Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপ ক্রিকেট ২০২৩: অবিশ্বাস্য জয়, আফগান স্পিনের জাদুতে আত্মসমর্পণ করল  ইংল্যান্ড

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: অবিশ্বাস্য জয়, আফগান স্পিনের জাদুতে আত্মসমর্পণ করল  ইংল্যান্ড

প্রকাশিত

আফগানিস্তান: ২৮৪ (রহমানুল্লাহ গুরবাজ ৮০, ইকরাম আলিখিল ৫৮, আদিল রশিদ ৩-৪২, মার্ক উড ২-৫০)

ইংল্যান্ড: ২১৫ (৪০.৩ ওভারে) (হ্যারি ব্রুক ৬৬, ডাউইড মালান ৩২, রশিদ খান ৩-৩৭, মুজিব উর রহমান ৩-৫১)  

দিল্লি: বড়ো অঘটন ঘটে গেল বিশ্বকাপে। গত বারের বিশ্বকাপজয়ী ইংল্যান্ডকে সহজেই হারিয়ে দিল আফগানিস্তান। মোটামুটি একপেশেই হল খেলা। ইংল্যান্ডের দিক থেকে তেমন লড়াই দেখা গেল না। একমাত্র হ্যারি ব্রুক ছাড়া ইংল্যান্ডের কোনো ব্যাটারই সে ভাবে আফগান বোলারদের সামলাতে পারলেন না। বিশেষ করে রশিদ খান, মুজিব উর রহমান এবং মোহম্মদ নবির মতো স্পিনারদের বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না ইংল্যান্ডের ব্যাটাররা।      

রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। সুযোগের সদ্ব্যবহার করে আফগানিস্তান পৌঁছে যায় ২৮৪-তে। প্রায় তিনশোর কাছাকাছি পৌঁছে যাওয়ার পিছনে রহমানুল্লাহ গুরবাজের অবদান অনস্বীকার্য। গুরবাজ ছিলেন প্রচণ্ড মারমুখী। করলেন ৫৭ বলে ৮০ রান। এ ছাড়াও ইকরাম আলিখিল করেন ৬৬ বলে ৫৮ রান।

জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ইংল্যান্ড গুটিয়ে গেল ২১৫ রানে। নির্ধারিত ৫০ ওভারের ৯.৩ ওভার বাকি থাকতেই। ৩৭ রান দিয়ে রশিদ খান তুলে নিলেন ৩ উইকেট। সমসংখ্যক উইকেট পেলেন মুজিব উর রহমান ৫১ রান দিয়ে। মোহম্মদ নবি মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট নিলেন। ফলে ৬৯ রানে হেরে গেল ইংল্যান্ড। ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ৯ নম্বর ব্যাটার হিসাবে ২৮ রান করার সুবাদে মুজিব হলেন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’।

নিয়মিত ব্যবধানে উইকেট ইংল্যান্ডের

ইনিংস শুরু করার মুখেই বিপাকে পড়ে ইংল্যান্ড। দলের ৩ রানেই ফজলহক ফারুকির বলে এলবিডব্লিউ হন জনি বেয়ারস্টো। এর পর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ব্রুক আর কিছুটা ডাউইড মালান ছাড়া কেউই আফগান বোলারদের মুখে দাঁড়াতে পারলেন না। কোনো উইকেটের জুটিই বলার মতো অবদান রাখতে পারেনি। আজ ইংল্যান্ডের হাল কেমন ছিল তা একটা উদাহরণ দিলেই বোঝা যায়। সবচেয়ে বেশি রান ওঠে তৃতীয় উইকেটের জুটিতে – ৩৫ রান। এ দিন ইংল্যান্ড কী রকম মোকাবিলা করল আফগানিস্তানের, তার প্রমাণ এই রান।

ব্রুক আর মালান ছাড়া ইংল্যান্ডের ছ’ জন ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছোলেন। কিন্তু কেউই সেই রান করতে পারলেন না যাতে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়া যায়। ইংল্যান্ডের ১০ উইকেট পড়ল ৩, ৩৩, ৬৮, ৯১, ১১৭, ১৩৮, ১৬০, ১৬৯, ১৯৮ এবং ২১৫ রানে। এতেই স্পষ্ট বোঝা যায়, আফগানিস্তানের বিরুদ্ধে এ দিন কোনো লড়াই-ই দিতে পারল না ইংল্যান্ড।

আফগান ইনিংসের ভিত গড়ে দিল প্রথম উইকেটের জুটি            

এ দিন খুব ভালো শুরু করে আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জারদান প্রথম উইকেটের জুটিতে করেন ১১৪ রান। এঁদের মধ্যে গুরবাজ ছিলেন প্রচণ্ড মারমুখী। তিনি ইংল্যান্ডের কোনো বোলারকেই রেয়াত করছিলেন না। তাঁর সঙ্গে যথাযথ ভাবে সাথ দিচ্ছিলেন ইব্রাহিম জারদান। দলের ১১৪ রানে যখন জারদান আউট হলেন তখন তাঁর সংগ্রহে ছিল ২৮ রান। এর থেকেই বোঝা যায় কতটা মারমুখী ছিলেন গুরবাজ। আদিল রশিদের বলে জো রুটকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান জারদান।

১১৪ রানে প্রথম উইকেট পড়ার পর দ্রুত উইকেট পড়তে থাকে আফগানদের। ৮ রান পরেই দ্বিতীয় ও তৃতীয় উইকেট পড়ে যায়। গুরবাজের দুর্ভাগ্য, তিনি রান আউট হন ৫৭ বলে ৮০ রান করে। ১৯০ রানের মধ্যে ৬ উইকেট পড়ে যাওয়ায় মনে হয়েছিল আফগানিস্তানের স্কোর আড়াইশো ছাড়াবে না। কিন্তু শেষ ৪ উইকেটে তারা যোগ করে ৯৪ রান। এর জন্য কৃতিত্ব প্রাপ্য রশিদ খান, মুজিব উর রহমানের মতো টেল-এন্ডারদের। নির্ধারিত ৫০ ওভারের মাত্র ১ বল থাকতে আফগানিস্তান ২৮৪ রানে অল আউট হয়ে যায়। ইংল্যান্ডের সফলতম বোলার আদিল রশিদ। তিনি ৪২ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন।

লিগ টেবিলে কে কোথায়

এ দিনের ম্যাচের পর ইংল্যান্ড ও আফগানিস্তান লিগ টেবিলে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকল। দুটি দলই ৩টি করে ম্যাচ খেলে ১টিতে জিতে ২ পয়েন্ট সংগ্রহ করেছে। কিন্তু নেট রান রেটের সুবাদে আপাতত এক ধাপ উপরে থাকল ইংল্যান্ড। এখন লিগ টেবিলের শীর্ষে রয়েছে ভারত, দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। দুটি দলই ৩টি করে ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। কিন্তু যথারীতি নেট রান রেটের বিচারে ভারত এগিয়ে রয়েছে। সে দিক দেখতে গেলে নেট রান রেট সবচেয়ে ভালো দক্ষিণ আফ্রিকার। কিন্তু তারা যেহেতু  ২টি ম্যাচ খেলে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে, তাই আপাতত তারা রয়েছে তৃতীয় স্থানে। এবং চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান।

আরও পড়ুন

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ভারতও তিনে তিন, বুমরাহ-সিরাজ আর স্পিনার ত্রয়ীর জাদুতে পাকিস্তান কাত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

নিউজিল্যান্ড: ২২৭-৯ (ব্রুক হ্যালিডে ৬৯, সোফি ডিভাইন ৬৩, রাবেয়া খান ৩-৩০) বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার)...