Homeখেলাধুলোফুটবলএএফসি কাপ: ভুলের প্রায়শ্চিত্ত করে কামিংস-এর জোড়া গোল, মালদ্বীপের মাজিয়াকে হারাল মোহনবাগান

এএফসি কাপ: ভুলের প্রায়শ্চিত্ত করে কামিংস-এর জোড়া গোল, মালদ্বীপের মাজিয়াকে হারাল মোহনবাগান

প্রকাশিত

মোহনবাগান সুপার জায়েন্ট: ২ (জেসন কামিংস) মাজিয়া এস অ্যান্ড আরসি: ১ (তোমোকি ওয়াড়া)

কলকাতা: প্রথম ম্যাচে ওড়িশা এফসিকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মাজিয়াকে হারাল মোহনবাগান। ২০২৩-২৪ এএফসি কাপের গ্রুপ ডি-তে আপাতত শীর্ষে তারা।

সোমবার সল্ট লেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ২-১ গোলে হারাল। দুটি গোলই করেন অস্ট্রেলীয় ফুটবলার জেসন কামিংস। মোহনবাগান এর আগের ম্যাচে ওড়িশা এফসিকে ৪-০ গোলে হারিয়েছিল।

এ দিন এটি মাজিয়ারও দ্বিতীয় ম্যাচ ছিল। প্রথম ম্যাচে তারা বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ৩-১ গোলে হারায়। এ দিকে সোমবার আর-একটি ম্যাচে বসুন্ধরা ৩-২ গোলে হারায় ওড়িশা এফসিকে।

২৮ মিনিটে মোহনবাগানের প্রথম গোল

এ দিন মোহনবাগানের প্রথম গোল পেতে পেতে প্রথমার্ধের ২৮ মিনিট কেটে যায়। ম্যাচের শুরু থেকেই মোহনবাগান আক্রমণে শান দেয়। কিন্তু মাজিয়া কিছুক্ষণের মধ্যেই প্রতি-আক্রমণে উঠে আসে। প্রাথমিক চাপ কাটিয়ে উঠে মোহনবাগানও আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। ১৩ মিনিটে দিমিত্রি পেত্রাতোস কর্নার কিক থেকে জেসন কামিংস-এর উদ্দেশে বল দেন। কামিংস হেড করে মাজিয়ার জালে বল জড়ানোর চেষ্টা করেন। মাজিয়ার গোলকিপার হুসেন শরিফ প্রথমে বলটা ধরতে পারেননি কিন্তু কিছু বিপদ ঘটার আগেই বল ধরে ফেলেন।

দু’ পক্ষে আক্রমণ প্রতি-আক্রমণের খেলা চলতে থাকে। শেষ পর্যন্ত গোল পেয়ে যায় সবুজ-মেরুন বাহিনী। বল নিয়ে দৌড়োতে দৌড়োতে হুগো বুমৌস পাস করেন কামিংসকে। কামিংস মাজিয়ার বক্সের ঠিক বাইরে থেকে শট নেন। নিচু বল শরিফের নাগাল এড়িয়ে ঢুকে যায় মাজিয়ার গোলে। মোহনবাগান এগিয়ে যায় ১-০ গোলে।

কামিংস-এর গোল।

কায়দা করে পেনাল্টি মিস কামিংস-এর

ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি পায় মোহনবাগান। মাজিয়ার রক্ষণের খেলোয়াড় বক্সের মধ্যে মোহনবাগানের আরমান্দো সদিকুকে ফেলে দেন। পেনাল্টি কিক নিতে আসেন কামিংস। তখন তাঁর মাথায় বোধহয় ২০১৬ সালে লা লিগার একটি ম্যাচের কথা ঘুরছিল। সেই ম্যাচে সেলতা ভিগোর বিরুদ্ধে পেনাল্টি পেয়ে মেসি এবং সুয়ারেজ কায়দা করে গোল করেছিলেন। মেসি পেনাল্টি স্পট থেকে সুয়ারেজকে বল বাড়িয়ে দিয়েছিলেন। সুয়ারেজ সেটি গোলে ঠেলে দেন।

কিন্তু যা মেসি-সুয়ারেজ পারবেন তা সবাই পারবেন এমন ভাবার কোনো কারণ নেই। কিন্তু পারবেন ভেবেই পেনাল্টি স্পট থেকে কামিংস বল বাড়িয়ে দেন পেত্রাতোসকে। কিন্তু পেত্রাতোস বল ধরার আগেই বিপক্ষের আন্টিক বল ধরে দলকে দ্বিতীয় গোল থেকে বাঁচান।

ম্যাচের ৪৫ মিনিটেই গোল শোধ করে মাজিয়া। মোহনবাগানের বক্সের ঠিক বাইরে বল পেয়ে যান তোমোকি ওয়াড়া। দুর্দান্ত শটে তিনি পরাস্ত করেন মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথকে। তখন নিশ্চয় পেনাল্টি থেকে গোল না করার ব্যাপারটি নিয়ে আপশোশ করছিলেন কামিংস।

খেলা শেষে। দু’ হাত মেলে কামিংস।

অতিরিক্ত সময়ে কামিংস-এর জয়সূচক গোল

দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরু হওয়ার ৫ মিনিটের মধ্যেই মোহনবাগানকে গোল পাওয়া থেকে বঞ্চিত করেন মাজিয়ার গোলকিপার শরিফ। প্রথমে পেত্রাতোসের শট বাঁচান শরিফ। বল রিবাউন্ড করে চলে যায় কামিংস-এর কাছে। কামিংস গোল লক্ষ্য করে শট নেন। কিন্তু শরিফ আবার বাঁচিয়ে দেন।

৪ মিনিটের মধ্যেই আবার সুযোগ। এ বার গোল লক্ষ্য করে কোলাসোর শট। এ বারও ত্রাতা শরিফ। ৪ মিনিট পরে সবাইকে চমকে দেন আরমান্দো সদিকু। বহু বহু দূর থেকে শট নেন মাজিয়ার গোল লক্ষ্য করে। এ বারেও বাঁচিয়ে দেন শরিফ। এ ভাবেই মোহনবাগানের আক্রমণ চলতে থাকে। কিন্তু জয়সূচক গোলের জন্য অপেক্ষা করতে হয় নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর অতিরিক্ত সময়ের ২ মিনিট পর্যন্ত। ভুলের প্রায়শ্চিত্ত করলেন কামিংস। সহল দুর্দান্ত পাস দেন কামিংসকে। বক্সের মধ্যে কিছুটা দৌড়ে যান কামিংস। সামনে শুধু শরিফ। শরিফকে কাটিয়ে বল ঠেলে দেন গোলে। এর পরেও ৫ মিনিট খেলা চলে। শেষ পর্যন্ত মোহনবাগান ২-১ গোলে জেতে।

ছবি: সঞ্জয় হাজরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বল, নাম ‘ট্রাইওন্ডা’, জানুন বিশেষত্ব

নিউ ইয়র্কে প্রকাশ্যে এল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল বল ‘ট্রাইওন্ডা’। অ্যাডিডাস তৈরি এই বলের নকশায় ফুটে উঠেছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর প্রতীক। সেন্সর প্রযুক্তিতে আরও নির্ভুল হবে VAR সিদ্ধান্ত।

নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ, হাওড়া ফ্র্যাঞ্চাইজির কোচ হচ্ছেন ব্যারেটো

আগামী নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ। ৮ দলের লড়াইয়ে কোচ হিসেবে দেখা যেতে পারে ব্যারেটোকে। সহকারী হতে পারেন দীপক মণ্ডল, মেন্টর শিশির ঘোষ। বিদেশি ফুটবলারের উপস্থিতি ও ঝকঝকে সম্প্রচার পরিকল্পনায় জমজমাট টুর্নামেন্টের প্রস্তুতি।

চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

১৪ বছর পর ফের যুবভারতী স্টেডিয়ামে ফিরছেন লিওনেল মেসি। ম্যাচ নয়, অংশ নেবেন ‘গোট কনসার্টে’। ইডেনের বদলে যুবভারতী কেন বেছে নেওয়া হল, জানুন বিস্তারিত।