Homeখেলাধুলোক্রিকেটবাংলাদেশ ম্যাচে চোট, রবিবারের ম্যাচ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য

বাংলাদেশ ম্যাচে চোট, রবিবারের ম্যাচ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য

প্রকাশিত

রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে টিম ইন্ডিয়ার জন্য আরেক ধাক্কা। চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না হার্দিক পাণ্ড্য। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে।

বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে বল করার সময় হার্দিকের বাঁ পায়ের গোড়ালি মুচড়ে গিয়েছিল। নিজের প্রথম ওভার বল করতে এসেই চোট পান তিনি। ম্যাচের নবম ওভারে তৃতীয় বলেই এই চোট পেয়েছিলেন। লিটন দাসের মারা স্ট্রেট ড্রাইভ পা দিয়ে আটকাতে গিয়েই এই বিপত্তি বাঁধে। পুনেতে আয়োজিত এই ম্যাচে তিনি তিনটেই মাত্র বল করতে পেরেছিলেন। এর পর সাপোর্ট স্টাফদের সঙ্গে খোঁড়াতে খোঁড়াতে মাঠের বাইরে চলে যান তিনি।

বাংলাদেশ ম্যাচের শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানান, “ওর (হার্দিকের) সামান্য সমস্যা হয়েছে। এটা নিয়ে বেশি চিন্তার কোনও কারণ নেই।” তবে এ দিন জানা যায়, স্ক্যানের রিপোর্ট দেখে চিকিৎসকেরা হার্দিককে চার থেকে পাঁচ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

এমন পরিস্থিতিতে, শুক্রবার বিসিসিআই জানিয়েছে, ‘‘মেডিক্যাল টিমের সদস্যেরা হার্দিকের চোটের পরিস্থিতি খতিয়ে দেখছেন। ওঁকে ২০ অক্টোবর ধর্মশালায় পাঠানো হচ্ছে না দলের সঙ্গে। ইংল্যান্ড ম্যাচের আগে হার্দিক সরাসরি লখনউয়ে দলের সঙ্গে যোগ দেবেন।’’

নতুন করে বলার নয়, এ মুহূর্তে যশপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব ছাড়াও, ভারতীয় দলে সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় হার্দিক। কারণ তিনি অলরাউন্ডারের ভূমিকা পালন করেন। তিনি একজন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলার জন্য যথেষ্ট ভালো। আবার ষষ্ঠ বোলার হিসেবেও তাঁকে টিম ইন্ডিয়ার খুবই প্রয়োজন। ভারতের প্রথম তিনটি বিশ্বকাপ ম্যাচে ১৬ ওভার বল করেছিলেন হার্দিক। বিনিময়ে নিয়েছিলেন পাঁচটি উইকেট।

আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: বিরাট কোহলির সেঞ্চুরি, বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে টানা জয় ভারতের

সাম্প্রতিকতম

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ‘নিউজক্লিক’-এর প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে জামিনে মুক্তি দিল দিল্লির আদালত

খবর অনলাইন ডেস্ক: সুপ্রিম কোর্ট ‘নিউজক্লিক’-এর প্রতিষ্ঠাতা-সম্পাদক প্রবীর পুরকায়স্থের গ্রেফতার অবৈধ ঘোষণা করার পর...

ইন্ডিয়া জোট সরকার গঠন করলে বাইরে থেকে সমর্থন, কেন বললেন মমতা

পঞ্চম দফা ভোটের আগেই ইন্ডিয়া জোট নিয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী। কেন তিনি মনে করছেন ইন্ডিয়া জোট সরকার গড়বে, তা আগেই স্পষ্ট করে দেন মমতা।

মুম্বইয়ে ভেঙে পড়া বিলবোর্ডের মালিক ধর্ষণে অভিযুক্ত, বিধানসভা ভোটেও লড়েছিলেন

মুম্বই: সোমবারের প্রবল ঝড়ে মুম্বইয়ের ঘাটকোপারে বিলবোর্ড ভেঙে ১৪ জনের মৃত্যুর দায়ে ভবেশ ভিন্ডের...

‘দেশের নিরাপত্তাকে উপেক্ষা করা যায় না’, ভারত-চিন সীমান্ত বিরোধ নিয়ে প্রতিক্রিয়া বিদেশমন্ত্রীর

নয়াদিল্লি: ভারতের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) চিনের বাহিনী মোতায়েনকে অস্বাভাবিক বলে বর্ণনা করলেন...

আরও পড়ুন

বৃষ্টির জন্য কেকেআর-এর বিরুদ্ধে খেলা হল না, প্লে-অফের দৌড়ে বাদ পড়ল গুজরাত

আমদাবাদ: এই প্রথম আইপিএল ২০২৪-এর কোনো ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হল। বজ্রবিদ্যুৎ-সহ অবিরাম বৃষ্টির...

আইপিএল-এর প্লে অফে প্রথম জায়গা করে নিল কেকেআর

কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্স-এর ইনিংস চার ওভার গড়াতেই কলকাতা নাইট রাইডার্স-এর (কেকেআর) অধিনায়ক শ্রেয়স আইয়ার...

“লজ্জাহীন”: কে এল রাহুলকে অপমান করায় সঞ্জীব গোয়েনকাকে শিক্ষা দিলেন মহম্মদ শামি

খবর অনলাইন ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) বনাম লখনউ সুপার জায়েন্টস (এলএসজি) ম্যাচের পরে মাঠের...