Homeখবরদেশ'৩৭০ অনুচ্ছেদ' মামলায় প্রতিদিন শুনানি করবে সুপ্রিম কোর্ট, রায় দেবে প্রধান বিচারপতির...

‘৩৭০ অনুচ্ছেদ’ মামলায় প্রতিদিন শুনানি করবে সুপ্রিম কোর্ট, রায় দেবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ

প্রকাশিত

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অপসারণের বিরুদ্ধে দায়ের করা আবেদনগুলি নিয়ে এ বার প্রতিদিন শুনানি হবে সুপ্রিম কোর্টে। এই শুনানি শুরু হবে আগামী ২ আগস্ট থেকে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই বিষয়ে নিজের রায় ঘোষণা করবে। এ বিষয়ে বিভিন্ন পক্ষের লিখিত যুক্তি ও নথিপত্র দাখিলের জন্য ২৭ জুলাই পর্যন্ত সময় দিয়েছে আদালত।

কবে, কখন শুনানি

ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, “২ আগস্ট, সকাল সাড়ে ১০টা সাংবিধানিক বেঞ্চের সামনে এই সমস্ত আবেদনের শুনানি শুরু হবে। তার পর থেকে বিবিধ দিনগুলি (সোমবার এবং শুক্রবার) বাদ দিয়ে প্রতিদিনের ভিত্তিতে এই মামলাগুলির শুনানি চলবে”।

দুই আবেদনকারীর নাম বাদ

এরই মধ্যে উল্লেখযোগ্য ভাবে, ৩৭০ অনুচ্ছেদ অপসারণকে চ্যালেঞ্জ করে আবেদনকারীদের তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছেন শেহলা রশিদ। তাঁর আবেদন গ্রহণ করেছে আদালত। আইএএস অফিসার শাহ ফয়জলকে তালিকা থেকে তাঁর নাম অপসারণের আবেদন করতে বলা হয়েছে।

এ দিনের কার্যক্রম চলাকালীন, সিনিয়র অ্যাডভোকেট রাজু রামচন্দ্রন বলেন, তিনি সাতজন আবেদনকারীর পক্ষে উপস্থিত হয়েছেন। এবং দু’জন – শাহ ফয়সল এবং শেহলা রশিদ এখন চাইছেন তাঁদের নাম মুছে ফেলা হোক। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ফয়জল একজন আইএএস অফিসার এবং তাই বিষয়টি অনুসরণ করতে চান না। উভয়পক্ষের মত শোনার পর তাঁদের বাদ দেওয়ার অনুমতি দেন প্রধান বিচারপতি।

৩৭০ অপসারণে কেন্দ্রের যুক্তি

এর আগে, কেন্দ্রীয় সরকার সোমবার সুপ্রিম কোর্টে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ অপসারণের পক্ষে সমর্থন জানিয়েছে। আদালতে নতুন হলফনামা পেশ করেছে কেন্দ্র। হলফনামায় বলা হয়েছে, ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পরে, সমগ্র অঞ্চল শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধির এক অভূতপূর্ব যুগ দেখেছে। ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঐতিহাসিক সাংবিধানিক পদক্ষেপ এই অঞ্চলে উন্নয়ন, অগ্রগতি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা এনেছে। যা অনুচ্ছেদ ৩৭০ কার্যকর হওয়ার সময় দেখা যায়নি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ আগস্ট কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে। ৩৭০ অনুচ্ছেদ সরিয়ে কেন্দ্র জম্মু ও কাশ্মীরকে লাদাখ এবং জম্মু ও কাশ্মীর নামে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।