Homeখবরদেশরাজ্য বিশ্ববিদ্যালয়গুলির ফিনান্স অফিসারদের বৈঠকে ডাকল উচ্চ শিক্ষা দফতর

রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির ফিনান্স অফিসারদের বৈঠকে ডাকল উচ্চ শিক্ষা দফতর

প্রকাশিত

খবরঅনলাইন ডেস্ক: ১১টি রাজ্য বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারদের সঙ্গে বসতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দফতর। আগামী ২০ সেপ্টেম্বর বুধবার ‘নবান্ন’য় ওই বৈঠক বসবে। বিভিন্ন রাজ্য বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করাকে কেন্দ্র করে রাজ্যের তৃণমূল সরকার এবং রাজভবনের মধ্যে যে উত্তেজনা বাড়ছে, তার প্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে।

আলোচ্য বৈঠকে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির ‘মানবসম্পদ পরিচালন ব্যবস্থা’ তথা  হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (এইচআরএমএস, HRMS) নিয়ে আলোচনা করা হবে। তবে বৈঠকের প্রকৃত আলোচ্যসূচি কী সে সম্পর্কে সরকারের তরফে পরিষ্কার করে কিছু বলা হয়নি।

সংশ্লিষ্ট মহলে এ রকম একটা আশঙ্কা করা হচ্ছে যে, একবার যদি বিশ্ববিদ্যালয়গুলিতে মানবসম্পদ পরিচালন ব্যবস্থা চালু করা হয় তা হলে তাদের আর্থিক স্বায়ত্তশাসনে হস্তক্ষেপ করা হবে।

এই আশঙ্কা তখনই প্রথম সৃষ্টি হয় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়ে বলেন, যে সব বিশ্ববিদ্যালয় রাজ্যপালের নির্দেশে চলবে তাদের আর্থিক সাহায্য বন্ধ করে দিয়ে অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করা হবে।

যে ভাবে ফিনান্স অফিসারদের বৈঠক ডাকা হয়েছে তাতে অসন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন। যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জুটা), কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (কুটা), রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (আরবিইউটিএ), পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ওয়াবকুটা) প্রভৃতি সংগঠন এক যৌথ বিবৃতিতে বলেছে, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি যে, উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানগুলির স্বশাসনের সামান্য যেটুকু অবশিষ্ট আছে তাকেও বাজেয়াপ্ত করতে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর পরিকল্পিত প্রচেষ্টা শুরু করেছে।”   

সাম্প্রতিকতম

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

ভোট দিন আর ডিসকাউন্ট পান! নির্বাচনী মরশুমে অফারের ছড়াছড়ি

দেশে লোকসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। আজ, শুক্রবার দ্বিতীয়...