Homeখবররাজ্যআশ্বাস রাজ্যপালের, আপাতত ধর্নায় ইতি টানলেন অভিষেক

আশ্বাস রাজ্যপালের, আপাতত ধর্নায় ইতি টানলেন অভিষেক

প্রকাশিত

কলকাতা: সোমবার বিকেলে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ হল তৃণমূলের প্রতিনিধি দলের। যার নেতৃত্বে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় ২০ মিনিট ধরে রাজ্যপালের সঙ্গে বৈঠক হয় এ দিন। রাজভবন থেকে বেরিয়ে এসে অভিষেক জানিয়ে দিলেন, রাজ্যপাল ‘সৌজন্য’ দেখিয়েছেন। তাই তৃণমূল নেত্রীর পরামর্শে পাল্টা ‘সৌজন্য’ দেখিয়ে ধর্না তুলে নিচ্ছে তৃণমূল।

এ দিন রাজভবন থেকে বেরিয়ে অভিষেকরা আবার চলে আসেন রাজভবনের বাইরের ধরনা-অবস্থান মঞ্চে। অভিষেক জানান, “তৃণমূলনেত্রী বলেছেন, যেহেতু উনি (রাজ্যপাল) সৌজন্য দেখিয়েছেন, বাংলারও সৌজন্য দেখানো উচিত।’’ পাশাপাশি কেন্দ্রকে সময়ও বেঁধে দিয়েছেন অভিষেক। জানালেন, ৩১ অক্টোবরের মধ্যে বাংলার মানুষের দাবি নিয়ে পদক্ষেপ করা না হলে ১ নভেম্বর পথে নামবেন তাঁরা। তবে এ বার তাঁর নেতৃত্বে নয়, তৃণমূল পথে নামবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।

এ দিনের বৈঠক প্রসঙ্গে অভিষেক বলেন, “রাজ্যপালকে আমরা বলেছি, আপনি ১০-১৫ দিন সময় নিন। প্রয়োজনে তিন সপ্তাহ সময় নিন। তিন সপ্তাহের মধ্যে আমাদের জানাতে হবে, কেন গরিব মানুষের একশো দিনের টাকা বিজেপি সরকার বন্ধ করে রেখেছে? আপনি কেন্দ্রের সঙ্গে কথা বলেন। জানতে চান। রাজ্যের রাজ্যপাল হিসেবে এটা আপনার দায়বদ্ধতা যে বাংলার মানুষকে যদি ভাতে মারা হয়, তার কাছে কৈফিয়ত তলব করা।”

জানা গিয়েছে, তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় রাজ্যের বঞ্চিতদের সমস্যা রাজ্যপাল কেন্দ্রের কাছে তুলে ধরবেন জানিয়ে আশ্বাস দেন। বৈঠকের ঘণ্টা দুয়েকের মধ্যেই দিল্লির উদ্দেশ্যে উড়ান ধরেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে, তিনি দিল্লি গিয়ে কেন্দ্রের কোন প্রতিনিধির সঙ্গে তিনি কথা বলবেন, এ ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, কেন্দ্রের কাছে বাংলার বকেয়া ১০০ দিনের কাজের টাকার দাবিতে গত ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে কর্মসূচি নিয়েছিল তৃণমূল। গোটা আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে কৃষিভবনে অবস্থান শুরু করেন তৃণমূল কংগ্রেস। সেই সময় পুলিশ তাঁদের চ্যাংদোলা করে বের করে দেয় বলে অভিযোগ। এরপর দিল্লিতে দাঁড়িয়েই ‘রাজভবন চলো’র ডাক দেন অভিষেক। এরপর গত বৃহস্পতিবার থেকে রাজভবনের সামনে চলছিল ধর্না।

আরও পড়ুন: রকেট হামলায় মৃতের সংখ্যা প্রায় ৭০০, পাল্টা ইজরায়েলি সেনার হাতে নিহত ৪১৩ হামাস

সাম্প্রতিকতম

মহিলা টি২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার কাছে হেরে নিজেদের ভাগ্য অনিশ্চিত করে ফেলল ভারত

অস্ট্রেলিয়া: ১৫১-৮ (গ্রেস হ্যারিস ৪০, এলিসে পেরি ৩২, রেণুকা সিং ২-২৪, দীপ্তি শর্মা ২-২৮) ভারত:...

দীপাবলির আগে উড়ান যাত্রীদের জন্য বড় স্বস্তি, ঘরোয়া বিমানের ভাড়া কমছে

দীপাবলির আগে আকাশপথে যাতায়াত করা যাত্রীদের জন্য একটি সুখবর। পরিসংখ্যান বলছে, ঘরোয়া ফ্লাইটের ভাড়া...

ভুয়ো সাধু রুখতে মহাকুম্ভ মেলায় পরিচয়পত্র বাধ্যতামূলক, ‘শাহী স্নান’-এর মতো শব্দ বাতিলের দাবি 

২০২৫ মহাকুম্ভ মেলায় সাধুদের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে আখিল ভারতীয় আখাড়া পরিষদ (এবিএপি)। ভুয়া বাবাদের প্রবেশ রোধ এবং মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানকে আধুনিক অস্ত্র ও যুদ্ধবিমান বিক্রি করত ইজরায়েল, দিয়েছিল গোপন সামরিক প্রশিক্ষণও, বন্ধুত্ব কী ভাবে বদলে গেল শত্রুতায়!

বিশ্ব সম্প্রতি অশান্তির একটি নতুন পর্যায়ে অবস্থান করছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে পরিস্থিতি...

আরও পড়ুন

চিকিৎসক-সরকার আলোচনায় মধ্যস্থতায় করতে চেয়ে দু’পক্ষকে ইমেল অপর্ণা, সুজাত ভদ্রদের, অনশন প্রত্যাহারের আবেদন

জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে উদ্বেগ প্রকাশ করে অপর্ণা সেনসহ বিদ্বজ্জনেরা চিকিৎসক ও রাজ্য প্রশাসনের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছেন।

হাওয়ার গতিপথ বদলাচ্ছে, দিনদুয়েকের মধ্যেই বর্ষা বিদায়, তবে বৃষ্টি আপাতত বন্ধ হচ্ছে না

খবর অনলাইনডেস্ক: হাওয়ার গতিপথ বদলাতে শুরু করেছে। দখিনা হাওয়াকে সরিয়ে বায়ুমণ্ডলে ঢুকতে শুরু করেছে...

এবার অসুস্থ হয়ে পড়লেন ডা. অনুষ্টুপ, ভর্তি মেডিক্যাল কলেজে

খবর অনলাইনডেস্ক: অনশনরত অবস্থায় একের পর এক চিকিৎসক অসুস্থ হয়ে পড়ছেন, তবুও কোনো হেলদোল...
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত