Homeখবররাজ্যশুধুই বৃষ্টি আর বৃষ্টি! নিম্নচাপের জেরে কোথায় কেমন থাকবে আবহাওয়া

শুধুই বৃষ্টি আর বৃষ্টি! নিম্নচাপের জেরে কোথায় কেমন থাকবে আবহাওয়া

প্রকাশিত

কলকাতা: পূর্বাভাস মতোই বৃহস্পতিবার সকাল থেকেই শুরু বৃষ্টি। শুক্রবার পর্যন্ত বৃষ্টির আরও একটি স্পেল চলবে রাজ্যে। আগামী দু’দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে বর্তমানে বাংলা-ওড়িশা উপকূলে অবস্থান করছে। অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা বাংলা-ওড়িশা উপকূলের বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। জোড়া ফলায় দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে।

হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার পর্যন্ত বৃষ্টির আরও একটি স্পেল চলবে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতিবার থেকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ এবং আগামীকাল বীরভূম ও মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্য দিকে, আজ থেকে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সপ্তাহভর উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।  বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের মতো উত্তরবঙ্গের তিনটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবারে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায়।

দক্ষিণবঙ্গে ২৩ সেপ্টেম্বর থেকে বৃষ্টির পরিমাণ কমবে, কিন্তু হালকা বৃষ্টি চলবে। ২৬ তারিখে বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে। নিম্নচাপের জন্য ২১ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। কলকাতায় আগামী ২৩ তারিখ পর্যন্ত মেঘলা আকাশ মাঝেমধ্যে বৃষ্টি হবে। আগামী ২ দিন তাপমাত্রা একই থাকবে। ২৩ সেপ্টেম্বর থেকে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।

আরও পড়ুন: কলকাতা লিগ: ডেভিডের জোড়া গোল, ইস্টবেঙ্গলকে হারিয়ে খেতাবের কাছাকাছি মহমেডান  

সাম্প্রতিকতম

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পে নতুন উদ্যোগ, এ বার উপভোক্তাদের ঘরে পৌঁছবে লাইফ সার্টিফিকেট

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের হাতে ঘরে গিয়ে তুলে দেওয়া হচ্ছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট। রাজ্যের লক্ষাধিক প্রবীণ, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকরা উপকৃত।

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পে নতুন উদ্যোগ, এ বার উপভোক্তাদের ঘরে পৌঁছবে লাইফ সার্টিফিকেট

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের হাতে ঘরে গিয়ে তুলে দেওয়া হচ্ছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট। রাজ্যের লক্ষাধিক প্রবীণ, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকরা উপকৃত।

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

ইডির মামলায় জামিন কল্যাণময়ের, তবে এখনও জেলমুক্তি নয়, অন্য কোন মামলায় তাঁকে থাকতে হবে জেলে?

ইডির মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তবে সিবিআইয়ের মামলায় জেল হেফাজতেই থাকছেন তিনি।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে