Homeখেলাধুলোক্রিকেটতৃতীয় দিনে ভারতের থেকে ২০৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ

তৃতীয় দিনে ভারতের থেকে ২০৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত

ভারত: ৪৩৮ (বিরাট ১২১, রোহিত ৮০, জাডেজা ৬১, যশস্বী ৫৭, অশ্বিন ৫৬, কেমার ৩/১০৪, জোমেল ৩/৮৯, হোল্ডার ২/৫৭)

ওয়েস্ট ইন্ডিজ: ২২৯/৫ (ব্রেথওয়েট ৭৫, অলিক ৩৭, চন্দ্রপল ৩৩, ম্যাকেঞ্জি ৩২, জাডেজা ২/৩৭)

তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান পাঁচ উইকেটে ২২৯। প্রথম ইনিংসে ভারত করেছিল ৪৩৮ রান। ফলে ভারতের প্রথম ইনিংসের রানের থেকে এখনও ২০৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

বৃষ্টি এবং খারাপ আলোর কারণে তৃতীয় দিন মাত্র ৬৭ ওভার খেলা হয়েছে। এ দিন ১৪৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। চার উইকেট নেন ভারতীয় বোলারেরা। এলিক অথানাজ ৩৭ এবং জেসন হোল্ডার ১১ রানে ব্যাট করছেন।

এই ম্যাচে ক্রেগ ব্রেথওয়েট ১৭০ বলে কেরিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি করে ফেললেন। ব্রেথওয়েট যেভাবে ব্যাটিং করছিলেন, তা দেখে অনেকেই আশা করেছিলেন যে তিনি হয়ত শতরানের চৌকাঠ স্পর্শ করতে পারবেন। কিন্তু, শেষপর্যন্ত সেই স্বপ্ন আর সফল হয়নি। ব্যক্তিগত ৭৫ রানে আউট হন তিনি।

এ দিকে, ভারতীয় দলকে দিনের প্রথম উইকেট এনে দেন বাংলার মুকেশ কুমার। ক্রিক ম্যাকেঞ্জিকে তুলে নেন। অভিষেক টেস্টে নিজের প্রথম উইকেট নিলেন তিনি। অশ্বিনের বলে ক্লিন বোল্ড হলেন ব্রেথওয়েট। চা বিরতির পর রবীন্দ্র জাডেজার বলে অজিঙ্কে রাহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান জার্মেন ব্ল্যাকউড। এর পর জোসুয়া দা সিলভাকে ক্লিন বোল্ড করলেন মহম্মদ সিরাজ।

মাঝে বৃষ্টিতে কিছু ক্ষণ খেলা বন্ধ থাকে। খেলা শুরু হওয়ার পরে বাকি সময়ে আর উইকেট নিতে পারেননি ভারতীয় বোলারেরা। আলো কমে যাওয়ায় নির্ধারিত সময়ের আগে খেলা বন্ধ করে দেন আম্পায়ারেরা।

আরও পড়ুন: কোহলির সেঞ্চুরি, দ্বিতীয় দিনের শেষ ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ৩৫২ রানে

সাম্প্রতিকতম

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ বিদেশি সহায়তা, ছাড় শুধু ইজরাইল ও মিশরকে

নবগঠিত ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও মিশর ব্যতীত ইউক্রেনসহ অন্যান্য দেশ প্রভাবিত। মার্কো রুবিওর মেমোর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর।

হাসিনার ‘কামব্যাক’ সম্ভব? নির্বাসনে থেকেও আওয়ামী লীগ নেতাদের লড়াইয়ের বার্তা ‘আপা’-র

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসনে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা চরম সংকটের মুখে। দল পুনর্গঠনের লক্ষ্যে রয়েছে একতা ও ভবিষ্যতের পরিকল্পনা।

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড টি২০: ৪৩ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় অভিষেক-বরুণদের  

ইংল্যান্ড: ১৩২ (জোস বাটলার ৬৮, বরুণ চক্রবর্তী ৩-২৩, অর্শদীপ সিংহ ২-১৭, অক্ষর পটেল ২-২২) ভারত:...

মঙ্গলবারও ইডেনে চলল অনুশীলন, সূর্য বললেন ইডেনের উইকেট বরাবরই হাই স্কোরিং

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টা। তার পরেই ইডেনের সবুজ মাঠে মুখোমুখি হবে ভারত ও...

শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টি২০ ক্রিকেট, বুধবার ইডেনে প্রথম ম্যাচ

কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে ভারত। পাঁচটি টি২০ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে