Homeখেলাধুলোক্রিকেটএশিয়া কাপ: মেহিদি আর শান্তর জোড়া সেঞ্চুরি, আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ সুপার ৪-এ

এশিয়া কাপ: মেহিদি আর শান্তর জোড়া সেঞ্চুরি, আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ সুপার ৪-এ

প্রকাশিত

বাংলাদেশ: ৩৩৪-৫ (মেহিদি ১১২, শান্ত ১০৪, নাইব ১-৫৮)

আফগানিস্তান: ২৪৫ (৪৩.৪ ওভার) (ইব্রাহিম ৭৫, শাহিদি ৫১, তাসকিন ৪-৪৪, শরিফুল ৩-৩৬)  

লাহোর: আগের দিন শ্রীলঙ্কার কাছে হেরে কিছুটা বেকায়দায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ৪-এ যেতে হলে রবিবার তাদের জিততেই হত আফগানিস্তানের বিরুদ্ধে।

আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তান আর হেলাফেলার দল নয়। তাদের কোয়ালিফাইং রাউন্ড খেলে বিশ্বকাপ ক্রিকেটের মূল পর্বে খেলতে হয় না। তারা সরাসরিই মূল পর্বে খেলে। সুতরাং সেই আফগানিস্তানের বিরুদ্ধে জেতাটা যে খুব সহজ নয় তা বাংলাদেশ ভালোই জানত। কিন্তু রবিবার সেই কাজটা সহজেই সম্পন্ন করল তারা।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ করে ৫ উইকেটে ৩৩৪। হিসেব বলছিল, সুপার ৪-এ যেতে হলে আফগানিস্তানকে ২৭৯ রানের মধ্যে বেঁধে রাখতে হবে। শেষ পর্যন্ত আফগানিস্তান ২৪৫ রানে ইনিংস শেষ করে। ফলে নির্দিষ্ট গণ্ডির মধ্যে প্রতিপক্ষকে বেঁধে রেখে তাদের ৮৯ রানে হারিয়ে বাংলাদেশ চলে গেল সুপার ৪-এ।

বাংলাদেশের দুর্দান্ত ব্যাটিং

এ দিন লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ ‘বি’-র ম্যাচে টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট নেয়। ওপেনিং জুটি মহম্মদ নাইম এবং মেহিদি হাসান মিরাজ ভালোই শুরু করেন আফগানিস্তানের বিরুদ্ধে। আফগানিস্তানের বোলাররা বাংলাদেশের ব্যাটারদের ওপরে কখনোই তেমন প্রভাব বিস্তার করতে পারেননি।

বাংলাদেশ প্রথম উইকেট হারায় ৬০ রানে। নাইম ৩২ বলে ২৮ রান করে মুজিব উর রহমানের বলে বোল্ড হন। ৩ রান পরেই আবার উইকেট পতন। তিন নম্বর ব্যাটার তৌহিদ হৃদয় কোনো রান না করেই গুলবাদিন নাইবের বলে ইব্রাহিম জাদরানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে পা বাড়ান।  

মেহিদির সঙ্গে যোগ দেন নাজমুল হোসেন শান্ত। এবং খেলার ধরন একেবারেই পালটে যায়। তৃতীয় উইকেটের জুটিতে দু’জনে যোগ করেন ১৯৪ রান। ইতিমধ্যে মেহিদির শতরান সম্পূর্ণ হয়। দলের ২৫৭ রানের মাথায় আহত হয়ে ম্যাচ থেকে সরে দাঁড়ান মেহিদি। এর পর শান্তর সেঞ্চুরি এবং মুসফিকুর রহমান ও শাকিব আল হাসানের বাটিংয়ের ভর করে বাংলাদেশ পৌঁছে যায় ৩৩৪ রানে। মুসফিকুর ২৫ রান করে রান আউট হন এবং শাকিব ৩২ রান করে নট আউট থাকেন।

২৪৫-এ গুটিয়ে গেল আফগানরা

জয়ের জন্য আফগানিস্তানের লক্ষ্যমাত্রা ছিল ৩৩৫ রান। দলের ১ রানের মাথায় তারা প্রথম উইকেট হারায়। রহমানুল্লাহ গুলবাজ ১ রান করে শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউ হন। দলের হাল ধরেন ইব্রাহিম জাদরান। আফগানিস্তান কিন্তু তুলনামূলক ভাবে খুব খারাপ খেলেনি।

দলের দ্বিতীয় উইকেট পড়ে ৭৯ রানে। ৩৩ রান করে তাসকিন আহমেদের বলে বোল্ড হন রহমত শাহ। ইব্রাহিমের সঙ্গে জুটি বাঁধেন হাশমাতুল্লা শাহিদি। তাঁরা দলকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু দলের ১৩১ রানের মাথায় ৭৫ রান করে ইব্রাহিম আউট হন হাসান মাহমুদের বলে মুসফিকুরের হাতে ক্যাচ দিয়ে।

খেলতে থাকেন শাহিদি এবং নাজিবুল্লাহ জাদরান। কিন্তু দলের ১৯৩ রানের মাথায় নাজিবুল্লাহ আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগানিস্তান। বাকি ৬টি উইকেট পড়ে যায় ৫২ রানের মধ্যে। বাংলাদেশের হয়ে বল হাতে ভেলকি দেখান তাসকিন আহমেদ (৪-৪৪) এবং শরিফুল ইসলাম (৩-৩৬)। মেহেদি হাসান মিরাজ ‘প্লেয়ার অব দ্য ম্যাচ হন।      

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...