Homeখবরদেশরেল বোর্ডের বড়ো সিদ্ধান্ত! ট্রেন দুর্ঘটনায় আর্থিক সাহায্যের পরিমাণ বাড়ল ১০গুণ

রেল বোর্ডের বড়ো সিদ্ধান্ত! ট্রেন দুর্ঘটনায় আর্থিক সাহায্যের পরিমাণ বাড়ল ১০গুণ

প্রকাশিত

ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বা আহত হলে প্রদত্ত আর্থিক সাহায্যের পরিমাণ ১০ গুণ বাড়িয়েছে ভারতীয় রেলওয়ে বোর্ড। যা শেষ বার ২০১২ এবং ২০১৩ সালে সংশোধিত হয়েছিল।

রেল বোর্ড জানিয়েছে, এখন ট্রেন দুর্ঘটনা এবং অপ্রীতিকর কোনো ঘটনায় সম্পর্কিত মৃত ও আহত যাত্রীদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের পরিমাণ সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৮ সেপ্টেম্বর তারিখের একটি সার্কুলার অনুযায়ী, পথচলতি ক্ষতিগ্রস্তদের জন্যও আর্থিক সাহায্যের পরিমাণ বাড়ানো হয়েছে। বিশেষ করে যাঁরা মানুষচালিত লেভেল ক্রসিং দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১৮ সেপ্টেম্বর থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

রেলওয়ে বোর্ডের সার্কুলার অনুসারে, ট্রেন এবং মানবচালিত লেভেল ক্রসিং দুর্ঘটনায় নিহতদের পরিবার এখন ৫ লক্ষ টাকা পাবেন। গুরুতর আহতদের আড়াই লক্ষ টাকা করে দেওয়া হবে। সামান্য আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা দেওয়া হবে। আগে এই আর্থিক অনুদানের পরিমাণ ছিল ২৫ হাজার টাকা এবং ৫ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যে কোনো অপ্রীতিকর ঘটনায় নিহত, গুরুতর আহত এবং মাঝারি ভাবে আহতদের যথাক্রমে দেড় লক্ষ, ৫০ হাজার এবং ৫ হাজার টাকা দেওয়া হবে। যেখানে আগে এই পরিমাণ ছিল ৫০ হাজার টাকা, ২৫ হাজার টাকা এবং ৫ হাজার টাকা। বলে রাখা ভালো, অপ্রীতিকর ঘটনার মধ্যে রয়েছে জঙ্গি হামলা, হিংসাত্মক আক্রমণ এবং ট্রেনে ডাকাতির মতো অপরাধ।

ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রে, গুরুতর আহত যাত্রীদের জন্য অতিরিক্ত আর্থিক সাহায্য ঘোষণা করা হবে। যাঁরা ৩০ দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকবেন, তাঁরা এই অনুদান পাবেন। প্রতিদিন ১০ দিনের সময়কাল বা হাসপাতাল থেকে ছুটির শেষ তারিখে (যেটি আগে হবে), প্রতিদিন ৩ হাজার টাকা করে দেওয়া হবে। গুরুতর আঘাতের ক্ষেত্রে, ছয় মাসের জন্য বা হাসপাতাল থেকে ছুটি পর্যন্ত (যেটি আগে হবে) প্রতিদিন দেড় হাজার টাকা দেওয়া হবে।

পাশাপাশি, হাসপাতালে ভর্তির পরবর্তী পাঁচ মাস প্রতি ১০ দিনের শেষে অথবা ডিসচার্জের তারিখ পর্যন্ত (যেটি আগে হবে) প্রতিদিন সাড়ে ৭০০ টাকা করে দেওয়া হবে। একই সঙ্গে রেল বোর্ড স্পষ্ট করেছে, “মানবহীন ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটলে, ওভার হেড ইকুইপমেন্ট দ্বারা বিদ্যুৎস্পৃষ্ট পথচলতি ব্যক্তিদের ক্ষেত্রে” কোনো আর্থিক অনুদান দেওয়া হবে না।

আরও পড়ুন: শুধুই বৃষ্টি আর বৃষ্টি! নিম্নচাপের জেরে কোথায় কেমন থাকবে আবহাওয়া

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।