Home খবর দেশ ‘৩৭০ অনুচ্ছেদ’ মামলায় প্রতিদিন শুনানি করবে সুপ্রিম কোর্ট, রায় দেবে প্রধান বিচারপতির...

‘৩৭০ অনুচ্ছেদ’ মামলায় প্রতিদিন শুনানি করবে সুপ্রিম কোর্ট, রায় দেবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ

0

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অপসারণের বিরুদ্ধে দায়ের করা আবেদনগুলি নিয়ে এ বার প্রতিদিন শুনানি হবে সুপ্রিম কোর্টে। এই শুনানি শুরু হবে আগামী ২ আগস্ট থেকে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই বিষয়ে নিজের রায় ঘোষণা করবে। এ বিষয়ে বিভিন্ন পক্ষের লিখিত যুক্তি ও নথিপত্র দাখিলের জন্য ২৭ জুলাই পর্যন্ত সময় দিয়েছে আদালত।

কবে, কখন শুনানি

ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, “২ আগস্ট, সকাল সাড়ে ১০টা সাংবিধানিক বেঞ্চের সামনে এই সমস্ত আবেদনের শুনানি শুরু হবে। তার পর থেকে বিবিধ দিনগুলি (সোমবার এবং শুক্রবার) বাদ দিয়ে প্রতিদিনের ভিত্তিতে এই মামলাগুলির শুনানি চলবে”।

দুই আবেদনকারীর নাম বাদ

এরই মধ্যে উল্লেখযোগ্য ভাবে, ৩৭০ অনুচ্ছেদ অপসারণকে চ্যালেঞ্জ করে আবেদনকারীদের তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছেন শেহলা রশিদ। তাঁর আবেদন গ্রহণ করেছে আদালত। আইএএস অফিসার শাহ ফয়জলকে তালিকা থেকে তাঁর নাম অপসারণের আবেদন করতে বলা হয়েছে।

এ দিনের কার্যক্রম চলাকালীন, সিনিয়র অ্যাডভোকেট রাজু রামচন্দ্রন বলেন, তিনি সাতজন আবেদনকারীর পক্ষে উপস্থিত হয়েছেন। এবং দু’জন – শাহ ফয়সল এবং শেহলা রশিদ এখন চাইছেন তাঁদের নাম মুছে ফেলা হোক। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ফয়জল একজন আইএএস অফিসার এবং তাই বিষয়টি অনুসরণ করতে চান না। উভয়পক্ষের মত শোনার পর তাঁদের বাদ দেওয়ার অনুমতি দেন প্রধান বিচারপতি।

৩৭০ অপসারণে কেন্দ্রের যুক্তি

এর আগে, কেন্দ্রীয় সরকার সোমবার সুপ্রিম কোর্টে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ অপসারণের পক্ষে সমর্থন জানিয়েছে। আদালতে নতুন হলফনামা পেশ করেছে কেন্দ্র। হলফনামায় বলা হয়েছে, ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পরে, সমগ্র অঞ্চল শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধির এক অভূতপূর্ব যুগ দেখেছে। ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঐতিহাসিক সাংবিধানিক পদক্ষেপ এই অঞ্চলে উন্নয়ন, অগ্রগতি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা এনেছে। যা অনুচ্ছেদ ৩৭০ কার্যকর হওয়ার সময় দেখা যায়নি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ আগস্ট কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে। ৩৭০ অনুচ্ছেদ সরিয়ে কেন্দ্র জম্মু ও কাশ্মীরকে লাদাখ এবং জম্মু ও কাশ্মীর নামে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version