Homeখবরদেশএকনাথ শিন্ডের ঘাড়ে নিঃশ্বাস? অজিত পওয়ারের দাবি, 'আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চাই'

একনাথ শিন্ডের ঘাড়ে নিঃশ্বাস? অজিত পওয়ারের দাবি, ‘আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চাই’

প্রকাশিত

মহারাষ্ট্রের বিজেপি-শিব সেনা সরকারে যোগ দিয়েছেন এনসিপি নেতা শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার (Ajit Pawar)। দলে চওড়া ফাটল ধরিয়ে রবিবার দুপুরেই রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। এখন তাঁর দাবি, “আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চাই”।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারে যোগ দেওয়ার পরে, অবশেষে অজিত পওয়ার নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছেন। জানিয়েছেন, তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চান যাতে রাজ্যের মানুষের কল্যাণের জন্য যে পরিকল্পনাগুলি করেছেন তা বাস্তবায়ন করতে পারেন। একই সঙ্গে কাকা শরদ পওয়ারের কথাও উল্লেখ করেন অজিত। বলেন, “শরদ পওয়ার আমাদের জন্য একজন দেবতা, আমরা তাঁর আশীর্বাদ চাই”।

এর আগেও মহারাষ্ট্রের এনডিএ সরকারে অংশ নিয়েছিলেন অজিত। উল্লেখযোগ্য ভাবে, ২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপির জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে অজিত পওয়ার বলেন, বিজেপি ২০১৪ সালে ক্ষমতায় এসেছিল শুধুমাত্র নরেন্দ্র মোদীর ক্যারিশমার জন্য।

শহরতলির বান্দ্রায় নিজের সমর্থক বিধায়কদের নিয়ে ডাকা বৈঠকে অজিত আরও বলেন, “২০০৪ সালের বিধানসভা নির্বাচনে, কংগ্রেসের চেয়ে এনসিপির বেশি বিধায়ক ছিল। যদি আমরা সেই সময়ে কংগ্রেসকে মুখ্যমন্ত্রীর পদ না দিতাম, তবে আজ পর্যন্ত মহারাষ্ট্রে শুধুমাত্র এনসিপি মুখ্যমন্ত্রীই থাকতেন”।

এর পর নিজেকে এনসিপি প্রধান হিসেবে ঘোষণা করেন অজিত পওয়ার। স্বঘোষিত এনসিপি প্রেসিডেন্ট অজিত পওয়ার কাকা শরদ পওয়ারকে এই পদ থেকে সরিয়ে দিলেন বলেই ধরে নেওয়া হচ্ছে। অজিত-গোষ্ঠীর নেতা ছগন ভুজবল দাবি করেছেন, তাঁদের সঙ্গে ৪০ জনের বেশি বিধায়কের সমর্থন রয়েছে।

২০১৯ সালে বিধানসভা ভোটের পরও দলীয় সিদ্ধান্তের বিপরীতে গিয়ে বিজেপি-র সঙ্গে হাত মিলিয়েছিলেন অজিত পওয়ার। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথও নিয়েছিলেন তিনি। কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগও করেন। ফের তিনি উপমুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, এমন পরিস্থিতিতে অজিত পওয়ারের মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা একনাথ শিন্ডের ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতোই।

আরও পড়ুন: এক দফাতেই পঞ্চায়েত ভোট, অধীরের আবেদনে স্পষ্ট জানাল হাইকোর্ট

সাম্প্রতিকতম

রাশিয়ার আক্রমণের পর এই প্রথম ইউক্রেন সফরে যাওয়ার সম্ভাবনা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি: সব কিছু ঠিকঠাক চললে আগামী ২৩ আগস্ট ইউক্রেন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।...

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

আরও পড়ুন

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

ডিজিটাল অ্যারেস্ট! প্রতারণার নয়া ফাঁদে ৫৯ লক্ষ টাকা খোয়ালেন চিকিৎসক

প্রতারণার নয়া ফাঁদে পড়ে ৫৯ লক্ষ খোয়ালেন নয়ডার এক মহিলা চিকিৎসক। প্রতারকরা তাঁকে বলেছিল,...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?