Homeখেলাধুলোএশিয়ান গেমস: মহিলাদের ৫ হাজার মিটার দৌড়ে সোনা এনে দিলেন পারুল

এশিয়ান গেমস: মহিলাদের ৫ হাজার মিটার দৌড়ে সোনা এনে দিলেন পারুল

প্রকাশিত

মঙ্গলবার ভারতের পদক তালিকায় আরও একটি সোনা। এশিয়ান গেমস (Asian Games) মহিলাদের ৫ হাজার মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়ে সোনা এনে দিলেন ২৮ বছর বয়সি পারুল চৌধরি (Parul Chaudhary)। ৩ হাজার মিটার স্টিপলচেজে রুপো জেতার পর এ বার ৫ হাজার মিটারে সোনা জিতলেন তিনি।

আগের দিন, সোমবার ৩ হাজার মিটার দৌড়ের ফাইনালে নেমেছিলেন পারুল। সেখানে দ্বিতীয় স্থানে শেষ করে রুপো পান তিনি। তবে সেটাই যথেষ্ট ছিল না। সে কথা মঙ্গলবার প্রমাণ করে দিলেন তিনি। তবে এ দিনের প্রতিযোগিতাতেও ছিল টানটান উত্তেজনা।

পারুল চৌধরি প্রথমে দ্বিতীয় স্থানে ছিলেন। ধারণা করা হয়েছিল তাঁর পক্ষে সোনা জেতা হয়তো সহজ হবে না। কারণ ৫ কিলোমিটার রেসের প্রায় শেষ ধাপ পর্যন্ত দৌড়ে তিনি দ্বিতীয় স্থানে ছিলেন। এক নম্বরে ছিলেন জাপানের রিরিকা হিরোনাকা। শেষ ৫০ মিটারে নিজের গতি বাড়িয়ে নেন পারুল। টপকে যান প্রথমে থাকা জাপানের অ্যাথলিটকে। শেষে এসে বাজিমাত করে সোনা জিতে যান।

সবাইকে অবাক করে ১৫:১৪.৭৫ সময়ে শেষ করে সোনা জেতেন পারুল চৌধরি। অন্য দিকে, দ্বিতীয় স্থানে শেষ করা রিরিকা সময় নেন ১৫:১৫.৩৪।

উত্তরপ্রদেশের মেরঠের বাসিন্দা পারুলের বাবা একজন কৃষক। পারুলের জন্ম ১৯৯৫ সালের ১৫ এপ্রিল। পারুলরা চার ভাইবোন, তাঁদের মধ্যে তিনি তৃতীয়। পারুলের বড় বোনও স্পোর্টস কোটার মাধ্যমে সরকারি চাকরি করছেন। এক ভাই উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত। জানা যায়, বাবা কিসানলাল চৌধরির অনুপ্রেরণাতেই দৌড়কে বেছে নিয়েছিলেন পারুল। স্কুল স্পোর্টস দিয়ে শুরু।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সোনা জেতার পর উত্তরপ্রদেশ পুলিশকে নিয়ে বড়সড় মন্তব্য করেন পারুল। তিনি বলেন, “আমাদের উত্তরপ্রদেশ পুলিশ এমন যে স্বর্ণপদক আনলে ডিএসপি বানাবে। আমার মনের মধ্যে এই কথাটাই খেলছিল। আমি ডিএসপি হতে চেয়েছিলাম।”

আরও পড়ুন: এশিয়াড ক্রিকেট: যশস্বীর সেঞ্চুরি, নেপালকে ২৩ রানে হারিয়ে ভারত সেমিফাইনালে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ফুটবলে জট কাটল! ১৪টি দলকে নিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইএসএল, ঘোষণা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

খবর অনলাইন ডেস্ক: সব জল্পনা ও সংশয়ের অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান...

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।

১২ বছরের মধ্যে জানুয়ারিতে নজিরবিহীন শীত, কলকাতায় পারদ নামল ১০.২ ডিগ্রিতে, দক্ষিণবঙ্গে আরও নামার সতর্কতা

জানুয়ারিতে নজিরবিহীন শীত কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.২ ডিগ্রিতে—ভেঙেছে ১৫ বছরের রেকর্ড। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে শীতল দিন ও ঘন কুয়াশার সতর্কতা।

আরও পড়ুন

২০২৫-২৬ আইএসএল আয়োজন করবে এআইএফএফ, লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে

দীর্ঘ অনিশ্চয়তার অবসান। ২০২৫-২৬ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ আয়োজনের দায়িত্ব নিল এআইএফএফ। লিগ শুরুর দিন ঘোষণা হবে আগামী সপ্তাহে, ফি ও ফরম্যাট নিয়ে চলছে আলোচনা।

মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়ল যুবভারতী, চেয়ার ভাঙচুর থেকে মাঠে ঢুকে পড়া—রণক্ষেত্রের চেহারা স্টেডিয়ামের

লিয়োনেল মেসিকে গ্যালারি থেকে দেখা না যাওয়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে তীব্র বিশৃঙ্খলা। চেয়ার ভাঙচুর, বোতল ছোড়া ও ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়ে দর্শকেরা। নেতা-মন্ত্রীদের ঘিরে থাকার অভিযোগে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা।

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন লক্ষ্য সেন, ফাইনালে দাপুটে জয় জাপানের তানাকার বিরুদ্ধে

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫-এ জাপানের ইউশি তানাকাকে ২১–১৫, ২১–১১-এ হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতের লক্ষ্য সেন। মাত্র ৩৮ মিনিটে দাপুটে জয়ের মাধ্যমে বছরের প্রথম বড় খেতাব জিতলেন এই ব্যাডমিন্টন তারকা। এই জয়ে ফের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সেরা ১০-এর পথে লক্ষ্য।