Homeখবরবিদেশইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ: শুরু মৃত্যুমিছিল, দু'দেশে নিহত অন্তত ৩০০

ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ: শুরু মৃত্যুমিছিল, দু’দেশে নিহত অন্তত ৩০০

প্রকাশিত

ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে লাফিয়ে বাড়ছে ক্ষয়ক্ষতি এবং হতাহতের সংখ্যা। ইজরায়েলের সীমান্ত লাগোয়া একাধিক অংশে হামলা চালানোর পরে প্যালেস্তাইনের একাধিক গুরুত্বপূর্ণ অংশে হামলা শুরু করে ইজরায়েলি সেনা। সেই সঙ্গে বায়ুসেনার যুদ্ধবিমানও হামলা শুরু করে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার রাত ৮টা পর্যন্ত গাজায় ২০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬০০ মানুষ। ইজরায়েলে মারা গিয়েছেন ১০০ জন। সেখানে আহতের সংখ্যা ৭৪০। সকালে থেকে পাঁচ হাজারের বেশি রকেট ছোড়া হয়েছে।

জানা গিয়েছে, প্যালেস্তাইনের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ভবনগুলিতে মিসাইল হামলা করা হয়। সেই সঙ্গে সেনাও নামানো হচ্ছে একাধিক জায়গায়। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সোর্ড অফ আয়রন। যদিও প্যালেস্তাইনের হামলায় ইজরায়েলের সীমান্ত লাগোয়া এলাকাগুলি কার্যত বিধ্বস্ত হয়ে গিয়েছে।

প্যালেস্তাইনের বিরুদ্ধে শনিবার দুপুরের দিকে যুদ্ধ ঘোষণা করেন দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। তাঁদের নিশানায় মূলত ‘হামাস’। প্যালেস্তাইনের রাজনৈতিক দল ‘হামাস’। কিন্তু আমেরিকা, ইজরায়েল তারে সন্ত্রাসী সংগঠন বলে চিহ্নিত করেছে। ‘হামাস’-এর বিরুদ্ধে ‘অপারেশন সোর্ড অফ আয়রন’ ঘোষণা করেছে ইজরায়েল।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক‌টি ভিডিও বার্তায় বলেছেন, তাঁর দেশ যুদ্ধে লিপ্ত এবং হামাসকে নজিরবিহীন এর মূল্য দিতে হবে। তিনি আরও বলেন, “ইজরায়েলের নাগরিকরা জেনে রাখুন আমরা যুদ্ধে রয়েছি। এটা কোনো অপারেশন নয়, অভিযানও নয়। এটি যুদ্ধ। এবং আমরা জিতব। হামাসকে এর জন্য অভূতপূর্ব মূল্য দিতে হবে”।

সংবাদসংস্থা এপি সূত্রে খবর, ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ‘বেশ কয়েকজন সন্ত্রাসবাদী ইজরায়েলি ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে।’ ইজরায়েল হামাসকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, ইউনিফর্ম পরা বন্দুকধারীরা ইজরায়েলের সীমান্ত শহর সেডরোটের অভ্যন্তরে প্রবেশ করেছে। ভিডিওতে গুলির শব্দও শোনা যাচ্ছে।

অন্য দিকে, ইজরায়েলে ভারতীয় দূতাবাস নিজের নাগরিকদের সতর্ক থাকতে এবং স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসারে সুরক্ষা প্রোটোকল পালন করতে বলেছে। বলা হয়েছে, “অনুগ্রহ করে সতর্কতা অবলম্বন করুন। প্রয়োজন ছাড়া বাইরে বেরনো এড়িয়ে চলুন। নিরাপত্তা আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকুন”। ভারত নাগরিকদের কাছে পৌঁছানোর জন্য একটি হেল্পলাইন এবং একটি ইমেল অ্যাড্রেস তৈরি চালু করেছে দূতাবাস।

আরও পড়ুন: কানাডায় ভেঙে পড়ল বিমান, ২ ভারতীয় ট্রেনি পাইলট-সহ নিহত ৩

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আরও পড়ুন

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য স্বীকৃতি। ট্রাম্পের দাবি সত্ত্বেও নোবেল পেলেন না প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

গাজা শান্তি প্রচেষ্টায় আমেরিকার প্রস্তাবে অংশিক রাজি হামাস, ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর 

গাজা সংঘাত নিরসনে মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে প্রশংসা করলেন ভারতের প্রধানমন্ত্রী...

গাজা অভিমুখী সাহায্যবাহী নৌবহর আটক, ১৩টি নৌকা থামাল ইজরায়েলি সেনা, বিশ্বজুড়ে প্রতিবাদ

গাজায় সাহায্য নিয়ে যাওয়া ৪০টির বেশি নৌকার মধ্যে ১৩টি আটক করল ইসরায়েল। বাকিগুলি এগোচ্ছে গন্তব্যে। অভিযানে আটক কর্মীদের মধ্যে ছিলেন গ্রেটা থানবার্গও।