Homeখেলাধুলোক্রিকেটতৃতীয় দিনে ভারতের থেকে ২০৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ

তৃতীয় দিনে ভারতের থেকে ২০৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত

ভারত: ৪৩৮ (বিরাট ১২১, রোহিত ৮০, জাডেজা ৬১, যশস্বী ৫৭, অশ্বিন ৫৬, কেমার ৩/১০৪, জোমেল ৩/৮৯, হোল্ডার ২/৫৭)

ওয়েস্ট ইন্ডিজ: ২২৯/৫ (ব্রেথওয়েট ৭৫, অলিক ৩৭, চন্দ্রপল ৩৩, ম্যাকেঞ্জি ৩২, জাডেজা ২/৩৭)

তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান পাঁচ উইকেটে ২২৯। প্রথম ইনিংসে ভারত করেছিল ৪৩৮ রান। ফলে ভারতের প্রথম ইনিংসের রানের থেকে এখনও ২০৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

বৃষ্টি এবং খারাপ আলোর কারণে তৃতীয় দিন মাত্র ৬৭ ওভার খেলা হয়েছে। এ দিন ১৪৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। চার উইকেট নেন ভারতীয় বোলারেরা। এলিক অথানাজ ৩৭ এবং জেসন হোল্ডার ১১ রানে ব্যাট করছেন।

এই ম্যাচে ক্রেগ ব্রেথওয়েট ১৭০ বলে কেরিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি করে ফেললেন। ব্রেথওয়েট যেভাবে ব্যাটিং করছিলেন, তা দেখে অনেকেই আশা করেছিলেন যে তিনি হয়ত শতরানের চৌকাঠ স্পর্শ করতে পারবেন। কিন্তু, শেষপর্যন্ত সেই স্বপ্ন আর সফল হয়নি। ব্যক্তিগত ৭৫ রানে আউট হন তিনি।

এ দিকে, ভারতীয় দলকে দিনের প্রথম উইকেট এনে দেন বাংলার মুকেশ কুমার। ক্রিক ম্যাকেঞ্জিকে তুলে নেন। অভিষেক টেস্টে নিজের প্রথম উইকেট নিলেন তিনি। অশ্বিনের বলে ক্লিন বোল্ড হলেন ব্রেথওয়েট। চা বিরতির পর রবীন্দ্র জাডেজার বলে অজিঙ্কে রাহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান জার্মেন ব্ল্যাকউড। এর পর জোসুয়া দা সিলভাকে ক্লিন বোল্ড করলেন মহম্মদ সিরাজ।

মাঝে বৃষ্টিতে কিছু ক্ষণ খেলা বন্ধ থাকে। খেলা শুরু হওয়ার পরে বাকি সময়ে আর উইকেট নিতে পারেননি ভারতীয় বোলারেরা। আলো কমে যাওয়ায় নির্ধারিত সময়ের আগে খেলা বন্ধ করে দেন আম্পায়ারেরা।

আরও পড়ুন: কোহলির সেঞ্চুরি, দ্বিতীয় দিনের শেষ ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ৩৫২ রানে

সাম্প্রতিকতম

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ‘নিউজক্লিক’-এর প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে জামিনে মুক্তি দিল দিল্লির আদালত

খবর অনলাইন ডেস্ক: সুপ্রিম কোর্ট ‘নিউজক্লিক’-এর প্রতিষ্ঠাতা-সম্পাদক প্রবীর পুরকায়স্থের গ্রেফতার অবৈধ ঘোষণা করার পর...

ইন্ডিয়া জোট সরকার গঠন করলে বাইরে থেকে সমর্থন, কেন বললেন মমতা

পঞ্চম দফা ভোটের আগেই ইন্ডিয়া জোট নিয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী। কেন তিনি মনে করছেন ইন্ডিয়া জোট সরকার গড়বে, তা আগেই স্পষ্ট করে দেন মমতা।

মুম্বইয়ে ভেঙে পড়া বিলবোর্ডের মালিক ধর্ষণে অভিযুক্ত, বিধানসভা ভোটেও লড়েছিলেন

মুম্বই: সোমবারের প্রবল ঝড়ে মুম্বইয়ের ঘাটকোপারে বিলবোর্ড ভেঙে ১৪ জনের মৃত্যুর দায়ে ভবেশ ভিন্ডের...

‘দেশের নিরাপত্তাকে উপেক্ষা করা যায় না’, ভারত-চিন সীমান্ত বিরোধ নিয়ে প্রতিক্রিয়া বিদেশমন্ত্রীর

নয়াদিল্লি: ভারতের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) চিনের বাহিনী মোতায়েনকে অস্বাভাবিক বলে বর্ণনা করলেন...

আরও পড়ুন

বৃষ্টির জন্য কেকেআর-এর বিরুদ্ধে খেলা হল না, প্লে-অফের দৌড়ে বাদ পড়ল গুজরাত

আমদাবাদ: এই প্রথম আইপিএল ২০২৪-এর কোনো ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হল। বজ্রবিদ্যুৎ-সহ অবিরাম বৃষ্টির...

আইপিএল-এর প্লে অফে প্রথম জায়গা করে নিল কেকেআর

কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্স-এর ইনিংস চার ওভার গড়াতেই কলকাতা নাইট রাইডার্স-এর (কেকেআর) অধিনায়ক শ্রেয়স আইয়ার...

“লজ্জাহীন”: কে এল রাহুলকে অপমান করায় সঞ্জীব গোয়েনকাকে শিক্ষা দিলেন মহম্মদ শামি

খবর অনলাইন ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) বনাম লখনউ সুপার জায়েন্টস (এলএসজি) ম্যাচের পরে মাঠের...