Homeদুর্গাপার্বণ‘ঋতুমতী, এসো পূর্ণ করো’, এ বারের পুজোয় সামাজিক বার্তা দিচ্ছে পাথুরিয়াঘাটা পাঁচের...

‘ঋতুমতী, এসো পূর্ণ করো’, এ বারের পুজোয় সামাজিক বার্তা দিচ্ছে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী

প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি: উত্তর কলকাতার ‘পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি’র পুজো এ বার ৮৪ বছরে পড়ল। এ বার এই পুজোর থিম ‘ঋতুমতী, এসো পূর্ণ করো’।

কী বোঝাতে চাওয়া হয়েছে এই থিমের মাধ্যমে? জনগণের কাছে কী বার্তা দেওয়া হয়েছে? এই পুজো যিনি সামগ্রিক ভাবে পরিকল্পনা করেছেন সেই মানুষটি হলেন শিল্পী মানস রায়। মানসবাবুর সঙ্গে কথা হচ্ছিল। তিনি প্রাঞ্জল করে গোটা বিষয়টি বুঝিয়ে দিলেন।

মানসবাবু জানালেন, একটা নির্দিষ্ট বয়সের পর প্রতিটি নারী ঋতুমতী হন। প্রতি মাসেই একবার করে ঘুরেফিরে আসে ঋতুচক্রের ৪টি দিন। ওই ৪টি দিন নিয়ে আসে নারীত্বের পূর্ণতা। ঋতুমতী কথাটি অত্যন্ত অর্থবহ। এই কথাটির মধ্যেই রয়েছে নারীশরীরে নতুন একটি প্রাণের সঞ্চার হওয়ার খবর, মেলে তার আগমনবার্তা। ঋতুচক্রের মধ্য দিয়েই নারী মাতৃত্বের স্বাদ পান। নবজীবনের বার্তা বয়ে আনা ঋতুচক্র স্ফূর্তি আনে নারীর মনে।

মানসবাবু বলছিলেন, অথচ এই ঋতুচক্র নিয়েই আমাদের মধ্যে নানান রকম সামাজিক কুসংস্কার কাজ করে। মাসের এই কটা দিন নারী যেন মুখ লুকিয়ে থাকে। কোনো রকম ধর্মীয় কাজ, সামাজিক কাজ বা পারিবারিক কাজে তাকে যোগ দিতে দেওয়া হয় না। এই কুসংস্কার ভাঙতে হবে।

মানসবাবুর কথায়, “নারীদের ঋতুচক্র নিয়ে যে মানুষের মনে যে সংস্কার কাজ করে তা কাটানোর সামাজিক বার্তা দিচ্ছি আমাদের পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীর পুজোয়।”

পুজোর থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে মণ্ডপ গড়া হচ্ছে। আর তার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা গড়ছেন সনাতন পাল। আবহ তৈরি করছেন ক্যাকটাস ব্যান্ডের গায়ক সিধু। ভাষ্যে রয়েছেন দেবদূত ঘোষঠাকুর। আলোর দায়িত্বে রয়েছেন দেবাশিস দাশ ও প্রচ্ছদের দায়িত্বে রয়েছেন দীপকুমার দেব।

আরও পড়ুন

৮৭তম বছরে দক্ষিণ কলকাতার ‘শিবমন্দির’-এর পুজোর থিম ‘আগল’

৭০ বছরে সুরুচি সংঘের পুজো, এ বারের থিম ‘মা তোর একই অঙ্গে এত রূপ’     

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

কবে পড়ছে ষষ্ঠী থেকে দশমী? জেনে নিন ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

প্রকাশিত হল ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট। মহালয়া ১০ অক্টোবর, ষষ্ঠী ১৭ অক্টোবর, বিজয়া দশমী ২১ অক্টোবর। অপেক্ষায় বাঙালি।