Homeখবররাজ্যউচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে বনমন্ত্রীর মেয়ে প্রিয়দর্শিনী

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে বনমন্ত্রীর মেয়ে প্রিয়দর্শিনী

প্রকাশিত

কলকাতা: উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে নিযুক্ত হলেন নতুন সচিব। এ বার দায়িত্ব পেলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। আশুতোষ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত তিনি। আপাতত তিন বছর তিনি সামলাবেন সংসদের সচিবের দায়িত্ব।

ইতিমধ্য়েই রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে প্রিয়দর্শিনীর নিয়োগের কথা জানানো হয়েছে। তাঁর আগে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সেক্রেটারি ইনচার্জ বা দায়িত্বপ্রাপ্ত সচিব হিসাবে ছিলেন তাপসকুমার মুখোপাধ্যায়। আগামী ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর মেয়াদ ছিল। তবে তার আগেই পদ ছেড়ে দেন তিনি। তাঁর জায়গায় বুধবার প্রিয়দর্শিনীকে নিযুক্ত করা হয়েছে। 

এমনিতেই শিক্ষায় দুর্নীতি নিয়ে সরব বিরোধীরা। এরই মধ্যে বনমন্ত্রীর মেয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব হতেই বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর। তবে প্রিয়দর্শিনী যে এই পদের জন্য যে যোগ্য সেটা তাঁর শিক্ষাগত যোগ্যতা থেকেই স্পষ্ট হয়। সুতরাং যাঁরা পরে বিরোধিতা করবেন তাঁদের এটাও মাথায় রাখতে হবে। কাকতালীয় ভাবে প্রিয়দর্শিনী মল্লিক রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে। তার সঙ্গে এই পদে আসীন হওয়ার কোনো যোগ নেই বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও উচ্চশিক্ষা সংসদে গুরুত্বপূর্ণ পদ সামলেছেন প্রিয়দর্শিনী। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা সংসদের গভর্নিং বডির সদস্য ছিলেন। ধ্রুবচাঁদ হালদার কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। সংশ্লিষ্ট নির্দেশিকায় উল্লেখ রয়েছে, আগামী তিন বছর অথবা পরবর্তী নির্দেশ ইস্যু না হওয়া পর্যন্ত জন্য সংসদের সচিবের পদে নিযুক্ত থাকবেন প্রিয়দর্শিনী মল্লিক।

আরও পড়ুন:  কেন্দ্রীয় হারে ডিএ, অস্থায়ী কর্মীদের বেতন কাঠামো তৈরির দাবি, বিধানসভায় সরব শুভেন্দু অধিকারী

সাম্প্রতিকতম

নাসা জানিয়েছে আর-একটি সৌরঝড় তৈরি হয়েছে, ফের দেখা যেতে পারে মেরুজ্যোতি

খবর অনলাইন ডেস্ক: আজকালের মধ্যে ফের সৌরঝড় আঘাত হানতে পারে পৃথিবীতে। এই সৌরঝড়ের জেরেই...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে নগদ ৫২ হাজার টাকা, ব্যাঙ্ক-ব্যালেন্স কত

নয়াদিল্লি: আজ, মঙ্গলবার উত্তরপ্রদেশের বারাণসী থেকে তৃতীয় বারের জন্য লোকসভা নির্বাচনে মনোনয়ন জমা দিলেন...

বদরীনাথে রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভ তীর্থ-পুরোহিত ও স্থানীয়দের, বন্ধ হচ্ছে ‘ভিআইপি দর্শন’

খবর অনলাইন ডেস্ক: চার ধামের অন্যতম ধাম, হিমালয়ের কোলে ১০৮০০ ফুট উচ্চতায় বদরীনাথও শেষ...

ভয়ংকর ঝড়ে বিলবোর্ড ভেঙে মুম্বইয়ে মৃত ১৪, জখম ৬০

খবর অনলাইন ডেস্ক: মরশুমের প্রথম ঝড়বৃষ্টি মর্মান্তিক ঘটনা ঘটাল মুম্বইয়ে। বিলবোর্ড ভেঙে পড়ে প্রাণ...

আরও পড়ুন

আজ রাজ্যের ভোটে প্রার্থী অভিনেতা থেকে ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি

খবর অনলাইন ডেস্ক: আজ সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের ৮টি কেন্দ্রে ভোট নেওয়া...

হিডকোর জমিতে তৃণমূলের পার্টি অফিস, ভাঙার নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার

কলকাতা: হিডকোর জমি দখল করে গড়ে তোলা পার্টি অফিস সরানো বা ভেঙে ফেলার নির্দেশ...

সুপ্রিম কোর্টে বাতিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়! প্রাথমিকে ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ নিয়ে নতুন নির্দেশ

কলকাতা: ২০২০ সালে প্রাথমিকের ১৬,৫০০ শিক্ষক নিয়োগের পর অবশিষ্ট ৩৯২৯টি শূন্যপদে নিয়োগ নিয়ে বড়সড়...