Homeখেলাধুলোক্রিকেটএশিয়াড ক্রিকেট: যশস্বীর সেঞ্চুরি, নেপালকে ২৩ রানে হারিয়ে ভারত সেমিফাইনালে

এশিয়াড ক্রিকেট: যশস্বীর সেঞ্চুরি, নেপালকে ২৩ রানে হারিয়ে ভারত সেমিফাইনালে

প্রকাশিত

ভারত: ২০২-৪ (যশস্বী জয়সোয়াল ১০০, রিঙ্কু সিং ৩৭ নট আউট, দীপেন্দ্র সিং আইরি ২-৩১)

নেপাল: ১৭৯-৯ (দীপেন্দ্র সিং আইরি ৩২, রবি বিশনয় ৩-২৪, অবেশ খান ৩-৩২)

হ্যাংঝাউ: দু’ ধরনের ব্যাটেই যে তিনি সিদ্ধহস্ত তা মঙ্গলবার চিনের মাটিতে প্রমাণ করলেন। প্রয়োজনে যে তিনি ঝোড়ো ইনিংসও খেলতে পারেন, তা বুঝিয়ে দিলেন এ দিন। ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্রিকেট মাঠে ৪৯ বলে ১০০ রান করে ভারতের জয়ের কান্ডারি হলেন যশস্বী জয়সোয়াল।

অবশ্য এ রকম ঝোড়ো ইনিংসের নমুনা যশস্বী আগেও রেখেছেন। মে মাসে আইপিএল-এ ১৩ বলে অর্ধশত রান করেন। আইপিএল-এর ইতিহাসে দ্রুততম অর্ধশত রান।        

গত জুলাইয়ে ডোমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমে অভিষেকেই সেঞ্চুরি করেন যশস্বী। টেস্ট ক্রিকেটের ইতিহাসে অভিষেকেই সেঞ্চুরি তো অনেকেই করেছেন। কিন্তু ডোমিনিকায় তাঁর সেঞ্চুরি স্মরণীয় হয়ে থাকবে সব চেয়ে ধীর গতিতে সেঞ্চুরি করার জন্য। ৫০১ মিনিট ক্রিজে থেকে তিনি ৩৮৭ বলের মোকাবিলা করেন। রান করেন ১৭১।

সেই যশস্বী আজ স্বমূর্তি না ধরলে ফল কী হত বলা মুশকিল। কারণ নেপালও দেখিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেটে তারা তাদের যোগ্যতাতেই ভালো জায়গা করে নিয়েছে। অনেকেই ভেবেছিলেন ২০ ওভারে ২০২ রান করে ভারত খুব সহজেই নেপালকে হারাবে। কিন্তু নেপাল প্রায় ধরে ফেলেছিল ভারতকে। মাত্র ২৩ রানে হেরে গেল তারা।

ঝোড়ো ব্যাটিং রিঙ্কু সিং-এর

ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে ভারতের ইনিংস ভালোই শুরু করেছিলেন যশস্বী। কিন্তু দলের ১০১ রানের মাথায় ঋতুরাজ (২৩ বলে ২৫ রান) আউট হয়ে যেতেই ভারতের মিডল অর্ডার কিছুটা দ্রুত ভেঙে পড়ে। ১৫০ রানের মধ্যে ৪টি উইকেট পড়ে যায়। ফলে স্বাভাবিক ভাবেই রান ওঠার গতিও কমে যায়।

শেষ পর্যন্ত হাল ধরেন ৫ এবং ৬ নম্বরে নামা শিবম দুবে এবং রিঙ্কু সিং। এর মধ্যে রিঙ্কু অনেক বেশি মারকুটে ছিলেন। শেষ পর্যন্ত দু’জনেই নট আউট থাকেন। রিঙ্কু করেন ১৫ বলে ৩৭ রান এবং শিবম করেন ১৯ বলে ২৫ রান।

নেপালের লড়াই

২০৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে নিয়মিত ব্যবধানে নেপালের উইকেট পড়লেও রানের গতিকে তারা পড়তে দেয়নি। রবি বিশনয় (৩-২৪), অবেশ খান (৩-৩২) এবং অর্শদীপ সিং-এর (২-৪৩) বলের মোকাবিলা করে নেপালের ব্যাটাররা দ্রুত গতিতে রান তুলেছেন। তবু তারই মধ্যে দীপেন্দ্র সিং আইরি (১৫ বলে ৩২) আর সানদীপ জোরা (১২ বলে ২৯) ছিলেন খুবই মারকুটে।

শেষের দিকে করণ কেসিও ঝোড়ো ইনিংস খেলে ১৩ বলে ১৮ রান করে নট আউট থাকেন। নেপালের দুর্ভাগ্য, মাত্র ২৩ রানে ভারতের কাছে হেরে গেল তারা। তবে এই লড়াই তারা নিশ্চয়ই অনেক দিন মনে রাখবে।

আরও পড়ুন   

এশিয়ান গেমস ২০২৩: ভারতের স্বর্ণহীন দিন, ঝুলিতে এল ৩টি রুপো আর ৪টি ব্রোঞ্জ                   

সাম্প্রতিকতম

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

চারিদিক জনশূন্য, দুপুরের রোদে খালি মাথায় 'ভিস্তিওয়ালা' চলেছে। এই রোদে মাথা ফেটে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফাটছে। আহার এখনো তার বাকি, তবু এখন জল নিয়ে পৌঁছাবার সময় গন্তব্যে।

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন

আইপিএল ২০২৪: সেঞ্চুরি বেয়ারস্টোর, সঙ্গী শশাঙ্ক-প্রভসিমরান, টি২০ ক্রিকেটে ইতিহাস গড়ে কেকেআর-কে উড়িয়ে দিল পাঞ্জাব  

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): ২৬১-৬ (ফিল সল্ট ৭৫, সুনীল নারিন ৭১, অর্শদীপ সিং ২-৩৫)...

আইপিএল ২০২৪: হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১ রানে আরসিবিকে হারাল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২২২/৬ (শ্রেয়স আইয়ার ৫০, ফিল সল্ট ৪৮, ক্যামেরন গ্রিন ২-৩৫,...

গিল-জুরেল জুটির দৌলতে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত   

ইংল্যান্ড: ৩৫৩ (জো রুট ১২২ নট আউট, ওলি রবিনসন ৫৮, রবীন্দ্র জাদেজা ৪-৬৭, আকাশ...