রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে টিম ইন্ডিয়ার জন্য আরেক ধাক্কা। চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না হার্দিক পাণ্ড্য। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে।
বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে বল করার সময় হার্দিকের বাঁ পায়ের গোড়ালি মুচড়ে গিয়েছিল। নিজের প্রথম ওভার বল করতে এসেই চোট পান তিনি। ম্যাচের নবম ওভারে তৃতীয় বলেই এই চোট পেয়েছিলেন। লিটন দাসের মারা স্ট্রেট ড্রাইভ পা দিয়ে আটকাতে গিয়েই এই বিপত্তি বাঁধে। পুনেতে আয়োজিত এই ম্যাচে তিনি তিনটেই মাত্র বল করতে পেরেছিলেন। এর পর সাপোর্ট স্টাফদের সঙ্গে খোঁড়াতে খোঁড়াতে মাঠের বাইরে চলে যান তিনি।
বাংলাদেশ ম্যাচের শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানান, “ওর (হার্দিকের) সামান্য সমস্যা হয়েছে। এটা নিয়ে বেশি চিন্তার কোনও কারণ নেই।” তবে এ দিন জানা যায়, স্ক্যানের রিপোর্ট দেখে চিকিৎসকেরা হার্দিককে চার থেকে পাঁচ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এমন পরিস্থিতিতে, শুক্রবার বিসিসিআই জানিয়েছে, ‘‘মেডিক্যাল টিমের সদস্যেরা হার্দিকের চোটের পরিস্থিতি খতিয়ে দেখছেন। ওঁকে ২০ অক্টোবর ধর্মশালায় পাঠানো হচ্ছে না দলের সঙ্গে। ইংল্যান্ড ম্যাচের আগে হার্দিক সরাসরি লখনউয়ে দলের সঙ্গে যোগ দেবেন।’’
নতুন করে বলার নয়, এ মুহূর্তে যশপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব ছাড়াও, ভারতীয় দলে সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় হার্দিক। কারণ তিনি অলরাউন্ডারের ভূমিকা পালন করেন। তিনি একজন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলার জন্য যথেষ্ট ভালো। আবার ষষ্ঠ বোলার হিসেবেও তাঁকে টিম ইন্ডিয়ার খুবই প্রয়োজন। ভারতের প্রথম তিনটি বিশ্বকাপ ম্যাচে ১৬ ওভার বল করেছিলেন হার্দিক। বিনিময়ে নিয়েছিলেন পাঁচটি উইকেট।
আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: বিরাট কোহলির সেঞ্চুরি, বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে টানা জয় ভারতের