Homeখেলাধুলোক্রিকেটদ্বিতীয় টেস্ট জিততে ভারতের চাই ৮ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ২৮৯ রান

দ্বিতীয় টেস্ট জিততে ভারতের চাই ৮ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ২৮৯ রান

প্রকাশিত

ভারত: ৪৩৮ (বিরাট ১২১, রোহিত ৮০, জাডেজা ৬১, যশস্বী ৫৭, অশ্বিন ৫৬, কেমার ৩/১০৪, জোমেল ৩/৮৯, হোল্ডার ২/৫৭) এবং ১৮১/২ ডিক্লেয়ার (রোহিত ৫৭, ঈশান ৫৩, যশস্বী ৩৮

ওয়েস্ট ইন্ডিজ: ২৫৫ (ব্রেথওয়েট ৭৫, অলিক ৩৭, চন্দ্রপল ৩৩, ম্যাকেঞ্জি ৩২, সিরাজ ৫/৬০, মুকেশ ২/৪৮, জাডেজা ২/৩৭) এবং ৭৬/২ (ব্রেথওয়েট ২৮, চন্দ্রপল ২৪*, ব্ল্যাকউড ২০, অশ্বিন ২/১০)

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচের পঞ্চম দিনের খেলা বেশ টানটান হয়ে উঠতে চলেছে। এক দিকে, এই টেস্ট জিততে ভারতের দরকার আট উইকেট। আর অন্য দিকে, আরও ২৮৯ রান করতে পারলে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে পারবে ওয়েস্ট ইন্ডিজ!

তৃতীয় দিনের শেষে পাঁচ উইকেটে ২২৯ রান ছিল ওয়েস্ট ইন্ডিজের। চতুর্থ দিন সকালে মাত্র ৭.৪ ওভারের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বাকি পাঁচ উইকেট পড়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ ২৫৫ রানে। প্রথম ইনিংসে ১৮৩ রানের লিড নিয়েছিল ভারত।

এর পর টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩৬৫ রানের টার্গেট খাড়া করে। জবাবে চতুর্থ দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত আয়োজক দেশ ২ উইকেট হারিয়ে ৭৬ রান করে ফেলেছে। ফলে ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচে জিততে হলে ২৮৯ রান করতে হবে। পঞ্চম দিন টেস্ট জিততে ভারতের দরকার আট উইকেট। এর জন্য প্রায় ৯৮ ওভার পাবে টিম ইন্ডিয়া।

প্রথম ইনিংসে সিরাজ মোট পাঁচটি উইকেট শিকার করেন। মুকেশ কুমার দুটো উইকেট শিকার করেছেন। তবে ওয়েস্ট ইন্ডিজ কোনো ক্রমে তাদের ফলোঅন বাঁচাতে সক্ষম হয়।

দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলছে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল শুরু থেকেই হাত খুলে খেলছেন। যশস্বী জয়সওয়াল ৭১ বলে ৯৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। রোহিত তাঁর কেরিয়ারের ১৬তম হাফসেঞ্চুরিটা মাত্র ৩৫ বলে হাঁকান। রোহিত ৪৪ বলে পাঁচটি চার এবং তিনটে ছক্কার সাহায্যে ৫৭ রান করেন। ঈশান ৫২ ও শুভমন ২৯ রানে অপরাজিত থাকেন।

ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের মতোই শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ধাক্কা দেন রবিচন্দ্রন অশ্বিন। ২৮ রান করে অশ্বিনের বলে সুইপ মারতে গিয়ে আউট হন অধিনায়ক ব্রেথওয়েট। তিন নম্বরে কির্ক ম্যাকেঞ্জি রান পাননি। শূন্য রানে তাঁকে ফেরান অশ্বিন। চার নম্বরে নামা জার্মেইন ব্ল্যাকউড জুটি বাঁধেন চন্দ্রপলের সঙ্গে। দিনের শেষ পর্যন্ত তাঁরাই উইকেটে ছিলেন। চতুর্থ দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান দু’উইকেটে ৭৬। চন্দ্রপল ২৪ ও ২০ রানে ব্যাট করছেন ব্ল্য়াকউড।

আরও পড়ুন: তৃতীয় দিনে ভারতের থেকে ২০৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...