Homeখেলাধুলোফুটবলইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির নায়ক পেত্রাতোস

ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির নায়ক পেত্রাতোস

প্রকাশিত

১-০ গোলে জিতে ডুরান্ড কাপ ঘরে তুলল মোহনবাগান। ২০০৪ সালে যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হেরে ডুরান্ড হাতছাড়া হয়েছিল এ বার সেই ইস্টবেঙ্গলকেই হারিয়ে চ্যাম্পিয়ন হল সবুজ-মেরুন। উল্লেখযোগ্য ভাবে লাল-হলুদকে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন হল ১০ জনের মোহনবাগান।

খেলার শুরু থেকে দু’দলই চাপ বাড়ানোর চেষ্টা করছে। নিজেদের মধ্যে পাস খেলে প্রান্ত ধরে আক্রমণে ওঠার চেষ্টা করেন দুই প্রধানের ফুটবলাররা। তবে গোলশূন্যই রয়ে যায় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমণ বাড়ায় ইস্টবেঙ্গল। বার বার বাগান বক্সে উঠে আসছেন নন্দকুমারেরা। চাপ বাড়ছে বাগান রক্ষণে। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি লাল-হলুদ। বেশ কিছু অনবদ্য সেভ করেন মোহনবাগান গোলরক্ষক বিশাল। মোহনবাগানের দাপট কিছুটা হলেও বেশি ছিল।

খেলার ৬০ মিনিটের মাথায় সিভেরিয়োকে বাজে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় অনিরুদ্ধ থাপাকে। ৩০ মিনিটের বেশি সময় ধরে ১০ জনে খেলতে হয় মোহনবাগানকে। অন্য দিকে, ইস্টবেঙ্গলের কাছে এই প্রায় আধঘণ্টা ‘অ্যাডভান্টেজ’।

৭১ মিনিটের মাথায় প্রতি-আক্রমণ থেকে বল ধরে অনেকটা দৌড়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে দ্বিতীয় পোস্ট দিয়ে গোল করেন দিমিত্রি পেত্রাতোস। ১-০-তে এগিয়ে যায় মোহনবাগান। কার্যত মোহনবাগানকে একক প্রচেষ্টায় এগিয়ে দেন পেত্রাতোস। ম্যাচের শেষ অবধি সেই ফলাফলের আর কোনো বদল হয়নি।

বিশ্লেষকদের মতে, মোহনবাগান দশ জন হয়েও ১-০ জয়। নিঃসন্দেহে বাগানের রক্ষণ এই ম্যাচে যথেষ্ট ভালো খেলেছে। ইস্টবেঙ্গল কিন্তু বাগান ১০ জন হওয়ার সুযোগটা নিতে পারেনি। উল্টে তাদের ডিফেন্সের দুর্বলতার কারণে তারা গোল খেয়ে গেছে। গ্রুপ-লিগের ডার্বিতে যেমন খেলেছিল লাল-হলুদ, তার একাংশ এদিন খেলতে পারেনি।

উল্টো দিকে, রবিবাসরীয় যুবভারতীতে ১০ জন হয়ে যাওয়ার পরেই গোল পায় মোহনবাগান। পেত্রাতোসের একমাত্র গোলেই জয় ছিনিয়ে নেয় সবুজ-মেরুন ব্রিগেড। দিনের শেষে, ১৯ বছর আগের বদলাটা নিয়েই ফেলল মোহনবাগান। সঙ্গে এই বছর ডুরান্ডের গ্রুপ পর্বে হারের জ্বালাতেও লাগল প্রলেপ।

আরও পড়ুন: এশিয়া কাপ: ভারতের ইনিংসের পর বৃষ্টির জন্য খেলা বাতিল, পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি

সাম্প্রতিকতম

বুধবার থেকে বাংলাদেশ সফরে ভারতের বিদেশসচিব বিনয় কোয়াত্রা

খবর অনলাইন ডেস্ক: ভারতের বিদেশসচিব বিনয় কোয়াত্রা আজ বুধবার বাংলাদেশ সফরে যাচ্ছেন। দুটি দেশের...

“কেউ কি সূর্যকুমার যাদবের ডিএনএ টেস্ট করেছে?”, কেন এ কথা বললেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার  

খবর অনলাইন ডেস্ক: “কেউ কি সূর্যকুমার যাদবের ডিএনএ টেস্ট করেছে? এই মানুষটা একেবারে আলাদা।...

তিন নির্দল বিধায়কের সমর্থন প্রত্যাহার, সংখ্যাগরিষ্ঠতা হারাল হরিয়ানার বিজেপি সরকার

খবর অনলাইন ডেস্ক: তিন জন নির্দল বিধায়ক সমর্থন তুলে নেওয়ার পর হরিয়ানায় নবাব সিং...

মোটামুটি শান্তিতে কাটল তৃতীয় দফা, ভোটের হার ৬২.৮৭%  

এ দিন সবচেয়ে বেশি ভোট পড়েছে অসমে। সে রাজ্যে ভোটের হার ৭৫.৫৩ শতাংশ। তার পরেই রয়েছে গোয়া, ৭৪.৪৭ শতাংশ। তার পরেই রয়েছে পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন

ত্রিমুকুট অধরাই থাকল, হার মোহনবাগানের, আইএসএল ফাইনালে বদলা নিল মুম্বই

মোহনবাগান সুপার জায়েন্ট: ১ (কামিংস) মুম্বই সিটি এফসি ৩ (দিয়াজ, বিপিন, ইয়াকুব) খবর অনলাইন ডেস্ক:...

আইএসএল ফাইনাল: মোহনবাগানের কোচ চান ‘বৃত্ত সম্পূর্ণ’ করতে, মুম্বইয়ের কোচ চান যুবভারতীকে নিস্তব্ধ করতে    

খবর অনলাইন প্রতিনিধি: আজ শনিবার দেশীয় ফুটবলে মহারণ। আইএসএল ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার...

১৯৭৪-এর এএফসি যুব চ্যাম্পিয়ন ভারতীয় দলের ফুটবলারদের সংবর্ধনা এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের

নিজস্ব প্রতিনিধি: ঠিক পঞ্চাশ বছর হয়ে গেল। দিনটা ছিল ৩০ এপ্রিল ১৯৭৪। ভারতের ফুটবলে...