Homeরাজ্যবীরভূমভরা রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে ছাত্রীকে কোপানোর অভিযোগ, সুতপাকাণ্ডের স্মৃতি উসকে দিল...

ভরা রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে ছাত্রীকে কোপানোর অভিযোগ, সুতপাকাণ্ডের স্মৃতি উসকে দিল বীরভূমের ঘটনা

প্রকাশিত

বীরভূম: ভরা রাস্তায় কলেজ ছাত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। বীরভূমের সাঁইথিয়ায় এক ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ। শুধু তাই নয়, তরুণীকে বাঁচাতে গেলে এক দোকানদারকেও কোপায় আক্রমণকারী যুবক। পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলের এই নৃশংস ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।

ঘটনায় প্রকাশ, এ দিন কলেজ থেকে ফেরার সময় বাস ধরার জন্য সাঁইথিয়ার তালতলা মোড়ের কাছে দাঁড়িয়েছিলেন ওই ছাত্রী। ওই সময়েই আচমকা এক যুবক ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালায়। পাশের এক দোকানদার তা দেখে ওই ছাত্রীকে বাঁচাতে গেলে তিনিও রেহাই পাননি। তাঁকেও কোপায় ওই যুবক।

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত যুবকের নাম নাজিবুল হক। তাঁর বাড়ি ওই ছাত্রীর পাশের গ্রাম ছোটতুড়িতে। তবে ঠিক কী কারণে ওই যুবক ছাত্রীর উপরে এমন নৃশংস হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে৷ আক্রমণকারী যুবককে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে সাঁইথিয়া থানার পুলিশ।

জানা গিয়েছে, জখম অবস্থায় কলেজ ছাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। যে যুবকেরও বিরুদ্ধে তরুণীকে কোপানোর অভিযোগ উঠেছে, সেই যুবককে প্রথমে স্থানীয়েরাই ধরেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, যুবক প্রেমের প্রস্তাব দিলে তরুণী তা পত্রপাঠ খারিজ করে দেন। তখনই অভিযুক্ত যুবক নাজিবুল হক ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আক্রমণ করে। তবে কী কারণে এই হামলা, এমন প্রশ্নের উত্তরে ওই যুবককে বলতে শোনা যায়, “আমার মনে পড়ছে না!”

প্রসঙ্গত, ২০২২ সালে মুর্শিদাবাদের বহরমপুরে একইরকম ঘটনা ঘটেছিল। রাস্তায় সুতপা চৌধুরীকে কুপিয়ে খুন করেছিলেন সুশান্ত চৌধুরী। সেই ঘটনায় সম্প্রতি সুশান্তকে ফাঁসির সাজা শুনিয়েছে নিম্ন আদালত। আবার সেই নৃশংস ঘটনার স্মৃতি উসকে দিল বীরভূমের ঘটনা।

আরও পড়ুন: কমান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা, জ্যোতিপ্রিয়র পাশে মমতা

সাম্প্রতিকতম

গর্ভবতী মহিলাদের ৫ হাজার টাকা দেয় কেন্দ্র, জানুন কী এই প্রধানমন্ত্রী মাতৃ বন্দন যোজনা

সাধারণ মানুষের জন্য চালু রয়েছে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প। সমাজের বিভিন্ন স্তরের মানুষের চাহিদার...

তৃতীয় সন্তানের জন্য মাতৃত্বের ছুটিতে মানা সংস্থার, অসন্তুষ্ট আদালত পর্যবেক্ষণে যা বলল

বম্বে হাইকোর্টে নয় বছর ধরে মামলাটি চলছিল। ২০১২ সালে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে (এএআই) কর্মরত ওই মহিলার প্রথমবারের বিবাহ থেকে এক সন্তান ছিল।

আজ থেকে নির্বাচনী প্রচারে অরবিন্দ কেজরিওয়াল, রোড শোয়ে দিল্লির মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি: জেল থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক এবং দিল্লির...

“লজ্জাহীন”: কে এল রাহুলকে অপমান করায় সঞ্জীব গোয়েনকাকে শিক্ষা দিলেন মহম্মদ শামি

খবর অনলাইন ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) বনাম লখনউ সুপার জায়েন্টস (এলএসজি) ম্যাচের পরে মাঠের...

আরও পড়ুন

জেলা সভাপতির দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী, সভামঞ্চ থেকে নিজেই করলেন ঘোষণা

বীরভূম : দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে একাধিক তৃণমূল নেতাদের। সেই তালিকায় রয়েছেন বীরভূম জেলার...

বিদ্যুৎ চক্রবর্তীর নিশানায় মমতা, নোবেলজয়ীকে নিলেন এক হাত

বোলপুর : জমি বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। গতকাল, সোমবার...

তৃণমূলের কোর কমিটি গঠন, দায়িত্ব পেলেন শতাব্দি রায়, কাজল শেখ

বীরভূম : চলতি বছরই পঞ্চায়েত নির্বাচন। যদিও এখনও পর্যন্ত ঠিক হয়নি দিনক্ষণ। এই পরিস্থিতিতে...