নিজস্ব প্রতিনিধি: মহানগরী কলকাতার অন্যতম জনপ্রিয় সর্বজনীন দুর্গাপুজো সুরুচি সংঘের পুজো। নিউ আলিপুরের সুরুচি সংঘের পুজো এ বার ৭০ বছরে পড়ল। এ বারের সুরুচি সংঘের পুজোর থিমের ক্যাচলাইন হল ‘মা তোর একই অঙ্গে এত রূপ’। থিম সৃজনে শিল্পী গৌরাঙ্গ কুইলা।
বুধবার সুরুচি সংঘ ক্লাবে এ বারের পুজোর থিমের ক্যাচলাইন প্রকাশ করা হল। একই সঙ্গে এ বছর সুরুচি সংঘের পক্ষ থেকে সকলের কাছে প্লাস্টিক বর্জনের ডাক দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষার্থেই এই উদ্যোগ নিয়েছে দক্ষিণ কলকাতার এই ক্লাব। এ বারের পুজোর প্রচারের জন্য যথাসম্ভব কাপড়ের ব্যানার/ফ্লেক্স ব্যবহার করার আবেদন জানানো হয়েছে।
এ দিন থিমের ক্যাচলাইন প্রকাশের পাশাপাশি ‘কাপড়ের ব্যানারের মাধ্যমে প্রচার শুরু’র উদ্বোধনী অনুষ্ঠান হল। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরুচি সংঘের পুজোর সাধারণ সম্পাদক স্বরূপ বিশ্বাস, সুরুচি সংঘ ক্লাবের সভাপতি কিংশুক মৈত্র এবং শিল্পী গৌরাঙ্গ কুইলা।
সুরুচি সংঘের পুজোর ব্যানারে যে কালি ব্যবহার করা হয়েছে তা লেড ফ্রি বলে জানানো হয়েছে পুজো উদ্যোক্তাদের তরফ থেকে।
ছবি: রাজীব বসু
আরও পড়ুন