Homeশিল্প-বাণিজ্যরুপির রেকর্ড পতন! ডলার প্রতি ৮৩.২৯-এর সর্বকালের সর্বনিম্ন স্তরে ভারতীয় মুদ্রা

রুপির রেকর্ড পতন! ডলার প্রতি ৮৩.২৯-এর সর্বকালের সর্বনিম্ন স্তরে ভারতীয় মুদ্রা

প্রকাশিত

মার্কিন ডলারের বিপরীতে টানা চতুর্থ দিনে ১৩ পয়সা কমল ভারতীয় রুপি! সোমবার একটা সময় মার্কিন ডলারের বিপরীতে ৩৩.২৯-এ নেমে আসে রুপি। যা সর্বকালের সর্বনিম্ন। মূলত বিশ্ববাজারে ঝুঁকি বিমুখতা এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণেই এই পতন বলে অনুমান বিশ্লেষকদের।

বলে রাখা ভালো, আন্তর্জাতিক বাজারে অন্যান্য মুদ্রার তুলনায় ডলারের শক্তি ক্রমশ বাড়ছে। যে কারণে, রুপির প্রতি বিনিয়োগকারীদের মনোভাব যথেষ্ট দুর্বল হয়েছে। বৈদেশিক মুদ্রা (ফরেক্স) ব্যবসায়ীরা জানান, এর বাইরে দেশীয় শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব বিনিয়োগকারীদের মনোভাবকেও প্রভাবিত করেছে।

আন্তঃব্যাঙ্ক বৈদেশিক মুদ্রা বিনিময় বাজারে, রুপি এ দিন ৮৩.০৯-এ খুলেছিল। এ দিনের লেনদেনের একটা সময় যা ডলার প্রতি ৮৩.০৯ থেকে ৮৩.৩০-এর মধ্যে ছিল। তবে এটি শেষ পর্যন্ত ডলার প্রতি ৮৩.২৯-এ (অস্থায়ী) বন্ধ হয়। উল্লেখযোগ্য ভাবে, শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময়ে যে মূল্য ছিল, তার থেকে ১৩ পয়সা পতনের মুখ দেখেছে রুপি। যা সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে চলে গিয়েছে। শুক্রবার শেষ ট্রেডিং সেশনে, রুপি ১৩ পয়সা কমে ডলার প্রতি ৮৩.১৬-তে বন্ধ হয়েছিল।

বিশ্বের ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের অবস্থান প্রতিফলিত করে ডলার সূচক। পতন ধরা পড়েছে সেখানেও। এই সূচক ০.১১ শতাংশ কমে ১০৫.২০-তে ঠেকেছে। অন্য দিকে, বেঞ্চমার্ক ক্রুড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুড ০.৪২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৯৪.৩২ ডলারে পৌঁছেছে। ব্রেন্ট ক্রুডের বৃদ্ধি ডলারের মূল্যেও প্রভাব ফেলছে।

এইচডিএফসি সিকিউরিটিজের বিশ্লেষক দিলীপ পারমারের মন্তব্য উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্টে বলা হয়েছে, এক দিকে বাজারের ঝুঁকিপূর্ণ অবস্থানের ইঙ্গিত, অন্য দিকে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ার জোরালো প্রভাব পড়েছে ভারতীয় রুপির দামে। নতুন একটি রেকর্ড (সর্বনিম্ন) পর্যায়ে পৌঁছছে, তবে দুর্বলতার প্রবণতা যে এখনও থামেনি, তেমনটাও অনুমান করা যেতে পারে।

বিশ্লেষকদের মতে, ৮৩.৫০ থেকে ৮৩.৭০-র স্তরে পৌঁছাতে পারে ভারতীয় রুপি। যেখানে সাপোর্ট হতে পারে ৮৩। এর নেপথ্যে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কারণ। এগুলির মধ্যে যেমন রয়েছে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়া, শক্তিশালী ডলার, তেমনই রয়েছে বৈদেশিক তহবিলের বহিঃপ্রবাহ এবং একটি বিস্তৃত বাণিজ্য ঘাটতি।

আরও পড়ুন: কেন সংসদের বিশেষ অধিবেশন ডাকা হল? কী বলছে বিরোধীরা?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

অভিমন্যু ঈশ্বরণ ও মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সে রনজি ট্রফিতে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা। শামি নিলেন ৭ উইকেট, ম্যাচের সেরা তিনি।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকা থেকে আল আমিন: দেশের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো...

আরও পড়ুন

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।