Homeখেলাধুলোক্রিকেটতৃতীয় দিনে ভারতের থেকে ২০৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ

তৃতীয় দিনে ভারতের থেকে ২০৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত

ভারত: ৪৩৮ (বিরাট ১২১, রোহিত ৮০, জাডেজা ৬১, যশস্বী ৫৭, অশ্বিন ৫৬, কেমার ৩/১০৪, জোমেল ৩/৮৯, হোল্ডার ২/৫৭)

ওয়েস্ট ইন্ডিজ: ২২৯/৫ (ব্রেথওয়েট ৭৫, অলিক ৩৭, চন্দ্রপল ৩৩, ম্যাকেঞ্জি ৩২, জাডেজা ২/৩৭)

তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান পাঁচ উইকেটে ২২৯। প্রথম ইনিংসে ভারত করেছিল ৪৩৮ রান। ফলে ভারতের প্রথম ইনিংসের রানের থেকে এখনও ২০৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

বৃষ্টি এবং খারাপ আলোর কারণে তৃতীয় দিন মাত্র ৬৭ ওভার খেলা হয়েছে। এ দিন ১৪৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। চার উইকেট নেন ভারতীয় বোলারেরা। এলিক অথানাজ ৩৭ এবং জেসন হোল্ডার ১১ রানে ব্যাট করছেন।

এই ম্যাচে ক্রেগ ব্রেথওয়েট ১৭০ বলে কেরিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি করে ফেললেন। ব্রেথওয়েট যেভাবে ব্যাটিং করছিলেন, তা দেখে অনেকেই আশা করেছিলেন যে তিনি হয়ত শতরানের চৌকাঠ স্পর্শ করতে পারবেন। কিন্তু, শেষপর্যন্ত সেই স্বপ্ন আর সফল হয়নি। ব্যক্তিগত ৭৫ রানে আউট হন তিনি।

এ দিকে, ভারতীয় দলকে দিনের প্রথম উইকেট এনে দেন বাংলার মুকেশ কুমার। ক্রিক ম্যাকেঞ্জিকে তুলে নেন। অভিষেক টেস্টে নিজের প্রথম উইকেট নিলেন তিনি। অশ্বিনের বলে ক্লিন বোল্ড হলেন ব্রেথওয়েট। চা বিরতির পর রবীন্দ্র জাডেজার বলে অজিঙ্কে রাহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান জার্মেন ব্ল্যাকউড। এর পর জোসুয়া দা সিলভাকে ক্লিন বোল্ড করলেন মহম্মদ সিরাজ।

মাঝে বৃষ্টিতে কিছু ক্ষণ খেলা বন্ধ থাকে। খেলা শুরু হওয়ার পরে বাকি সময়ে আর উইকেট নিতে পারেননি ভারতীয় বোলারেরা। আলো কমে যাওয়ায় নির্ধারিত সময়ের আগে খেলা বন্ধ করে দেন আম্পায়ারেরা।

আরও পড়ুন: কোহলির সেঞ্চুরি, দ্বিতীয় দিনের শেষ ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ৩৫২ রানে

সাম্প্রতিকতম

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পে নতুন উদ্যোগ, এ বার উপভোক্তাদের ঘরে পৌঁছবে লাইফ সার্টিফিকেট

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের হাতে ঘরে গিয়ে তুলে দেওয়া হচ্ছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট। রাজ্যের লক্ষাধিক প্রবীণ, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকরা উপকৃত।

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন

লন্ডনে প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশী

খবর অনলাইন ডেস্ক: সোমবার লন্ডনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন দিলীপ দোশী। মৃত্যুকালে ভারতের...

একটি টেস্ট ম্যাচের দুটি ইনিংসেই সেঞ্চুরি করে নানা নজির গড়লেন ঋষভ পন্থ

খবর অনলাইন ডেস্ক: একটি টেস্ট ম্যাচের দুটি ইনিংসেই সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে