Homeখেলাধুলোক্রিকেটএশিয়াড ক্রিকেট: যশস্বীর সেঞ্চুরি, নেপালকে ২৩ রানে হারিয়ে ভারত সেমিফাইনালে

এশিয়াড ক্রিকেট: যশস্বীর সেঞ্চুরি, নেপালকে ২৩ রানে হারিয়ে ভারত সেমিফাইনালে

প্রকাশিত

ভারত: ২০২-৪ (যশস্বী জয়সোয়াল ১০০, রিঙ্কু সিং ৩৭ নট আউট, দীপেন্দ্র সিং আইরি ২-৩১)

নেপাল: ১৭৯-৯ (দীপেন্দ্র সিং আইরি ৩২, রবি বিশনয় ৩-২৪, অবেশ খান ৩-৩২)

হ্যাংঝাউ: দু’ ধরনের ব্যাটেই যে তিনি সিদ্ধহস্ত তা মঙ্গলবার চিনের মাটিতে প্রমাণ করলেন। প্রয়োজনে যে তিনি ঝোড়ো ইনিংসও খেলতে পারেন, তা বুঝিয়ে দিলেন এ দিন। ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্রিকেট মাঠে ৪৯ বলে ১০০ রান করে ভারতের জয়ের কান্ডারি হলেন যশস্বী জয়সোয়াল।

অবশ্য এ রকম ঝোড়ো ইনিংসের নমুনা যশস্বী আগেও রেখেছেন। মে মাসে আইপিএল-এ ১৩ বলে অর্ধশত রান করেন। আইপিএল-এর ইতিহাসে দ্রুততম অর্ধশত রান।        

গত জুলাইয়ে ডোমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমে অভিষেকেই সেঞ্চুরি করেন যশস্বী। টেস্ট ক্রিকেটের ইতিহাসে অভিষেকেই সেঞ্চুরি তো অনেকেই করেছেন। কিন্তু ডোমিনিকায় তাঁর সেঞ্চুরি স্মরণীয় হয়ে থাকবে সব চেয়ে ধীর গতিতে সেঞ্চুরি করার জন্য। ৫০১ মিনিট ক্রিজে থেকে তিনি ৩৮৭ বলের মোকাবিলা করেন। রান করেন ১৭১।

সেই যশস্বী আজ স্বমূর্তি না ধরলে ফল কী হত বলা মুশকিল। কারণ নেপালও দেখিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেটে তারা তাদের যোগ্যতাতেই ভালো জায়গা করে নিয়েছে। অনেকেই ভেবেছিলেন ২০ ওভারে ২০২ রান করে ভারত খুব সহজেই নেপালকে হারাবে। কিন্তু নেপাল প্রায় ধরে ফেলেছিল ভারতকে। মাত্র ২৩ রানে হেরে গেল তারা।

ঝোড়ো ব্যাটিং রিঙ্কু সিং-এর

ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে ভারতের ইনিংস ভালোই শুরু করেছিলেন যশস্বী। কিন্তু দলের ১০১ রানের মাথায় ঋতুরাজ (২৩ বলে ২৫ রান) আউট হয়ে যেতেই ভারতের মিডল অর্ডার কিছুটা দ্রুত ভেঙে পড়ে। ১৫০ রানের মধ্যে ৪টি উইকেট পড়ে যায়। ফলে স্বাভাবিক ভাবেই রান ওঠার গতিও কমে যায়।

শেষ পর্যন্ত হাল ধরেন ৫ এবং ৬ নম্বরে নামা শিবম দুবে এবং রিঙ্কু সিং। এর মধ্যে রিঙ্কু অনেক বেশি মারকুটে ছিলেন। শেষ পর্যন্ত দু’জনেই নট আউট থাকেন। রিঙ্কু করেন ১৫ বলে ৩৭ রান এবং শিবম করেন ১৯ বলে ২৫ রান।

নেপালের লড়াই

২০৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে নিয়মিত ব্যবধানে নেপালের উইকেট পড়লেও রানের গতিকে তারা পড়তে দেয়নি। রবি বিশনয় (৩-২৪), অবেশ খান (৩-৩২) এবং অর্শদীপ সিং-এর (২-৪৩) বলের মোকাবিলা করে নেপালের ব্যাটাররা দ্রুত গতিতে রান তুলেছেন। তবু তারই মধ্যে দীপেন্দ্র সিং আইরি (১৫ বলে ৩২) আর সানদীপ জোরা (১২ বলে ২৯) ছিলেন খুবই মারকুটে।

শেষের দিকে করণ কেসিও ঝোড়ো ইনিংস খেলে ১৩ বলে ১৮ রান করে নট আউট থাকেন। নেপালের দুর্ভাগ্য, মাত্র ২৩ রানে ভারতের কাছে হেরে গেল তারা। তবে এই লড়াই তারা নিশ্চয়ই অনেক দিন মনে রাখবে।

আরও পড়ুন   

এশিয়ান গেমস ২০২৩: ভারতের স্বর্ণহীন দিন, ঝুলিতে এল ৩টি রুপো আর ৪টি ব্রোঞ্জ                   

সাম্প্রতিকতম

জীবনের শেষ দিন পর্যন্ত জেলে থাকতে হবে সঞ্জয়কে, আরজি কর মামলায় সাজা শোনালেন বিচারক

আরজি কর হাসপাতালের ধর্ষণ-খুন মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।...

বুধবার থেকে শুরু রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন, কীভাবে করবেন আবেদন

বুধবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজিস্ট্রেশন। জেনে নিন আবেদন করার পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ তারিখ।

আইআইটি কানপুরের ‘রোবোটিক এক্সোস্কেলিটন’ বদলে দেবে স্ট্রোক পুনর্বাসন প্রক্রিয়া

আইআইটি কানপুর তৈরি করল বিশ্বের প্রথম ব্রেন-কম্পিউটার ইন্টারফেস সমর্থিত রোবোটিক হ্যান্ড এক্সোস্কেলিটন। স্ট্রোক পুনর্বাসনে অভূতপূর্ব অগ্রগতির আশা।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পদাতিক’-এর সাফল্য, অডিয়েন্স অ্যাডয়ার্ড জিতল সৃজিত মুখার্জির ছবি

সৃজিত মুখার্জির মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক পুরস্কার জিতে নিয়েছে। এই জয় ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের দিক থেকেও গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দল ঘোষণা করল বিসিসিআই

শনিবার (১৮ জানুয়ারি) মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তিন...

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা শনিবার, নেতৃত্বে কে জানিয়ে দিল ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা হবে শনিবার। রোহিত শর্মা থাকছেন অধিনায়ক। বুমরাহ ও যশস্বীকে নিয়ে জল্পনা তুঙ্গে।

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং: শীর্ষ ১০-এ ঢুকে পড়লেন ঋষভ পন্থ, স্কট বোল্যান্ড

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ আপডেটে শীর্ষ ১০-এ ঢুকে পড়লেন ভারতের ঋষভ পন্থ ও অস্ট্রেলিয়ার...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে