বৈঠকে অজিত আরও বলেন, “২০০৪ সালের বিধানসভা নির্বাচনে, কংগ্রেসের চেয়ে এনসিপির বেশি বিধায়ক ছিল। যদি আমরা সেই সময়ে কংগ্রেসকে মুখ্যমন্ত্রীর পদ না দিতাম, তবে আজ পর্যন্ত মহারাষ্ট্রে শুধুমাত্র এনসিপি মুখ্যমন্ত্রীই থাকতেন”।

এর পর নিজেকে এনসিপি প্রধান হিসেবে ঘোষণা করেন অজিত পওয়ার। স্বঘোষিত এনসিপি প্রেসিডেন্ট অজিত পওয়ার কাকা শরদ পওয়ারকে এই পদ থেকে সরিয়ে দিলেন বলেই ধরে নেওয়া হচ্ছে। অজিত-গোষ্ঠীর নেতা ছগন ভুজবল দাবি করেছেন, তাঁদের সঙ্গে ৪০ জনের বেশি বিধায়কের সমর্থন রয়েছে।

২০১৯ সালে বিধানসভা ভোটের পরও দলীয় সিদ্ধান্তের বিপরীতে গিয়ে বিজেপি-র সঙ্গে হাত মিলিয়েছিলেন অজিত পওয়ার। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথও নিয়েছিলেন তিনি। কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগও করেন। ফের তিনি উপমুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, এমন পরিস্থিতিতে অজিত পওয়ারের মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা একনাথ শিন্ডের ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতোই।

আরও পড়ুন: এক দফাতেই পঞ্চায়েত ভোট, অধীরের আবেদনে স্পষ্ট জানাল হাইকোর্ট

সাম্প্রতিকতম

স্মার্টফোনে ম্যালওয়্যার আছে কি না কী ভাবে বুঝবেন, কী করবেন ফোনকে সুরক্ষিত রাখতে

স্মার্টফোন আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সারাক্ষণ নেটজালে বন্দি রয়েছি আমরা, নেটের...

ভারতের নতুন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা, দায়িত্ব গ্রহণ বুধবার থেকে, জানুন তাঁর পরিচয়

আরবিআই-এর ২৬তম গভর্নর হিসেবে নিয়োগ পেলেন সঞ্জয় মালহোত্রা। তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন এই প্রথিতযশা আইএএস অফিসার।

চলতি অধিবেশনেই ‘এক দেশ, এক ভোট’ বিল পেশ করতে পারে মোদী সরকার, তীব্র বিতর্কের সম্ভাবনা

শীতকালীন অধিবেশনে কেন্দ্র আনতে চলেছে ‘এক দেশ, এক নির্বাচন’ বিল। ঐক্যমত গড়ে তোলার উদ্যোগ নিয়েছে মোদী সরকার। বিরোধীদের অংশগ্রহণে আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ ভারতের

সোমবার ঢাকায় বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর প্রতিবেশী দেশে...

আরও পড়ুন

চলতি অধিবেশনেই ‘এক দেশ, এক ভোট’ বিল পেশ করতে পারে মোদী সরকার, তীব্র বিতর্কের সম্ভাবনা

শীতকালীন অধিবেশনে কেন্দ্র আনতে চলেছে ‘এক দেশ, এক নির্বাচন’ বিল। ঐক্যমত গড়ে তোলার উদ্যোগ নিয়েছে মোদী সরকার। বিরোধীদের অংশগ্রহণে আহ্বান জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগে ‘বিমা সখি যোজনা’, কী সুবিধা রয়েছে এই প্রকল্পে, কারা পাবেন

সোমবার (৯ ডিসেম্বর) হরিয়ানার পানিপথ থেকে ‘বিমা সখি যোজনা’ শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।...

দিল্লির ৪০টি স্কুলে ই-মেলে বোমার ‘ভুয়ো’ হুমকি, প্রেরককে খুঁজছে পুলিশ

দিল্লির ৪০টিরও বেশি স্কুলে বোমা হুমকি ই-মেইল। পুলিশ তল্লাশির পর ভুয়ো বলে জানায়। তদন্ত চলছে হুমকি ই-মেইল প্রেরকের সন্ধানে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে