Homeখবরদেশ৫ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল কমিশন, জানুন কোথায় কবে

৫ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল কমিশন, জানুন কোথায় কবে

প্রকাশিত

নয়াদিল্লি: চলতি বছরের শেষ ভাগে এসে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। এই পাঁচটি রাজ্যের তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গনা, মিজোরাম এবং ছত্তীসগঢ়। সোমবার সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন।

পাঁচ রাজ্যের প্রায় ১৬ কোটি ১০ লক্ষ মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন। বছর ঘুরলেই লোকসভা ভোট। বিশ্লেষকদের মতে, লোকসভার আগে এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটকে ‘সেমি-ফাইনাল’ হিসেবে ধরে নেওয়া যেতে পারে। পাঁচটি রাজ্যেরই ভোটগণনা আগামী ৩ ডিসেম্বর।

মধ্যপ্রদেশ

রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই রাজ্যে ভোটগ্রহণ হবে এক দফায়। মধ্যপ্রদেশে ভোটগ্রহণ ১৭ নভেম্বর। ২৩০ সদস্যের মধ্যপ্রদেশ বিধানসভায় বিজেপি এবং কংগ্রেস পেয়েছিল যথাক্রমে ১০৯ এবং ১১৪টি আসন। দু’দলই ৪১ শতাংশ করে ভোট পেয়েছিল। কংগ্রেস কমল নাথের নেতৃত্বে সরকার গঠন করলেও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপিতে যোগদানে সেই সরকারের পতন হয়। এ বারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত।

রাজস্থান

রাজস্থানে ভোটগ্রহণ ২৩ নভেম্বর। এক দফাতেই ভোটগ্রহণ সারতে চলেছে কমিশন। রাজস্থানে বিধানসভার আসন সংখ্যা ২০০টি। আগের বার কংগ্রেস এবং বিজেপির ঝুলিতে গিয়েছিল যথাক্রমে ১০০ এবং ৭৩টি করে আসন। গত বার বহুজন সমাজ পার্টির সমর্থনে সরকার গড়েছিল কংগ্রেস।

তেলঙ্গনা

আগামী ৩০ নভেম্বর ভোটগ্রহণ তেলঙ্গনায়। ১১৯টি আসন রয়েছে তেলঙ্গনা বিধানসভায়। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর ভারত রাষ্ট্র সমিতি ২০১৮ সালের ভোটে পেয়েছিল ৮৮টি আসন। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস পেয়েছিল ১৮টি।

মিজোরাম‌‌

৭ নভেম্বর ভোট হবে তেলঙ্গনায়। আগের বার, ৪০টি আসনের মধ্যে মিজো ন্যাশনাল ফ্রন্ট জিতেছিল ২৭টি। কংগ্রেস চারটি এবং বিজেপি পেয়েছিল মাত্র একটি আসন।

ছত্তীসগঢ়

আসন্ন পাঁচটি রাজ্যের বিধানসভা ভোটের মধ্যে একমাত্র ছত্তীসগঢ়েই ভোট হবে দু’দফায়। প্রথমটি ৭ নভেম্বর মিজোরামের সঙ্গে, দ্বিতীয়টি ১৭ নভেম্বর মধ্যপ্রদেশের সঙ্গে। ৯০ আসনের ছত্তীসগঢ় বিধানসভায় আগের কংগ্রেস পেয়েছিল ৬৮ এবং বিজেপি পেয়েছিল ১৫টি আসন।

আরও পড়ুন: আশ্বাস রাজ্যপালের, আপাতত ধর্নায় ইতি টানলেন অভিষেক

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।