কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে চাপানউতোর অব্যাহত। মঙ্গলবার বিধানসভায় ডিএ নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বকেয়া মহার্ঘ ভাতা, কেন্দ্রীয় হারে ডিএ-সহ বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে সরকারি কর্মীদের যৌথ মঞ্চ। সেক্ষেত্রেও পাঁশে দাঁড়িয়ে তাঁদের সমর্থন জানাতে দেখা গিয়েছে শুভেন্দুকে। তবে গত মার্চে বিধানসভায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাষায় জানিয়েছিলেন, “সিপিএমের আমলে সব ডিএ পেন্ডিং ছিল। আমরা ডিএ দিচ্ছি৷ ৯৯%+৬% ডিএ দিয়েছি। আমি হয়ত অর্থনীতির বিশেষজ্ঞ নই। কিন্তু ৩%+৩% ডিএ ঘোষণা হল। এর পর আর কী চাই?”
এ বারের বিধানসভা অধিবেশনেও কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা দেওয়ার দাবি তুললেন বিরোধী দলনেতা। সম কাজে সম বেতনের পাশাপাশি অস্থায়ী কর্মীদের বেতন কাঠামো তৈরির দাবি তুলেছেন তিনি।
এ ছাড়াও বিরোধী দলনেতা অভিযোগ করেন, “পশ্চিমবঙ্গ সরকার থেকে যাঁরা বেতন-পেনশন পান, তাঁরা নিদারুণ কষ্ট আছেন। তাঁরা সরকারের স্বেচ্ছাচারিতার স্বীকার। বিধানসভায় কেন্দ্রীয় হারে বেতন ও মহার্ঘ ভাতার দাবি জানিয়েছি। শুধু মহার্ঘ ভাতা বললে আমাকে বলতে দিত না। আমি বলেছি এই সরকারের আমলে চুক্তিভিত্তিক কর্মীদের না খেতে পাওয়ার অবস্থা।”
নিয়োগ নিয়ে তাঁর অভিযোগ, “বাংলায় ৬ লক্ষ পদের অবলুপ্তি ঘটিয়েছেন। রিক্রুমেন্ট বোর্ড অচল করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ৩০ লক্ষ পদে নিয়োগ করছেন না। বাংলায় ২ কোটি বেকারের আর্তনাদ শোনা যাচ্ছে।”
আরও পড়ুন: ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ১০০ টাকা, জানুন কোথায় কত